পাতা:বিশ্বকোষ সপ্তম খণ্ড.djvu/৩১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

खुम्न - [ లిeసి ) 4 জ্বর জর পুনরায় প্রকাশিত হইবার সম্ভাবনা । জর বন্ধ হইবার পর প্রত্যহ নিয়মানুসারে এটকিন্স সিরাপ সেবন করা উচিত। নিম্নলিখিত মিশ্রটা প্রত্যুহ তিনবার সেবন করিলেও রোগী শীঘ্রই স্বাস্থ্য লাভ করিতে পারে ও পুনরায় জর হইবার কে ন ख्ध्रां★♚ थfrरक न! । कूहेनांहेन 条聪 歌 轉發會 Ꮌll• CótᏄ ডাঃ নাইটুিক্‌ এসিড . ● 貌 率 s० विन्गू টিং ফেস্লিপারক্লোরাইড 聰 象 多 S • * ठैिः नङ्नडभिक| 桑娜影 幽够徽 כא * টিং কলম্ব। 朝赠爵 @ 受尊 >き * ইন: কোয়াসিয়া ••• 剑冢。睡 8 फुॉम । একত্র এক মাত্রী {

  • Rfqatą są (Continued fever)– as sa স্থলতঃ চারিভাগে বিভক্ত ; যথা—১ সামান্ত অবিরাম জর (Simple continued fever), s afgę sist (Typhus fever), o আন্ত্রিক জর (Typhoid fever), ৪ পৌনঃপুনিক জর (Relapsing sever)

সামান্ত অবিরাম জর—শীতলতা, আর্দ্রতা ও অতিশয় উত্তাপ হেতু এই জর উৎপন্ন হয়। মদির সেবন, অত্যধিক শারীৰিক বা মানসিক পরিশ্রম ইত্যাদি কারণেও এই জর জন্মিয় থাকে । এই জর সংক্রামক বা মারাত্মক নহে ; সাধারণতঃ এক সপ্তাহের অধিককাল বেগ স্থায়ী হয় না । নিদান। জর প্রকাশের পূৰ্ব্বে রোগী আলস্ত, মস্তক ও সমস্ত গাত্রে বেদনা প্রভৃতি শারীরিক অসুস্থতা অনুভব করে । পরে শীত অথবা কম্পের সহিত জর প্রকাশিত হয়। এই জরে রোগীর নাড়ী দ্রুতগামিনী, ত্বক উষ্ণ ও মুখমণ্ডল রক্তিম হয় এবং রোগী অতিশয় যন্ত্রণ অনুভব করে । জর প্রকাশের পর অতিশয় পিপাসা, কোষ্ঠবদ্ধ, অগ্নিমান্য ও জিহবা শ্বেতবর্ণ হয়। রাত্রিকালে রোগী কথন কথন প্রলাপ বকিতে থাকে । শারীরিক উত্তাপ ১০২° হইতে ১·৪৪° পর্য্যস্ত হইতে দেখা যায়। এই জরে নাসিকা হইতে রক্তস্রাব কিংবা উদরাময় হইলে অথবা অতিরিক্ত ঘৰ্ম্ম হইবার পর উত্তাপের হ্রাস হইয়া অধিক পরিমাণে প্রস্রাব হইলে, রোগীর জীবন-নাশ হইতে পারে । বালকদিগের দস্তোদ্ভেদকালে অথবা অন্ত্র মধ্যে কৃমি থাকিলে এই জর হইতে পারে। চিকিৎসা । কোষ্ঠ বন্ধ থাকিলে বিরেচক ঔষধ ব্যবহার করা কর্তব্য । সলফেটু অৰু ম্যাগুনসিয়া (এপশম সন্ট ) ৪ ড্রাম, অথবা সিডলিজ পাউড়র ব্যবস্থেয়। অন্ত্র পরিষ্কার হইলে নিমের মিশ্রট ব্যবস্থা করিবে । WII ԳՆ লাইকার এমোনি এসিটেটস 線 饑源 २ धुभि , नाहेछुक हेथग्न 發象 ↔ 爱哆 哆 he * छांहेनम् हेभिकांक ••• 總 纖幾 ৮ বিন্দু পটাশ নাইট্রাস 鬱編 總 漫粤参 8 Có" | কপুরের জল সংযোগ করিয়া সৰ্ব্বসমেত ১ ওঁঙ্গ একমাত্রা । ২৩ ঘণ্টা অন্তর’এক এক মাত্রা সেবনীয়। বালকদিগের চিকিৎসা করিতে হইলে যে ষে কারণে এই ব্যাধির উৎপত্তি হয়, তৎপ্রতিকারের চেষ্ট করা কৰ্ত্তব্য । দত্তোদগমের উপক্রম দেখিলে ছুরিকা দ্বারা মাড়ি চিরিয়া দিবে। অন্ত্রে কৃমি থাকিলে বয়সামুসারে মাত্র নির্ণয় করিয়া রাত্রিকালে, কিঞ্চিৎ নির সহিত স্তাটােনাইন দিয়া, প্রান্তে এরওতৈল দ্বারা অন্ত্র পরিষ্কার করাইবে। যখন জরের বিরাম হুইবে তখনই কুইনাইনের ব্যবস্থা করিবে। সাগু, আরারুট প্রভৃতি লঘু দ্রব্য পথ্য দিবে। মস্তিষ্ক জর (Typhus fewer)। ভারতবর্ষে পূর্বে এই ব্যাধি আদেী ছিল না ; কিন্তু এখন স্থানে স্থানে ইহার প্রকোপ দেখিতে পাওয়া যায় । এই জর আন্ত্রিক জরীপেক্ষ অধিকতর সংক্রামক । সাধারণতঃ অধিক লোকের একত্র বাস, পুৰ্ব্ব হইতেই শীতাদ (Scurvy) পীড়ার আক্রমণ, অপুষ্টিকর দ্রব্য ভক্ষণ, সৰ্ব্বদা দুৰ্গন্ধ ভ্ৰাণ প্রভৃতি কারণে এই জরের উৎপত্তি হয় । মস্তিষ্ক জর এত সংক্রামক যে পীড়িত ব্যক্তির নিঃশ্বাস ও ঘৰ্ম্ম হইতে পীড়ার বিষ নিকটস্থ ব্যক্তিদিগের শরীরে প্রবিষ্ট হইয়া তাহাদিগকে পীড়িত করে । এই জর দুই শ্রেণীতে বিভক্ত-- > Typhus abdominalis, s & Typhus exanthematicus; শেষোক্ত প্রকার জর ক্রমশঃই অন্তৰ্হিত হইতেছে। আহারে অনিচ্ছ, কোষ্ঠবদ্ধতা, দৌৰ্ব্বল্য, অতিশয় শিরোবেদন, আলস্ত, সমস্ত শরীরে বেদন ইত্যাদি এই জরের প্রথম লক্ষণ । অন্ত্রিক জরাপেক্ষা ইহার আক্রমণ ভয়াবহ । এই জরে আক্রান্ত হইলে রোগীকে দুই তিন দিবসেই শয্যাশায়ী হইতে হয়। এই পীড়ায় সপ্তম হইতে ১৪শ দিবসের মধ্যে শরীরে কতকগুলি উদ্ভেদ প্রকাশিত হয় । এইগুলি প্রথমতঃ বক্ষঃস্থলে বা স্কন্ধদেশে, মণিবন্ধের পশ্চাৎ বা উদরের উপরিভাগে লক্ষিত হয়, পরে ক্রমশঃ হস্তপদাদিতে বিস্তৃত হইয় পড়ে। উদ্ভেদগুলির উপর চাপ দিলে অদৃগু হইয়া যায় এবং একবার অদৃগু হইলে আর পুনরায় প্রকাশ পায় না। এইগুলি সাধারণতঃ পঞ্চম হইতে অষ্টম দিবসের মধ্যে অধিকতর প্রস্ফুট হয়। ইহাদের সংখ্যানুসারে পীড়ার শুরুত্ব বুঝিতে পারা যায়। এইগুলি প্রথমে লালবর্ণ হয়, পরে ক্রমে অল্প