পাতা:বিশ্বকোষ সপ্তম খণ্ড.djvu/১৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

?झन য়ন করেন । ধীরনিৰ্ব্বাশের ৩৭৬ বর্ষ পরে হ্যামাচার্ঘ্যের ड्रा श्य ।” भूि পরিশিষ্ট পর্কে লিখিত আছে, মহারাজ অশোকের পৌত্র ও কুণালের পুত্র সম্প্রতি রাজার সময় জৈনধৰ্ম্ম বহুবিস্তৃতি লাভ করিয়াছিল। মহাবীরের সময় অতি অল্পস্থানেই জৈনধৰ্ম্ম প্রচারিত হইয়াছিল, কিন্তু এই সম্প্রতি রাজা লোক পাঠাইরা সমস্ত ভারতবর্ষে, এমন কি পারস্ত ও শক যবনদেশেও জৈনমত প্রচার করেন। নডোল, গিরনার, শত্রুঞ্জয় ও রতলাম প্রভৃতি স্থানে সম্প্রতি রাজা ছাব্বিশ হাজার জিন মন্দির নিৰ্ম্মাণ করাইয়াছিলেন । ৯ম পট্টাচাৰ্য্য মুহস্তী সুরি উজ্জয়িনীতে গিয়া অবস্ত্রী সুকুমারকে দীক্ষিত করেন । এই অবস্তী সুকুমারের পুত্র মহাকাল । মহাকাল এক জিনমন্দির নিৰ্ম্মাণ করিয়া আপন পিতার নামানুসারে অবন্তীপাশ্বনাথ মূৰ্ত্তি প্রতিষ্ঠা করেন। কালক্রমে ব্রাহ্মণের সেই মন্দির অধিকার করিয়া তন্মধ্যে শিবলিঙ্গ স্থাপন করিলেন এবং সেই জিনমন্দির মহাকালের নামে খ্যাত হইল । পূৰ্ব্বে মুধৰ্ম্মস্বামী হইতে ৮ম পাট পৰ্য্যন্ত অনগার ও নিগ্রন্থ নাম ছিল, সুহস্তী, সুস্থিত ও তৎপরে সুপ্রতিবদ্ধ এই তিন জনে কোটিবার স্থরিমন্ত্র জপ করিয়াছিলেন বলিয়া পাট (পট্ট) কোটি ক নামে খ্যাত হইল । সুস্থিত সুরির পটের উপরে ইন্দ্রদিন্ন সুরি উপবেশন করেন । তাহার সময়ে বীরগতে ৪৫৩ বর্ষে গর্দভিল্লরাজউচ্ছেদকারী ২য় কালিকাচাৰ্য্য আবির্ভূত হন । এই বর্ষে ভু গুকচ্ছে ( বর্তমান বরেীচে ) আর্য্যখপটাচাৰ্য্য বিদ্যাচক্রধৰ্ত্তী পদ লাভ করেন। প্রবন্ধচিস্তামণি ও হরিভদ্রের অবিস্তকটীকায় ঐ সময়ের বিবরণাদি বিস্তৃতভাবে বর্ণিত আছে । মহাবীরের নিৰ্ব্বাণের ৪৮৪ বর্ষ পরে খপটাচাৰ্য্য, ৪৬৪ বর্ষ পরে আৰ্য্যমন্ধু ও বৃদ্ধবাদী, ৪৬৭ বর্ষ পরে পাদলিপ্তাচাৰ্য্য ও সিদ্ধসেন দিবাকর এবং ৪৭০ বর্ষ পরে সম্বৎপ্রবর্তক বিক্রমাদিত্য আবিভূত হন । মহাবীর যেদিন নিৰ্ব্বাণ লাভ করেন, সেই দিন উজ্জয়িনীতে পালক রাজার অভিষেক হয় । তৎপরে চন্দ্রপ্রস্তোত, শ্রেণিকের পুত্র কৌণিক ও কৌণিকের পুত্র উদায়ী মোট ৬০ বর্ষ রাজত্ব করিয়াছিলেন । উদায়ী নিঃসন্তান ছিলেন। তঁহার পরে ৯ জন নন্দ পর্য্যন্ত ১৫৫ বর্ষ, তৎপরে চন্দ্রগুপ্ত, বিন্দুসার, অশোক, কুণাল ও সংপুতি এই কয়জনে ১.৮ বর্ষ রাজত্ব t S१७ ] করেন। সংপ্রতিই মৌর্য্যবংশীয় শেষ রাজা । তৎপরে পুষ্যমিত্র । W Il * 88 ६क्कन ১৩ বর্ষ, বলমিত্র ও ভানুমিত্র দুইজনে ৬০ বর্ষ, নভবাহন ৪• বর্ষ, গর্দভিল্লরাজ ১৩ বর্ষ এবং শকরাজ ৪ বর্ষ উজ্জয়িনী শাসন করেন। এই শকরাজকে পরাজয় করিয়া বিক্রমাদিত্য রাজা হন, ইনি সিদ্ধসেন দিবাকর নামক প্রসিদ্ধ জৈনসাধুর निकछे जनथएष नैौक्रिड श्न । कशिऊ श्रां८झ, निझtनन কল্যাণমন্দিরস্তোত্র পাঠ করিয়া মহাকালের লিঙ্গে পাশ্বনাথ মূৰ্ত্তি আলিভূত করিয়াছিলেন। সিদ্ধসেন জৈনাঙ্গসমূহ সংস্কৃত ভাষার লিপিবদ্ধ করিতে চাহিয়াছিলেন, শেষে নিবারিত হওয়ায় বহুবর্ষ ধরিয়া প্রায়শ্চিত্ত করেন। বীরগতে ৪৯৬ বর্ষে ( ২৬ সম্বতে ) প্রসিদ্ধ ( ১৩শ ) পট্টাচাৰ্য্য বজ্রস্বামী স্কুষ্ম গ্রহণ করেন, তাহা হইতে বজ্রশাখা উৎপন্ন হয় । তাছার সময়ে দশম পূৰ্ব্ব, চতুর্থ সংহনন এবং চতুর্থ সংস্থান ব্যবচ্ছিন্ন হয়। বজ্ৰস্বামীর পর যথাক্রমে গুণমুন্দর, কালিকাচাৰ্য্য, স্কন্দিলাচার্য্য, রেবতমিত্র, ধৰ্ম্ম, ভদ্রগুপ্ত ও শ্ৰীগুপ্তাচাৰ্য্য যুগপ্রধান হইয়াছিলেন । বীরগতে ৫৩৩ বর্ষে আর্য্যরক্ষিতগুরি কালিকভ্ৰাত, ঋষিভাষিত, স্বৰ্য্যপ্রজ্ঞপ্তি ও দৃষ্টিপদ এই চারি ভাগে সকল শাস্ত্রের অমুযোগ পৃথক্ করিয়া দেন। আর্যরক্ষিত ও দুৰ্ব্বলিক-পুষ্পমিত্র যুগপ্রধান হইয়াছিলেন । ত্রৈরাশিকজিৎ শ্ৰীগুপ্তচাৰ্য্য বীরগতে ৫৪৮ বর্ষে সুরিপদ লাভ করেন। স্ত্রগুপ্তচার্য্যের শিষ্য উন্ন কগোত্র রোহগুপ্তই ত্রৈরাশিক মত প্রকাশ করেন, তিনি গুরুর কাছে পরাজিত হইয়াও স্বমত পরিত্যাগ করেন নাই । রোহগুপ্তই অস্তরঞ্জিকা নগরীর ধলত্রীরাজকে রাজ্য হইতে বাহির করিয়া দেন । এই রোহগুপ্তের শিষ্যের নাম কণাদ, ইনিই দ্রব্য, গুণ, কৰ্ম্ম, সামান্ত, বিশেষ ও সমবায় এই ষটপদার্থ নিরূপণপুৰ্ব্বক বৈশেষিকস্বত্র প্রচার করেন। বীরগতে ৫৮৪ বর্ষে সপ্তম নিহ'ব হইয়াছিল। আর্য্যরক্ষিত তাহার মাতুল ও প্রধান শিষ্য গোষ্ট্রামাহিলকে ক্রিয়াবাদিগণকে পরাজয় করিবার জন্ত দশপুরে প্রেরণ করেন । তাড়ার অনুপস্থিতকালে আর্য্যরক্ষিত অপর শিষ্য দুৰ্ব্বলিকাপুপমিরকে পট্টধর করিলেন। গোষ্ট্রামাছিল ক্রিয়াবাদিকে পরাজয় করিয়া ফিরিয়া আসিয়া দেখিলেন দুৰ্ব্বলিকা পট্টধর হইয়াছেন । তাহার পট্টধর হইবার ইচ্ছা ছিল, তিনি দুৰ্ব্বলিকার উপদেশ না শুনিয়া তাহার শিষ্য বিন্ধ্যের কথা শুনিতেন । একদিন বিন্ধ্যের সহিত মতভেদ হওয়ায় ৭ম নিহব ঘটে । এই সময়ে কৃষ্ণ সুরি আবিভূত হন। বীরগতে ৬০৯ বর্ষে কৃষ্ণমূরির শিষ্য শিবভূতি কর্তৃক দিগম্বরমত প্রবর্তিত হয় । বিশেষাবশ্যকাদিশাস্ত্রে ঐ অধিকার বর্ণিত হইয়াছে। বজ্রস্বামীর পর বজ্ৰসেন