পাতা:বিশ্বকোষ সপ্তম খণ্ড.djvu/২২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যে দ্রাঘিমায় অবস্থিত, তাহার ঠিক বিপরীত দ্রাঘিমায় উপস্থিত হইবে। কিন্তু ঐ সময় জোয়ার-তরঙ্গের অপর অপর গোলান্ধে পূৰ্ব্বোঙ্ক স্থান হইতে উছার অক্ষাস্তরের দ্বিগুণ দূরে অবস্থিত হইবে। এজন্য পাণ্ট জোয়ারের উচ্চতা ঐ স্থানে অতি সামান্ত হইবে। এইরূপ চন্দ্র ও ঐ স্থান বিষুবরেখার দুই ভিন্ন পাশ্বস্থ হইলে আহ্নিক জোয়ার অতি অল্প এবং পাণ্ট জোয়ার অতি উচ্চ হইবে। বিষুবরেখার কোন স্থানে ১২ঘ ১৪মি অন্তর প্রায় সমানভাবে জোয়ার হয় । যুরোপীয় পণ্ডিতগণ বহুবিধ পরীক্ষা দ্বারা ভারত মহাসাগর ও আটলাণ্টিক মহাসাগরের জোয়ারের প্রকৃতি সম্যক অবগত श्झेब्रांtछ्न । धै झुंझे भश्नांशं८द्र उिग्न डिग्न नभtग्न डिग्न छिन्न স্থানে সৰ্ব্বোচ্চ জোয়ারের কাল পর্য্যবেক্ষণ দ্বারা স্থির হয়, জেtয়ার-তরঙ্গ অষ্ট্রেলিয়া দ্বীপের দক্ষিণস্থ মহাসাগরে উৎপন্ন হইয়া ক্রমে পশ্চিমমুখে বঙ্গোপসাগর ও পারস্য উপসাগরের দিকে ধাবিত হয় । দাক্ষিণাত্যের মলবার ও করমণ্ডল উভয় উপকূলেই জোয়ার সমভাবে অগ্রসর হইতে থাকে। এইরূপ জোয়ার-তরঙ্গ উৎপন্ন হইবার প্রায় ২০৩০ ঘণ্টা পরে উহ! গঙ্গা বা সিন্ধুনদীর মোহানায় আসিয়া উপস্থিত হয় । লোহিতসাগরের মোহানা হইতে উত্তমাশা অন্তরীপ পর্য্যন্ত আফ্রিকার সমস্ত পূৰ্ব্ব উপকূলে প্রায় একটা মাত্র জোয়ার তরঙ্গ এক সময়ে বৰ্ত্তমান থাকে, সুতরাং ঐ সমস্ত স্থানে একই সময়ে জোয়ার লক্ষিত হয় । উত্তমাশা অন্তরীপ পার হইয়া জায়ারতরঙ্গ আটলাণ্টিক মহাসাগরে প্রবেশ করে এবং আমেরিকা অভিমুখে অগ্রসর হইতে থাকে। উত্তমাশা অন্তরীপে উপস্থিত হইবার প্রায় ১৩/১৪ ঘণ্টা পরে জোয়ার তরঙ্গ ইংলিস্ চানেলে প্রবেশ করে । এই সময়ে ইহার অপর শাখা উত্তর ভাগে যাইয়। দক্ষিণমুখে প্রত্যাবৃত্ত হয়, সুতরাং জৰ্ম্মণ সাগরে একবারে দুইদিক্ হইতে দুইটী জোয়ার-তরঙ্গ প্রবেশ করে। এইরূপে জোয়ার তরঙ্গ উৎপন্ন হইবার প্রায় ৫-৬০ ঘণ্টা পরে উহ! ইংলওঁীয় দ্বীপপুঞ্জে উপস্থিত হয়। এইরূপে জোয়ার-প্রবাহ নানা শাখায় বিভক্ত হইয়া একই সময়ে নানা দ্রাঘিমায় ভিন্ন ভিন্ন গতিতে নানাদিকে অগ্রসর इद्र । ७३ छछ श्रानक गभग्न ७क बनाएब्र श् डिग्न निकू হইতে দুইটা জোয়ারপ্রবাহ একই সময়ে উপস্থিত হয়। স্বতরাং ঐ স্থানে উভয়ের সঙ্ঘাতে প্রবল জোয়ার উৎপন্ন হয়। স্বৰ্মণ সাগরের কুলস্থিত অনেক বন্দরে এইরূপ ঘটে । ফর্তী উপসাগরের কুলস্থিত আমদাপোলিস বন্দরে এইরূপে জোয়ার জল ১২ ফিট উচ্চ হয়। টঙ্কুইনের বাট্টশাম বন্দরে 4करे गमदग्न उॉब्रउमशनैश्रव्र ७ ईौननांशद्र रुहेरठ ७को WII © Ꮔ হের সংমিশ্রণ হেতু তথায় সমুদ্রজল সৰ্ব্বদা সমভাবে থাকে। সুতরাং তথায় জোয়ার লক্ষিত হয় না । বিস্তীর্ণ সমুদ্রে জোয়ার জলের উন্নতি কএক ফিটের অধিক হয় না, ঐ উন্নতিও প্রশস্ত সমুদ্রবক্ষে উপলব্ধি হয় না । কিন্তু কোন কোন নদী ও খাড়ী প্রভৃতির মোহনায় জোয়ার জলের উচ্চতা ১০ • ফিটেরও অধিক হয় । ব্ৰিষ্টল চানেলের জল ১৮ ফিটু এবং সোয়ান্‌সির জল ৩• ফিট উচ্চ হইয়া থাকে। চেপ্‌ষ্টেীন নগরের নিকট জল প্রায় ৫০ ফিট এবং আমেরিকার নবস্কোসিয়াপ্রদেশে জল প্রায় ৭০ ফিট উচ্চ হয়। এই উচ্চতা চন্দ্র স্বৰ্য্যের আকর্ষণে সমুদ্রের স্ফীতি জন্ত হয় না। জোয়ার-তরঙ্গ বেগে প্রবাহিত হইবার সময় উপকুল দ্বারা প্রতিহত হইলে জল উচ্ছলিত হইয়া উঠে এবং পশ্চাত্তাড়িত তরঙ্গমালা দ্বারা আরও উন্নীত হইয়া ভীষণ বেগে নদীমুখে ধাবিত হয়, বিস্তীর্ণ জোয়ার-প্রবাহ প্রবলবেগে আসিতে আসিতে যদি ক্রমশঃ অপ্রশস্ত নদী মোহানা বা খাড়ীতে প্রবেশ করে, তবে আবদ্ধ হইয়া যায় ও জল উচ্চ হইয় উঠে। আমেজন নদীর জল প্রায় ১২০ ফিট উচ্চ হয় । জোয়ারের সময় সাধারণতঃ নির্দিষ্ট হইলেও উহা সৰ্ব্বদা ঠিক থাকে না। সচরাচর আহ্নিক জোয়ার প্রায় ২৪ ঘণ্টা ৫৭ মিনিট পরে পরে হয়। কিন্তু অমাবস্তার দিন স্বৰ্য্য যদি যাম্যোন্তররেখা (Meridian) চন্দ্রের পূর্বেই পার হয়, তবে নির্দিষ্ট সময়ের পূৰ্ব্বেষ্ট জোয়ার আসে, আর যদি পশ্চাতে পার হয়, তবে নির্দিষ্ট সময়ের পরে আসে। পূর্ণিমার দিনও স্বৰ্য্য বিপরীতদিকের দ্রাঘিমা চন্দ্রের অগ্রে পার হইলে জোয়ার শীঘ্র ও পশ্চাৎ পার হইলে নির্দিষ্ট সময়াপেক্ষ বিলম্বে হয়। সচরাচর সমুদ্রকুলে আঁহ্নিক জোয়ারের ১২ঘন্টা ২৮মিনিট পরে আবার জোয়ার হয় । সৰ্ব্বোচ্চ জোয়ার জলের প্রায় ৬ঘ ২৪মি পরে সর্বাপেক্ষ বেশী ভাট হয় । দুই ভাটারও মধ্যবৰ্ত্তী কাল ১২ঘ ৫৭মি । কিন্তু নদীর উপর দিকে ভাটার কাল অপেক্ষাকৃত অনেক অল্প হয়, অর্থাৎ ঐ সকল স্থলে জল যত শীঘ্র শীঘ্ৰ উচ্চ হইয়া জোয়ার উৎপন্ন করে, তাহার পর অল্পে অল্পে জল কমিতে তদপেক্ষ অনেক দীর্ঘকাল লাগে । এই জন্ত অনেক নদীতে জোয়ারের জল সহসা প্রবেশ করে এবং প্রাচীরবৎ উচ্চ হইয়া বেগে স্রোতের প্রতিকূলে ধাবিত হয়। পূৰ্ব্ববর্তী তরঙ্গ সকল যাইতে না যাইতে পশ্চাস্বৰ্ত্ত তরঙ্গ সকল উহাদের উপর গিয়া পতিত হয় এবং উচ্চ হইয়া হঠাৎ কুলের উপর আছাড়িয়া পড়ে। ইহাকে বাণআসা কহে। so -