পাতা:বিশ্বকোষ সপ্তম খণ্ড.djvu/১৩৬

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে ঝাঁপ দিন অনুসন্ধানে ঝাঁপ দিন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।


রাও চুড়ার্চাদ নামে একজন রাজা ছিলেন ; ওঁ इहेण्डहे ७हे बश्नैौद्र ब्रांजश५ ठूफ़ानमा ब्राप्य धाांउ श्हेब्र আসিতেছিলেন এ কাল্লিখিত রাও গারিও চুড়াসমাবংশীয় দ্বিতীয় নরপতি ষ্ট্ৰইই ठूफ़ानभांबश्नैौद्रण१ नभन्न नमग्न निकऎवउँ cमन छब्र कब्रिতেন বটে, কিন্তু সাধারণতঃ জুনাগড় ব্যতীত অন্ত স্থানে র্তাহাদিগের ক্ষমতা স্থায়ী ছিল না। চোবাড় (জুনাগড়), পুরনার (কাস্তেল) প্রভৃতি স্থানে সংস্কৃত ভাষায় লিথিত বহুসংখ্যক উৎকীর্ণলিপি দেখিতে পাওয়া যায়। গহেলাট ইতিহাসে এই স্থান অসিলদুর্গ (আসিলগড় ) নামে বর্ণিত হইয়াছে । কথিত আছে, কুমার অসিল তাহার পিতৃব্যপত্নীর সন্মতি অনুসারে গির্নরের নিকট একটী দুর্গ নিৰ্ম্মাণ করাইয়াছিলেন । এই দুর্গ তাহার নামানুসারে ज्रांभिश*ॉफू नांtभ ५Tांठ झग्न ! ७झे हां८नद्र २० भांड्रेण পশ্চিমে প্রাচীন বলভীপুরের ধ্বংসাবশেষ পতিত রহিয়াছে। জুনাগড়ের রাখেনগড় গুহার প্রসিদ্ধ চীনপরিব্রাজক হিটএন্‌সিয়াং আগমন করিয়াছিলেন। তৎকালে এই স্থানে ৫০টী বৌদ্ধ মঠ ছিল এবং প্রায় ৩০০০ শ্রমণ বাস করিত । ২ বোম্বাই বিভাগে কাঠিয়াবাড়ের অন্তভুক্ত জুনাগড় নামক করদরাজ্যের প্রধান নগরের নাম জুনাগড়। এই নগরট অক্ষা ২১° ৩১ উঃ ও দ্রাঘি- ৭০° ാട് ഠം് : রাজকোট হইতে ৬০ মাইল দক্ষিণপূৰ্ব্বকোণে অবস্থিত। এই স্থানে হিন্দু, মুসলমান, জৈন প্রভৃতি ভিন্ন ভিন্ন জাতীয় লোক বাস করে । জুনাগড় নগর গির্নর এবং দাতার পর্বতের সামুদেশে অবস্থিত। ইহা ভারতবর্ষের মধ্যে একটা পরম রমণীয় নগর । এই স্থানে অন্যান্ত স্থানাপেক্ষ অত্যধিক পরিমাণে পুরাতত্ত্ব ও ঐতিহাসিক রহস্ত আবিষ্কৃত হইতেছে। উপারকোট অর্থাৎ প্রাচীন দুর্গের অনেক স্থলে বৌদ্ধদিগের নিৰ্ম্মিত অতিশয় সুন্দর খোদিত কৃত্রিম গহবর দেখা যায় এবং দুর্গের পরিখার সৰ্ব্বস্থানে অনেকগুলি গুহ। আছে। খোদিত গুহা দ্বারা স্থানটা যেন মধুচক্রে পরিণত হইয়াছে। স্থানে স্থানে প্রাচীন গুহার ধ্বংসাবশেষ পূৰ্ব্ব গৌরবের সাক্ষ্য প্রদান করিতেছে। থাপ্রাফোড়িয়ার গুহাটী অতিশয় রমণীয় ; দেখিলেই বোধ হয় যেন পূৰ্ব্বে এই স্থানে একটা তিল কি ত্রিতল মঠ ছিল । সম্পূর্ণরূপে পাহাড় কাটিয়া এই গুহাট নিৰ্ম্মিত এবং দুর্গরক্ষার একটা উত্তম উপায়স্বরূপ । পূৰ্ব্বকালে যখন চুড়াসমাद३*ौम्रशं१ ७हे हांप्न ब्रांछङ्ग- कब्रिएङन, उ१न ७क खूमांशप्ल জন রাজার দুইজন বালিকা দাসী কর্তৃক উপরকেটে দুইটা বাপী নিৰ্ম্মিত হইয়াছিল। এই স্থানে মুলতান মাঙ্ক বেগর একটা মসজিদ নিৰ্মাণ করাইয়াছেন ; এই মসজিদের নিকট ১৭ ফিটু লম্বা একটী কামান আছে । अङ्गश्रृं५ ॐiांब्रप्कां ज्ञानकरांद्र स्रद८ब्रांथ ५द१ अtनरुदांग्न অধিকার করিয়াছে। সেই বিপদকালে রাজা এই স্থান পরিত্যাগপূর্বক গির্নরের উপরিস্থিত দুর্গে যাইয়া আশ্রয় গ্রহণ করিতেন। গির্নর দুর্গ অতিশয় দুরারোহ ; তজ্জন্তই শক্ৰগণ তাহা সহজেই জয় করিতে পারে নাই । সম্প্রতি এথানে একটী সুন্দর হাসপাতাল ও রাজকাৰ্য্যের छछ रुडक७शि श्रृंश्। निर्भुिङ श्हेब्राहक्क । অনেক গণ্য মাষ্ঠ প্রধান ব্যক্তি সুন্দর মুনীর বাসগৃহ নিৰ্ম্মাণ করিয়া সহরটাকে স্বরম্য করিয়া তুলিয়াছেন। নবাবের বাসভবনের সম্মুখে কতকগুলি দোকান আছে। সেইগুলিকে মহাবৎচক্র কহে । এই স্থানে একটা বড় মন্দির ও তাহাতে একটা ঘড়ি আছে। প্রাচীন জুনাগড় এখন উপারকোট নামে খ্যাত । বর্তমান সহরের প্রকৃত নাম মুস্তফাবাদ । এই নগরট গুঞ্জরাটের সুলতান মাহ্মদবেগর স্থাপন করিয়াছিলেন। জুনাগড় সহর হইতে প্রায় এক মাইল পূৰ্ব্বদিকে দামোদরকুও নামক পবিত্র তীর্থ। একটী ক্ষুদ্র নিঝরিণীর জলে এই কুও সৰ্ব্বদাই পরিপূর্ণ থাকে। এই কুণ্ডের উত্তর ও দক্ষিণ উভয় পার্শ্বে-ই কতকগুলি ঘাট আছে। উত্তর ঘাটের নিকট ক্ষমতাশালী নাগর ব্রাহ্মণদিগের শ্মশানমন্দির এবং দক্ষিণঘাটের নিকট দামোদরজির মন্দির নিৰ্ম্মিত হইয়াছে । এই মন্দিরটা অতিশয় পুরাতন ; কিন্তু এখনও প্রায় নূতনের মত দেখায়। কথিত আছে, বজ্রনাভ এই মন্দিরটা নিৰ্ম্মাণ করিয়াছিলেন । তিনি কৃষ্ণের তিন পুরুষ পরেই জন্মগ্রহণ করিয়াছিলেন। এই মন্দিরের দিকে যে প্রান্তর আছে, তাহার দৈর্ঘ্য ১০৯ ফিটু ও প্রস্থ ১২৫ ফিট । এই স্থানে ধৰ্ম্মশালা ও বলদেবীর একটা মন্দির অাছে। এই মন্দিরের উপরিভাগে অনেক গুলি পৌরাণিক মূৰ্ত্তি খোদিত। দামোদরজির মন্দিরপ্রাঙ্গণ রেবর্তীকুও পর্য্যন্ত বিস্তৃত। এই স্থানে দুই খানি প্রাচীন শিলালিপি ও কতকগুলি মূৰ্ত্তি আছে। এখানে প্যারা বাবা মঠের নিকট নয়ট কৃত্রিম পৰ্ব্বতগুহা আছে। এই গুহাগুলি এখন তৃণাচ্ছাদিত হইয়া রহিয়াছে। এই পৰ্ব্বতের দক্ষিণদিকে श्राद्र७ १छैौ ७श श्रां८छ् ।। ७थांनकांद्र जमांभन्खिन्, श्रानि চড়িবাব এবং নোবাণকৃপু বিশেষ প্রসিদ্ধ। এই গুহাটীর উপরিতল ৩৭ টুি লম্বা এবং ৩ফিটু চৌড়।