পাতা:বিশ্বকোষ সপ্তম খণ্ড.djvu/৩৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঝাবুয়া ঝাপ্‌সাবৃদ্ধি (দেশজ) অস্পষ্ট দৃষ্টি বাড়। ঝাবুক (দেশজ) একপ্রকার গাছ। ঝাবুয়া (জাবু), মধ্যভারতের অন্তর্গত ভোপাবর এজেন্সীর শাসনাধীন একটী দেশীয় রাজ্য। রতনমলের সহিত ইহার পরিমাণফল ১৩০৬ বর্গমাইল, তন্মধ্যে অল্প অংশই কৃষি ও বাসের উপযোগী ! অক্ষা ২২° ৩২ হইতে ২৩° ৪৮' উঃ, দ্রাঘি’ ৭৪° ১৭’ হইতে ৭৫- ৬ পূ ৷ ইহার উত্তরে কুশলগড়, রত্তম ও শৈলানরাজ্য, পূৰ্ব্বে ধার ও আমঞ্জিরা, দক্ষিণে আলিরাজপুর ও জোধাট, পশ্চিমে দোহাদ ও পাচমক্কালঞ্জেলার জালোদ উপবিভাগ । প্রবাদ আছে, প্রায় আড়াই শঙ্গাব্দী পূৰ্ব্বে এখানে ঝাবু নায়ক নামে একজন বিখ্যাত ভীল দম বাস করিত, তাহার নামানুসারেই এই প্রদেশের নাম ঝাবুয়া হইয়াছে । ইহার বর্তমান অধিপতিগণ রাঠোরবংশীয় রাজপুত ও যোধপুরের রাঙ্গাদিগের কনিষ্ঠের বংশধর। কিষণদাস নামা এই বংশীয় একজন পুৰ্ব্বপুরুষ সম্রাটু আলাউদ্দীনকে বঙ্গবিজয়ে সহায়তা করেন ও গুজরাটের শাসনকৰ্ত্তার হত্যাকারী ভালদমাদিগকে দমন করেন । সম্রাটু প্রীত হইয় তাহাকে ঐ প্রদেশের অধীশ্বর করিয়াছিলেন । তদবধি তাহার বংশীয়েরাই ঝাবুয়া রাজ্য ভোগ করিয়া আসিতেছিলেন। মহারাষ্ট্রদিগের অভূথানের সময় হোল্কর ইহার অধিকাংশ অধিকার করিয়া রাজ্যের নামমাত্র অবশিষ্ট ব্লাপিলেন। কিন্তু তিনি ঝাবুয়ারাজের উপর চৌথ আদায়ের ভারাপণ করেন। এখনও হোলকার ঝাবুয়ারাজের নিকট রাজস্ব পাইয়া থাকেন। ইংরাজের মধ্যস্থতায় কতক করের গরিবর্ষে ঝাবুয়ারাজ্যের কিয়দংশ হে'লকরকে প্রদত্ত হইয়াছে। ১৮৫৭ খৃষ্টাব্দে ঝাবুয়ার পঞ্চদশ বর্ষীয় রাজা সিপাহী বিদ্রোহে ইংরাজের বিস্তর সাহায্য করেন। ইছার মান্তস্বরূপ ১১ট তোপ ধ্বনি হয় । পুৰ্ব্বে ঝাবুয়া রাজ্য বিস্তৃত ছিল, এখন ইহা অতি সঙ্কীর্ণ হইয়া গিয়াছে । রাজ্যের অধিকাংশই পৰ্ব্বতাকীর্ণ। ঐ সকল পৰ্ব্বত পরস্পর ১ হইতে ৬ মাইল দূরে উত্তরদক্ষিণে বিস্তৃত। উপত্যকাপ্রদেশে মহী, অনস ও নম্মদা নদীর উপনদী সকল প্রবাহিত । ভূমি মোটের উপর উৎকৃষ্ট । পৰ্ব্বত সকল উৎকৃষ্ট জঙ্গণে পূর্ণ, লৌহ প্রভৃতি আকরিক আছে, কিন্তু উপযুক্ত পরিশ্রম অভাবে ঐ সকল প্রায় কোন কার্ধ্যে আইসে না। শস্ত পর্যাপ্ত উৎপন্ন হয়। ভুট্টা, তণ্ডুল, কুর, মুগ, উরিদ, বাদলি ও সামূলি বর্ষাকালে জন্মে। গোধূম ও ছোলা রবিশস্ত মধ্যে প্রধান । কিয়ৎ পরিমাণে কাপাস ও অহিক্ষেন উৎপন্ন হইয়া থাকৈ । ছোল ও গোধূম বিদেশে রপ্তানী [ •৩৫৬ ] ঝামৃতি t इग्न । गिद्देणादात्र ७ अछाछ जभङण यानप्° हेक्रू अछा । এখানকার বাগানে প্রচুর আদা, রসুন, পলাঙু এবং অস্তান্ত সকল প্রকার শাক সবুজি উৎপন্ন হয়। শস্তক্ষেত্র সকল ইতস্ততঃ নদীতীর ও অন্তান্ত উর্বর স্থানে বিক্ষিপ্ত। প্ৰজাগণ কত জমি চাষ করে, তাহ নিৰ্দ্ধারণ করা কঠিন।" এজন্ত এখানে কৃষ্ণ ভূমির পরিমাণ না ধরিয়া কৃষক যত ८छाफ़ इंगन দ্বার চাষ করে, তদনুসারে রাজস্ব ধার্ঘ্য হয়। ভালপাটেল; অর্থাৎ মণ্ডলগণ বংশপরম্পরাক্রমে রাজস্ব আদায় করিয়া আসিতেছে । বাবুয়ারাজ্যের অধিবাসীদিগের মধ্যে অধিকাংশ উীল ও ভীলাল জাতীয় ; ইহারা পরিশ্রমী ও কৃষিনিপুণ । ঝাবুয়ারাজ্যে ঝাবুয়া, রাণাপুর ও কাওল তিনটী নগর আছে । ঐ তিন নগরে এবং রম্ভাপুর নামক গ্রামে বিদ্যালয় আছে। যাহা হউক বিদ্যাশিক্ষায় তাদৃশ যত্ন নাই। ঝাবুস্কার রাজা ৫০ জন অশ্বারোহী ও ২৪০ জন পদাতি সৈন্তা রাখেন । , রাজ্যের মধ্য দিয়া তিনটী রাস্তা গিয়াছে । ২ মধ্যভারতের ভোপাবর এজেন্সীর শাসনাধীন ঝাবুয়রাজ্যের প্রধান নগর । অক্ষা ২২° ৪৫%উ:, দ্রাঘি’ ৭৪° ৩৮% পূ: ঝালোদ হইতে মাউ নগরের পথে এই নগর অবস্থিত । নগরের চতুৰ্দ্দিকৃ মৃত্তিকানিৰ্ম্মিত এক প্রাচীর অাছে। একটা পৰ্ব্বতের পুৰ্ব্বপ্রান্তে এক সরোবরের চতুর্দিকে এই নগর নিৰ্ম্মিত । সরোবরের উত্তরপ্রান্তে উচ্চ রাজপ্রাসাদ এবং তাহার পশ্চাতে নগর ও প্রাসাদের উপর দিয়া অনুচ্চ বৃক্ষরাজিমণ্ডিত পৰ্ব্বত। ঝাবুয়া নগরের পথ সকল বন্ধুর কুৰ্ম্মপৃষ্ঠবৎ এবং অসমান। সরোবরতীরে বিদ্যুতাহত ঝাবুয়ারাজের এক স্মৃতিচিহ্ন বিদ্যমান আছে। এই নগরের জলবায়ু ভাল নহে । এখানে বিদ্যালয়, ডাকঘর ও দাতব্য ঔষধালয় আছে। ঝাকব| ( দেশজ) বাপ । ঝামক ( ক্লী) ঝম-খুল। অতিশয় পক্ষইষ্টক, পোড়াইট, কাম । ঝােমর (পুং ) ঝামং রাতি র-ক। তবু শান (শব্দর" ) চলিত কথায় টেকুয়ার শাণ, টেকুয়া প্রভৃতি শাণ দিবার ক্ষুদ্র প্রস্তর। ঝামরাণ ( দেশজ ) শীত বা ঠাও লাগিয়া নাক বা চক্ষুজল ভারাক্রান্ত | বt|ম! ( দেশজ ) অত্যন্ত দগ্ধ ইষ্টক । ঝামূক, বোম্বাই প্রেসিডেন্সির অন্তর্গত গুজরাটের কাঠিয়াবাড়ের দক্ষিণাংশস্থিত একটা ক্ষুদ্র জমিদারী। ঝাম্কা গ্রাম কুঞ্চাবাড় নামক ষ্টেশনের ১০ মাইল দক্ষিণে ভবনগর-গোগুলি রেলপথের ধোরাজি শাখারেলপথে অবস্থিত। 湖 ঝামৃতি (র্যাপতি) সিন্দুপ্রদেশের মীরদিগের রাজকীয় পোন্ত ।