পাতা:বিশ্বকোষ সপ্তদশ খণ্ড.djvu/৭০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বসন্তুরোগ I-, ............= इग्न न ५दर 8|४ शिानन्न बtशाहे ७क श्हेग्न शां★ । रिडौम अब्र धरुलिङ झग्न नां ।। ७ई थकांद्र बनङ छैौक श्विाब्र •ग्न উপস্থিত হইয় থাকে । উপসর্গ ও আনুষঙ্গিক পীড়ার মধ্যে নিউমোনিয়া, লুরিসি, গ্লসাইটিস, গ্যাষ্ট্রাইটস্ এণ্টাইটিস,উদরাময়,নানান্থানে প্রদাহ ও স্ফোটক, স্কেটস্ ও লেৰিয়াতে ক্ষত বা বিগলন ; এরিসিগ্ন্যাস, পাইমিয়া, এল্‌মিক্টরিয়া, হিসেটউরিয়া, এপিন্টানি এবং মেনোরংেজিয়া প্রভৃতি বিদ্যমান থাকে। [ १०6 ] এই পীড়া অতিশয় সাজাতিক, শতকরা ৩৩ জনের মৃত্যু ঘটে। প্রায় একাদশ দিবসেই মৃত্যু হইয়া থাকে। অত্যন্ত । জ্বর, দুৰ্ব্বলতা, খাসস্থত, গাত্রে পুত্ব এবং রক্তস্ৰাৰ প্রভৃতি লক্ষণসমূহ উপস্থিত হইলে রোগ গুরুতর বলিয়া জানা যায়। অতি শিশু, মধ্যবয়স্ক ও গর্ভবতী স্ত্রীলোকদের হইলে প্রায়ই অসাধ্য হইয় থাকে । ১০ হইতে ১৫ বৎসর বয়স্ক বালকেরা প্রায় আরোগ্য হয়। স্ফোটক বহির্গত হইবার পর উত্তাপাধিক্য, কটিদেশে অতিশয় বেদনা, অত্যন্ত বমন ও রক্তস্ৰাব প্রভৃতি উপসর্গ উপস্থিত হইলে তাহাকে কঠিন বলা যায়। কনফ্লুয়েন্ট ও করিম্বোজ প্রকার প্রায় সাজাতিক। এই পীড় স্থালেটিন, হাম ও জলবসন্তের সহিত ভ্রম হইতে পারে । किंकि९न| ! নিম্নলিখিত প্রণালী অনুসারে বসন্তের ডাক্তারী চিকিৎসা কয়া হয়। (১) সাধারণ শুশ্ৰুষা, (২) গুটিগুলি যাহাতে সুচারু রূপে বহির্গত হয় এবং ভবিষ্যতে চৰ্ম্মে বিশেষতঃ মুখমণ্ডলে দাগ না থাকে, (৩) উত্তাপাধিক্য নিবারণ করা ( s ) বলকারক ঔষধের ব্যবস্থা, (৫) বিষয় বিশেষের চিকিৎসা, (৬) প্রধান প্রধান উপসর্গের চিকিৎসা, ( ৭ ) প্রতিষেধক চিকিৎসা । (১) পূৰ্ব্বকালে বসন্তরোগীকে উত্তপ্ত গৃহে অবরুদ্ধ রাখা হইত, এখন আর উই৷ খাটে না। আজ কালকার মতে বায়ুপ্রবাহিত আলয়ে রাখাই উচিত,কিন্তু যেন কোন প্রকারে রোগীর শরীরে পতল বায়ুসংলগ্ন হইতে না পায়। প্রথমাবস্থায় লঘু পথ্য ও লেমনেড়, বরফ ইত্যাদি শীতল পানীয় এবং কমলালেবু প্রভৃতি স্বরস ফল ব্যবস্থা করিবে । পুত্ব সঞ্চয় কালে কিংবা রোগী দুৰ্ব্বল হইলে বিফটি, স্বপ, জেলি ও অল্পমাত্রার মুর দেওয়া আবগুক । (২) গুটিগুলি হুচারুক্ষপে বহির্গত করিবার জন্য কাৰ্ব্বলিক্‌, কণ্ডিজ, কিংবা সলফিউরঙ্গ এসিড, লোলন দ্বারা গাৱ স্পচ করবে। করম নিৰারণার্থ ময়দা, এরাষ্ট্রট অথবা অন্ত কোন ২৫ গাত্রে লাগাইবে। ভবিষ্যতে চৰ্শ্বোপরি দাগ না হইতে পারে, তদন্ত পরিপক্ক গুটিগুলির উপর ক্রমশঃ নাইট্টে, অব, XVII › ዓ ፃ বসত্তরোগ o: সিলভার পেন্সিল অথবা উহায় লোসন সংলগ্ন করিবে । কিংবা মার্কিউল্লিরেল অথবা সলঙ্কার অয়েস্টমেন্ট, ট আইগুডিনু, করোসিব, সৰলিমেট লোমম.(৬ আউন্স জলের পত্তি ২ গ্রেণ) এবং লাইকর গটাপার্স ইত্যাদি সংযুগ্ন করিতে পারা বার। ডাং তালম্ (Dr. Banosm ) বলেন যে, কাৱলিক ७नि७ थारेयण अप्झण भिथिज्र रुष्ट्रिब्र गांशाहेरण प्लेनकाब्र দশে। - যদি উপরোক্ত মলমসমূহ ছায় যন্ত্রণ বোধ হয়, তবে কোলড়, ক্রিম্ বা গোলাপ-জল মিশ্ৰিত মিসিরিণ, সংলগ্ন করিৰে । কোন কোন গ্রন্থকার ভেসিকেল অবস্থায় কাৰ্ব্বালিকৃ এসিড, সংলগ্ন করিতে বলেন। কিন্তু ডাক্তার মার্সন ( or Marson) বলেন যে, পুত্ব নির্গত হইলে পর গুটির উপর কোল্ড ক্রিম বা গ্লিসিরিণ লাগাইলে বস্ত্রণ ও দাগ পড়ে না। উগ্র রস দ্বারা চৰ্ম্মে উত্তেজনা হইলে তথায় উষ্ণজলের স্পঞ্জ করিয়া তদুপরি ময়দা, এয়ারুট, টয়েলেট পাউডার কিংবা ক্যালেমাইন সংলগ্ন কঞ্জিবে । (৩) উত্তাপনিবারণ জষ্ঠ গাত্রম্পঞ্জ এবং মৃত্যু বিরেচক ও ঘর্শ্বকারক ঔষধ সকল ব্যবন্থেয়। উত্তাপার্থিক্য হইলে এন্টিফেব্রিন দিবে। (৪) পুত্র জন্মিবার সময় টাইফয়েড, লক্ষ, সকল উপস্থিত হইলে এমোনিয়া ও বার্ক প্রভৃতি উত্তেজক ঔষধ দিবে। ব্র্যাপ্তি, ও ব্রথ আহারার্থ বিধেয় । গলার বেদন নিবারণার্থ নান প্রকার কুরি দেওয়া যাইতে পারে। রক্তস্রাব জজ এসিড, গ্যালিক, তাপিণ তৈল ও আর্গট দিবে। অনিদ্রা ও প্ৰলাপ থাকিলে কেহ কেহ অহিফেন বা মর্ফিয়া ২৯ রাত্ৰি দিয়া থাকেন, কিন্তু ফুসফুসের প্রদাহ থাকিলে অহিফেন কিংবা মর্ফিয়া ব্যবহার করা উচিত নহে। সিকি গ্ৰেণ মাত্রায় বেলেডোনা দিলে কথন কখন উপকার দর্শে। ( e ) বিশেষ চিকিৎসার মধ্যে সলফে কাৰ্ব্বলেটস, কাৰ্ব্ব লিৰু এসিড, হাইপোক্লোরাইটস্ ও সলফিউরস এসিড, প্রভৃতি এন্টিসেপটিক ঔষধ সকল প্রয়োগ কয় বিধেয়। কেহ কেছ স্তালিসিলেট্‌ অব সোডিয়া দিতে পরামর্শ দেন। (৬) উপসর্গের চিকিৎসা-চকুতে প্রদাহ হইলে চক্ষুন্ন উপরে সর্বদা শীতল জল কিংবা করোসিব, সব লিমেট লোসন (৬ ঔদ জলের সহিত ১ গ্ৰেণ) ও সিক্ত বস্ত্রখণ্ড সংলগ্ন করিবে ; অথবা পোস্তের দেড়ির স্বেদ দিবে। অত্যন্ত কgংটিভাইটিস থাকিলে টেম্পেলে শ্লিষ্টার দেওয়া কৰ্ত্তব্য। কণিয়াতে ক্ষত চইলে তদুপরি নাইট্রেট অব সিলভার পেন্সিল বা উহার লোসন লাগাইবে । চক্ষুর উপর সর্বদ সবুজবর্ণের পর্দা রাখা উচিত । কালি থাকিলে কক্ষ-নিঃসারক ঔষধ সকল ব্যৰস্থের। , ক্ষোটক