পাতা:বিশ্বকোষ সপ্তম খণ্ড.djvu/৩৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

बँीनि শিল্প দ্রব্যাদি নাই বলিলেই হয়, কেবলমাত্র খেরুয়া নামক লালকাপড় কতক প্রস্তুত হইয়া থাকে। এই জেলার বা ইহার পাশ্বে কোথাও রেলপথ নাই। বাসি হইতে কাল্লি দিয়া কাণপুর যাইবার পাক রাস্ত ও নদী প্রভৃতির উপর সেতুম্বারা মুগম পথ আছে। অন্তান্ত রাস্তাগুলি বস্তার সময় অকৰ্ম্মণ্য इद्देब्र यांग्न । 登 শাসন। বালি বেতনাবস্তীমহল মধ্যে গণ্য, অর্থাৎ এখানে একই জন রাজকৰ্ম্মচারী দেওয়ানী, ফৌজদারী ও খাজনাবিষয়ক বিচার করেন। একজন ডেপুটি কমিশনর, ২ জন আসিষ্টাণ্ট কমিশনর, ৩ জন অতিরিক্ত আসিষ্টাণ্ট কমিশনর ও ৪ জন তহসীলদার দ্বার শাসনকাৰ্য সম্পন্ন হয়। বাসি বিভাগের কমিশনর বাসিনোয়াবাদে বাস করেন । এখানে ১০টা ফৌজদারী ও ১৯টা দেওয়ানি আদালত আছে। তদ্ভিন্ন পুলিশ চৌকিদার প্রভৃতির সংখ্যা প্রায় ১৩•• । জেলার সদরে একটী জেল ও মাউনগরে একটী হাজত আছে। কয়েদীদিগের অধিকাংশই চৌর্য্যাপরাধে বন্দী। 證 এখানে বিপ্তাশিক্ষার অবস্থা ভাল নহে। ১৮৬০ খৃষ্টাব্দের পর উন্নতির পরিবর্তে ইহার অবনতিই হইয়া আসিতেছে ; অনেক বিদ্যালয় উঠিয়া গিয়াছে । এই জেলা ২টা তহসালে বিভক্ত। ইহাতে ২টা মিউনিসিপালিটী আছে ; একটা মাউ-রাণীপুরে ও অপরটা বাসি শেয়াবাদ নগরে । জেলার সদর ঝাসিনোয়াবাদ, প্রাচীন বাসি নগরের অতি নিকটে অবস্থিত। এই প্রাচীন নগর গোয়ালিয়র রাজ্যের অন্তর্গত ও ঝাসিনোয়াবাদের প্রায় ১১ গুণ বড়। এই কারণে নূতন নগরের অনেক অসুবিধা হইয়া থাকে। বাসি জেলার মধ্যে ছিন্ন বিচ্ছিন্ন ভিন্ন ভিন্ন শাসনাধিকৃত প্রদেশ সকল পরিবর্ত করিয়া জেলার অন্তর্গত সমস্ত ভূভাগ একচাপে আনিবার জন্য অনেকবার কল্পনা হইয়াছে। এ পর্য্যস্ত কোন ফল श्ध्न नांदें । অনাবৃষ্টি, বৃক্ষলতাশূন্ত পৰ্ব্বত ও মরুপ্রদেশের তাপ বিকীরণ হেতু বাসি জেলার বায়ু সাধারণতঃ উষ্ণ ও শুষ্ক । কিন্তু ইহার জলবায়ু মোটের উপর স্বাস্থ্যকর। বৎসরে গড় তাপাংশ ফারণহিটের ৮•• । ১৮৮১ খৃষ্টাব্দ পর্য্যন্ত গত ২০ বৎসরের গড় বার্ষিক বৃষ্টিপাত ৩৫.২৪ ইঞ্চি। পর বৎসর • • •৮৫ ইঞ্চি বৃষ্টি পতিত হয় । অধিবাসীগণ প্রায়ই অল্পাহারে দুৰ্ব্বল, সুতরাং সামান্ত পীড়াতেই কাতর হইয় পড়ে ও প্রাণত্যাগ করে। মাউ-রাণীপুরে ও ঝালিনোয়াবাদে ছুইটী দাতব্য চিকিৎসালয় আছে । [ ecs | & বাজ্জর ২ উত্তরপশ্চিম প্রদেশান্তর্গত বাসি জেলার পশ্চিম ভাগের একটা তহলীল। পরিমাণফল ৩৭৮ রর্গমাইল । এই তহলীল বেত্রবর্তী নদীর পশ্চিমকুলে অবস্থিত। ইহার পর্বতময় ভূভাগের স্থানে স্থানে পার্শ্ববৰ্ত্তা রাজগণের গ্রামাবলী বিচ্ছিন্ন ও বিশৃঙ্খলভাবে স্থানে স্থানে বিরাজিত। প্রায় ১৮৬ বর্গমাইল স্থানে শস্তাদি জন্মে। এই তহসীলে ১টা দেওয়ানি আদালত ও ১১ট থানা আছে। বাসি নওয়াবাদ, উত্তরপশ্চিমপ্রদেশান্তর্গত বাসি জেলার সদর। অক্ষা ২৫° ২৭৩•র্ণ উঃ, দ্রাধি ৭৮° ৩৭ পূঃ । এই সহর বাসি জেলার পশ্চিম প্রান্তে প্রাচীন বাসি নগরের প্রাচীর-সন্নিকটে অবস্থিত। প্রাচীন বাসি নগর এবং ঝাসি দুর্গ এখন গোয়ালিয়র রাজ্যের অন্তর্গত। দুর্গের নিম্নে গবর্মেন্টের আদালত, সৈন্তনিবাস ও অন্তান্ত গৃহাদি বিদ্যমান আছে। মহারাষ্ট্র-সেনাপতি এই দুর্গ নিৰ্ম্মাণ করেন । দুর্গমধ্যস্থ রাজবাটী ও প্রকাও প্রস্তরনিৰ্ম্মিত গোলাকার প্রাসাদশিখর অতি বিস্ময়কর। কথিত আছে, পূর্বে ইহাতে ৩-৪০টা কামান থাকিত। ১৭৬১ খৃষ্টাব্দে অযোধ্যার নবাব এই দুর্গ অধিকার করে ও ভূগের অনেক স্থান ভগ্ন করিয়া ফেলে । ইহার রাস্ত ঘাট ও বাজার পরিষ্কার পরিচ্ছন্ন। প্রাচীন ঝাসির পুৰ্ব্বে পাৰ্ব্বত্যপ্রদেশে বাসি নওয়াবাদ অবস্থিত। গ্রীষ্মের সময় এখানে দারুণ গ্রীষ্ম হয়, তখন অপরাহ্ল পৰ্য্যন্ত ছায়াতেও তাপমানযন্ত্রে ১০৮ তাপ হইয়া থাকে। বর্ষাকালে বেত্রধতী নদীতে বন্যা হইলে ইহার সহিত চতুর্দিকের সংস্রব একবারে বন্ধ হইয়া যায় । এখানে জেলার প্রধান আদালত, তহসীল, থানা, বিদ্যালয়, ঔষধালয় ও ডাকঘর আছে । বাসির রাণী লক্ষ্মীবাইদেখ। ] ঝাঙ্কত কী) বামিত্যব্যক্তশাস্ত কৃতং করণং যত্র বহুব্রী। ১ চরণের অলঙ্কারবিশেষ, পায়জোর । ২ বৰ্ণ বা শব্দ । ঝাজরি ( দেশজ) রন্ধনযন্ত্রভেদ। কোন জিনিস ভাজা হইলে ইহাতে তুলিয়া রাখা হয়। বোঝরা দেখ। ] ঝাজ্জর, পঞ্জাবপ্রদেশস্থ রোহতক জেলার দক্ষিণদিকের একটা তহসীল। এই তহসীলের কতক অংশ বালুকাময়, নজাফগড় নামক ঝিলের নিকটস্থ স্থান জলাময়। পরিমাণমল ৪৬৯ বর্গমাইল । বাজরা, জোয়ার, মুখ, যব, ছোলা, গোধুম প্রভৃতি প্রধান উৎপন্ন দ্রব্য। একজন সহকারী কমিশনর, একজন তহসীলদার ও একজন অনরারি মাজিষ্ট্রেট বিচারকার্য্য সম্পন্ন করেন। ২টা দেওয়ানি, ৩টা ফৌজদারী ও দুইট থানা আছে। রিবারিফিরোজপুর, রেলপথ এই তহসীলের প্রান্ত দিয়া গিয়াছে।