পাতা:বিশ্বকোষ সপ্তম খণ্ড.djvu/৩০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छ्ब्र { जच५ । gई बtब्र ठिनछैौ अयश इहेंद्र थांप्रू, पृषींশৈত্যাবস্থা, উত্তাপাৰস্থ ও ঘৰ্ম্মাবস্থা। প্রথমতঃ পুনঃ পুনঃ হাই উঠিয়া শীতবোধ হইতে থাকে, পরে ত্বক আকুঞ্চিত हऐब्र कन्न डेशहिङ इग्न । uहे जभग्न भरडकtदलन, दिदমিষা বা বমন হইতে থাকে এবং ধমনীর আকুঞ্চন হেতু নাড়ী বেগবতী ও সুত্রবৎ ক্ষীণ হয়। এই অবস্থা অৰ্দ্ধঘণ্টা হইতে তিনঘণ্টা পৰ্য্যস্ত থাকিয়া দ্বিতীয়াবস্থায় উপনীত হয়। তখন শারীরিক শীতলত বিদূরিত হইয়া ত্বক উত্তপ্ত, শুষ্ক ও উষ্ণ বোধ হয়। নাড়ী স্থল ও পূর্ণবেগবতী হয়। মস্তকের পীড়া বৰ্দ্ধিত হইয়া চক্ষুদ্বয় আরক্ত হইয় উঠে ও অত্যন্ত পিপাসা উপস্থিত এবং প্রস্রাবের পরিমাণ অল্প হয়। তৃতীয়াবস্থা আরম্ভ হইবার পূৰ্ব্বে জর মগ্ন হইতে থাকে, চক্ষুপদাদি উষ্ণ ও তত্তৎস্থানে জালা উৎপন্ন হয় ও শ্বাস প্রশ্বাস শীঘ্র শীঘ্র হইতে থাকে। এইরূপে ক্রমশ: রোগীর শরীর স্বাভাবিক অবস্থা প্রাপ্ত হয়। রোগী পূৰ্ব্বে দুৰ্ব্বল থাকিলে অথবা প্রাচীন হইলে কথন কখন জরকালে অচেতন হইয়া পড়ে। প্ৰলাপ, উদরক্ষীতি প্রভৃতি অবসাদের লক্ষণও উপস্থিত হয়। কিন্তু জরত্যাগ হইলেই রোগী আপনাকে সুস্থ বোধ করে। এই পীড়া কিছুদিন ভোগ করিলে প্লীহা ও যকৃতের প্রদাহ এবং কখন কথন জরকালে উদরাময় আসিয়া উপনীত হয়। প্রকার ভেদ--সবিরাম জর সাধারণতঃ তিন প্রকার যথা— corffsata (Quotidian), Giffnia (Tertian) s certotta (Quartan) । যে জর প্রত্যহ এক নির্দিষ্ট সময়ে আইসে, তাহাকে ঐকাহিক (guotidian), যাহা দুই দিন অন্তর অর্থাৎ छूउँौम्र निदप्न नि#िठे नभरग्न श्रांड्रेटम्, ऊांश८क बाश्कि (Tertian) এবং যাহা তিন দিন অন্তর অর্থাৎ চতুর্থ দিবসে এক নিৰ্দ্ধারিত সময়ে আইসে, তাহাকে চাতুর্থিক (Quartan) জর কহে । সচরাচর দেখিতে পাওয়া যায়, উক্ত তিনপ্রকার সবিরাম জরের মধ্যে ঐকাহিক জর প্রাতে, ত্র্যহিক বেল দ্বিপ্রহরে এবং চাতুর্থিক অপরাহ্লে উপস্থিত হয়। কিন্তু নানা কারণে এই নিয়মের কিঞ্চিৎ ব্যতিক্রমও দেখিতে পাওয়া যায়। জর নিয়মিত সময় অতিক্রম করিয়া বিলম্বে আসিলে আরোগ্যের লক্ষণ বলিয়া ধরিতে হইবে । কখন কখন ছুইটী পর্য্যায় এক দিবসে ঘটিতে দেখা যায় ; প্রাতঃকালে জর আরম্ভ হইয়াবৈকালে মগ্ন হয় এবং পুনরায় সন্ধ্যার পর আরম্ভ হইয়া শেযরাত্রে মগ্ন হইয়া থাকে। এই প্রকার জরকে ডবল কোটিডিয়েন কৰে। এইরূপ ডবল টাশিয়েন ও ডবল কোয়ার্টন জরও দেখিতে *ां७ब्री शांध्र । 電幫 1 مهره ] नदिब्रायचन्न रूषन कथन चब्रविब्राम जब बगिबा जय श्रेण्ड পারে। কিন্তু তাপমানযন্ত্র ব্যবহার করিলে সবিরামজর সহজেই নির্ণীত হইতে পারে ; এই জরের সম্পূর্ণ বিরাম উপहिऊ इब्र, किखु वल्लबिब्रांभ छ८ब्र cनङ्ग* श्ब्र न! । लांब्रैौद्धिक তাপের হঠাৎ বৃদ্ধি ও লাঘব হওয়াই ইহার বিশেষ লক্ষণ । সবিরামজ্বরে নিম্নলিখিত লক্ষণ প্রকাশিত হয়— ১ । এই জরে শৈত্যাবস্থা, উত্তাপাবস্থা ও ঘৰ্ম্মাবস্থা পরে পরে সমভাবে উপস্থিত হয় । ২ । শৈত্যাবস্থায় রোগী অত্যন্ত শীতবোধ করিয়া থাকে এবং কম্পের সহিত জর উপস্থিত হয়। ৩ । ঐকাহিকজর এক নির্দিষ্ট সময়ে আইসে ও নির্দিষ্ট সময়ে মগ্ন হয়। জর বিচ্ছেদকালে রোগী আপনাকে সম্পূর্ণ সুস্থ মনে করে । ৪ । এই জরে শারীরিক তাপ সময় সময় এত বৃদ্ধি হয় যে তাপমানযন্ত্রের পারদ ১০৫° হইতে ১০৮ পর্য্যন্ত উঠে । কিন্তু এই তাপের সম্পূর্ণ হ্রাস হইয়া থাকে ও রোগী তখন শীতবোধ করে । স্বল্পবিরাম জরের লক্ষণ নিম্নে প্রদত্ত হইল--- ১ । এই জরে সবিরাম জ্বরের তিনটী অবস্থা ক্রমান্বয়ে ও সমভাবে কথন প্রকাশ পায়ন । ২ । শৈত্যাবস্থায় অতি সামান্তরূপ প্রকাশ পায়, কখন বা আদে প্রকাশ পায়না । শীত বা কম্প কথনও লক্ষিত छ्भ नीं । ৩ । শারীরিক উত্তাপ অধিককাল স্থায়ী হয়, হঠাৎ বৃদ্ধিপ্রাপ্ত হয় না। ঘৰ্ম্মাবস্থা আদৌ দেখিতে পাওয়া যায় না । ৪ । এই জরে যে সমস্ত লক্ষণ প্রকাশিত হয়, সময় সময় কেবলমাত্র তাহদের কিঞ্চিৎ লাঘব হইয়া থাকে। জ্বরের সম্পূর্ণ বিচ্ছেদাবস্থা কখনই দেখিতে পাওয়া যায় না। চিকিৎসা । ১, যদি রক্ত দুষিত হইয়া জর হয়, তবে তৎসংশোধনে যত্নবান হওয়া কৰ্ত্তব্য। ২, যদি কোন স্থানে প্রদাহ উপস্থিত হয় অথবা হইবার সম্ভাবনা থাকে, তাহা হইলে তাহার প্রতিকার করা বিধেয় । ৩, ঝিল্লীর (Tissues) ধ্বংশ হওয়া প্রযুক্ত মৃত্যু নিকটবৰ্ত্তী হইতেছে বলিয়া বোধ হইলে উত্তেজক ঔষধ ও বলকারক পথ্য দেওয়া আবশুক । ৪, জরের শান্তি হইলে পর শারীরিক বলবৰ্দ্ধনার্থ কিয়দিন পৰ্য্যস্ত বলকারক ঔষধ (Tonic) ব্যবহার করা কর্তব্য। সবিরাম জরের তিনটী অবস্থার পৃথক পৃথক্ চিকিৎসা করা উচিত । يخة ১ম-শীতলাবস্থা । যাহাতে শরীর শীঘ্ৰ উষ্ণ হয়, তাহার