পাতা:বিশ্বকোষ সপ্তম খণ্ড.djvu/৩১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রোগী প্রায়ই প্রলাপ বকিতে থাকে, কখন কখন তন্ত্রা লক্ষণও প্রকাশ পায়। চৰ্ম্মখলনের পর প্রস্রাৰে মওলালাংশ झुडे रुम्न । • * সাঙ্ঘাতিক লোহিত জরে উদ্ভেদগুলি অপেক্ষাকৃত অধিককাল পরে দেখা যায়, সময় সময় এগুলি আদে লক্ষিত হয় না। कथन कथन उँटडनखलि खेलििब्रां इ#ां९ भन्नैौtग्न दिशैौन अथंबाँ নীলাভ চিহ্নের সহিত মিশ্রিত হয়। নাড়ী কুৰ্ব্বল, শরীর শীতল, অতিশয় বলহানি প্রভৃতি লক্ষণ প্রকাশ পায়। এইরূপ লোহিত জ্বরে অত্যর সময়ের মধ্যেই রোগীর প্রাণনাশ হইতে পারে । অন্ত প্রকার লোহিত জ্বর শীঘ্রই মস্তিষ্ক জরের আকার ধারণ করে। নাড়ী দ্রুত ও দুৰ্ব্বল, জিহবা শুষ্ক পিঙ্গলবর্ণ ও কম্পান্বিত, নিঃশ্বাস ফেলিতে কষ্ট, গলদেশ নীলাত, স্ফীত ও পচা ক্ষত হয়। নলীম্বারে সঞ্চিত শ্লেষ্মাহেতু রোগী নিঃশ্বাস প্রশ্বাসে অতিশয় কষ্ট অনুভব করে। এই প্রকার জর ঔষধ সেবনে অতি অল্পই ভাল হয়। দ্বিতীয় প্রকার লোহিত জরও (S. anginosa) অtশঙ্কাজনক । প্রদাহ অথবা মস্তকে রস প্রবেশ অথবা গলক্ষত হেতু এই রোগ সাঙ্ঘাতিক হইয়া পড়ে। আসন্নাপ্রসবাদিগের পক্ষে এই রোগের মৃদু আক্রমণও বিশেষ সঙ্কটজনক । যখন রোগ একরূপ আরোগ্য হইয়াছে এইরূপ দেখায়, তখনও রোগীর বিপরীত ফল ফলিতে পারে। যে সমস্ত বালক একবার অরিক্তজরে আক্রান্ত হয়, তাহীদের স্বাস্থ্য চিরকালের জন্ত ভগ্ন হইয়া যায়। তাহার ব্রণ, গগুমালা সম্বন্ধীয় ক্ষত, শিরস্বকৃরোগ, কর্ণক্ষত, চক্ষু প্রদাহ প্রভৃতি কোন না কোন একটী রোগে আক্রান্ত হয় । আরক্ত জরমুক্ত রোগী কখন কখন উদরীরোগে (anasarca) আক্রান্ত হয়। আশ্চর্য্যের বিষয় এই লোহিত জরের আক্রমণ মৃদ্ধ হইলে উদরীরোগ প্রকাশিত হয় ; জরের আক্রমণ প্রবল হইলে উক্ত উদরীরোগ সচরাচর দেখা যায় না। এই জরশাস্তির পর যখন নুতন বাহুত্বক উঠিতে আরম্ভ করে, তখন রোগীকে বাহিরে যাইতে দেওয়া কৰ্ত্তব্য নহে। যাহাতে রোগীর দেহ শীতল না হয়, তাহার প্রতি দৃষ্টি রাখিবে। লোহিত জর অন্তান্ত চৰ্ম্মপুম্পিকারোগের স্তায় বহুব্যাপী হইয়া প্রকাশিত হয়। এই রোগ কখন মৃদু কথন বা কঠোর ভাব ধারণ করে। উপসর্গের প্রতি দৃষ্টি রাখিয়া এই রোগের চিকিৎসা করা কর্তব্য। সরল লোহিত জরে (S. simplex) রোগীকে গৃহের বাহিরে যাইতে দেওয়া, কিংবা তাহাকে কোনরূপ উত্তেজক পথ্য প্রদর্ণ করা উচিত নহে । যাহাতে রোগীর কোষ্ঠবদ্ধ না হয়, তৎপ্রতি লক্ষ্য রাখা বিধেয় । দ্বিতীয় | WII \у“ о चन्न প্রকায় লোহিত জরে গাত্ৰচৰ্ম্ম উষ্ণ থাকিলে শীতল অথবা फेक छल थtब्रांत्र कब्र शाहे८ठ नाटङ्ग • यति अरब्रग्न cवशे প্রবল হয় এবং রোগী প্রলাপ বকিতে থাকে, তবে কর্ণদেশে জলোঁকা প্রয়োগ করিবে ; রোগী বলিষ্ঠকায় হইলে হস্ত হইতে রকুমোক্ষণ করিবে। মস্তিষ্কে কোনরূপ ভয়াবহ উপসর্গ fawata al otfoto citrate of ammonia, carbonate of ammoniaর সহিত মিশ্রিত করিয়া রোগীকে সেবন করাইবে এবং ষাহাতে প্রত্যহ রোগীর ১ বার কিংবা ২ বায় মল নিঃস্থত হয়, তজ্জন্ত মৃদ্ধ বিরেচক ঔষধ ব্যবস্থা করিবে। সাজঘাতিক জরে দুইটী কারণে বিপদ হইতে পারে। শরীর ও স্নায়বিক ঝিল্লিতে সংক্রামক বিষ প্রবিষ্ট হইয়া তত্ত্বৎ প্রদেশকে দুৰিত করিয়া ফেলে । অল্পমাত্র চৰ্ম্ম বা গলক্ষত হেতুই রোগী শীঘ্রই অবসয় হইয় পড়ে। এই অবস্থায় wine এবং bark অধিকমাত্রায় ব্যবস্থা করিবে । রোগীর নলীদ্বারে (fances) পচা ক্ষত জন্মিয় ক্রমে সমস্ত শরীর বিষাক্ত করে। এই অবস্থায় বিশেষ সতর্কত অবলম্বনপূৰ্ব্বক quinine stol wine coax *** Chloride of soda; afos nitrate of silver fifts oftol attal কাণ্ডির সংক্রমাপছ দ্রব দ্বারা রোগীকে কুলকুচি করাইবে । যদি রোগী কুলকুচি করিতে অসমর্থ হয়, তবে পূৰ্ব্বোক্ত দ্রব তাহার নাসারদ্ধে ও নলীদ্বারে প্রবেশ করাইয়া দিবে। লোহিত জ্বরে সাধারণতঃ নিম্নলিখিত ৩টী ঔষধ ব্যবস্থা করা হইয় থাকে। ১, এক পাইট, জলে এক ড্রাম পরি*te, chlorate of potash fifts of oil of S qi oilপাইট, পরিমাণে রোগীকে সেবন করিতে দিবে। ২, অর পরিমাণে chlorine জলের সহিত মিশ্রিত করিয়া প্রত্যহ ১ পইট্র পরিমাণে ব্যবস্থিয়। o, Beef-tea, wine orgfor wife's & Carol offinto carbonate of ammonia fitfoss করিয়া প্রত্যহ তিনবার সেবন করিতে দিবে। পিত্তানি উঠিবার পর লোহিত জ্বরের সহিত হামের অনেক গোঁসাদৃশু লক্ষিত হয়। এই জ্বরের ভাবীফল নির্ণয় করা অতীব কঠিন। এই রোগের সংক্রামক শক্তি কোন অবস্থায় প্রকাশিত হয়, তাহা আজিও সম্যকৃরূপে নির্ণীত হয় নাই । রোগীর গৃহের সাজ সরঞ্জাম ও বস্ত্রাদিতে লোহিতজরের বিষ অনেকদিন পর্য্যন্ত সম্বন্ধ থাকে। ডাক্তার ওয়াটসন (Dr. Watson) বলেন, এক বৎসর পরে এক খণ্ড ফ্রানেল হইতে বিষ সংক্রামিত হইয়া কোন ব্যক্তিকে পীড়িত করিয়াছিল। ক্ষয়জর (Hectic fever) । এই জর অতর্কিতভাবে প্রকাजिङ झ्झेब्र दक्षकांश शंग्रैौ श्ब्र । ब्रां ऊँौब्र शृंडि झऊ, भक्षTां८झ,