পাতা:বিশ্বকোষ সপ্তম খণ্ড.djvu/৩৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঝালো তীর-অীজগfএী { ૭૭૦ ] ঝালরা-পত্তন ঝালরা-পত্তন, শাহাবাদ, কৈলবার, ছিপাবুরোদ, বুকারি ‘রোছিলখও রেলপথ এই পরগণা দিয়া গিয়াছে। কুমুক্তি সুকেত, মন্দাহারথান, পাচপাহাড়, ডাগ ও গাঙ্গ স্নার প্রধান প্রধান নগর । ঝালাবার, বোম্বাই প্রেসিডেন্সির অন্তর্গত গুজরাটের কাঠিয়াবাড়ের একটী প্রান্ত অর্থাৎ বিভাগ। ঝালা নামক রাজপুত জাতি হইতে ঐ নাম উৎপন্ন হইয়াছে। ঝালাগণই এখানকার প্রধান অধিবাসী। এই বিভাগ গুজরাট উপদ্বীপের উত্তরপূৰ্ব্বভাগে রন নামক লবণাক্ত জলার দক্ষিণে অবস্থিত। দ্রাংদ্ৰা, বান্ধানের, লিম্ব ডি বধোয়ান এবং কয়েকট ক্ষুদ্ররাজ্য ঝালাবারের অন্তর্গত। দ্রাংদার রাজাই ঝালা সমাজের নেতা বলিয়া আদৃত হয়েন। পরিমাণফল প্রায় ৪৪•• বর্গমাইল, গ্রামসংখ্যা ৭•২, ইহাতে ৯ট নগর আছে। ঝালি (স্ত্রী) ব্যঞ্জনবিশেষ, চলিত কথা ঝারি বা আমজারাণ। ইহার প্রস্তুত প্রণালী ভাবপ্রকাশে এইরূপ লিখিত আছে, অপক্ক আম্রফল পেষণ করতঃ উহাতে সরিষা, লবণ ও ভাজা হিছু মিলিত করিয়া উত্তমরূপে চট্টকাইয়া লইলে তাহাকে ঝালি বলা যায়। ইহার গুণ জিহ্বাগত, কঙুনাশক ও কণ্ঠশোধক, ইহা অল্প অল্প করিয়া পান করিলে রুচি ও অগ্নি প্রদীপক হইয়া থাকে । “আম্রমামফলং পিষ্টং রাজিক লবণাম্বিতং । ভৃষ্টং হিঙ্গুযুতং পুতং বোলিতং বালিরুচ্যতে।" (ভাবপ্র) বালিদা ১ (বালঙ্কা) ছোটনাগপুর বিভাগের অন্তর্গত মানভূম জেলার একটা পরগণা। পরিমাণফল ১২৮.৩৮বর্গমাইল। ২ । ছোটনাগপুর বিভাগের অন্তর্গত মানভূম জেলার ঝালিদা পরগণার প্রধান নগর। পূৰ্ব্বে এখানে বন্দুক ও উৎকৃষ্ট,অস্ত্রাদি প্রস্তুত হইত। এক্ষণে শস্ত্র-আইন জন্ত ইহার আর সে গৌরব নাই। এখানে একট প্রস্তরময়ী গোমূৰ্ত্তি আছে। প্রবাদ আছে, পূৰ্ব্বে এক কপিলী গাভী পঞ্চকোট রাজবংশের আদিপুরুষকে অরণ্যে পালন করিয়াছিল, পরে ঐ স্থানে প্রস্তরীভূত হইয়া আছে। বালুয়া । দেশজ) ঝালযুক্ত। ঝালেরা, মধ্যভারতবর্ষের ভূপাল এজেন্সীর অন্তর্গত একটা ঠাকুরাত। ইহার ঠাকুর অর্থাৎ সর্দার সিন্ধিয়া রাজের নিকট হইতে বার্ষিক ১২• • টাক কর লইয়া ভূমির স্বত্বত্যাগ করিয়াছেন । বালোতার-আঞ্জগাএী, অযোধ্যার অন্তর্গত উনাও জেলার মোহান তহসীলের একট পরগণা । এই পরগণা মোহান ওঁরাসের দক্ষিণে এবং ছড়ার উত্তরে অবস্থিত। পরিমাণফল २४ दर्शमाहेल ; उग्रtषा ५८ भाँईठ इशिग्न छै*रशांठी, ज्ञायां५T. सेशंद्र ७कौ cटेलन । ३शरङ *?ी शक्ने आरइ । ঝালোদ (১ ) বোম্বাই প্রেসিডেন্সীর অন্তর্গত পাঁচমহান জেলার অন্তর্গত দাহোদ উপবিভাগের একটা ক্ষুদ্র অংশ । अभां* २२° २०* *** श्हे८ङ २७° ७** ऊँः, झाधि* १8* ७° হইতে ৭৪° ২৩-২৫° পূ: ইহার উত্তরে ও পূৰ্ব্বে মধ্যভারতের চেলকারি ও কুশলগড় রাজ্য, দক্ষিণে দাছোদ থানার দক্ষিণে এবং পশ্চিমে রেবাকাস্থ। অণসনদৗ ইছার পূৰ্ব্বভাগে প্রবাহিত। মাটির অল্প নীচেই জল পাওয়া যায় এবং কুপদ্বারাই ক্ষেত্রে জল সেচন হয়। গুজরাট ও সাগরের বাণিজ্যপথ এই খণ্ডের মধ্যে অবস্থিত। পরিমাণফল ২৬৭ বর্গমাইল । ২ বোম্বাই প্রেসিডেন্সীর অন্তর্গত পাঁচমহাল জেলার দাছোদ থানার উক্ত ঝালোদ খণ্ডের একট নগর। অক্ষণ" ২৩° ৭' উঃ, দ্রাঘি° ৭৪• ১• পূঃ । ইহার অধিকাংশ অধিবাসী ভীল ও কোল। পূৰ্ব্বে ইহা এক বিস্তীর্ণ ১৭টা নগরযুক্ত পরগণার প্রধান স্থান ছিল। এখনও নানাবিধ শস্ত, কার্পাস, ধাতুপাত্রাদি এবং গজদন্ত নিৰ্ম্মিত রৎলাম-বলয়ের অনুকরণে লাক্ষানিৰ্ম্মিত বলয় ও বিবিধ খেলনা প্রভৃতি বিস্তর রপ্তানী হইয়া থাকে। মসজিদ, দেবালয় ও ইষ্টক নিৰ্ম্মিত প্রকাও বাট সকল নগরের সৌভাগ্য সূচিত করে । নগর সন্নিধানে একটা সুবৃহৎ পুষ্করিণী আছে। নীমচ হইতে বরদা যাইবার পথে ঝালোদ নগর অবস্থিত। বাল্রা-পত্তন ( পত্তন ) রাজপুতনার অন্তর্গত ঝালাবার রাজ্যের প্রধান নগর । অক্ষা ২৪° ৩২' উঃ, দ্রাঘি ৭৬° ১২′ পুঃ । অগ্নিকোণ হইতে বায়ুকোণে বিস্তৃত একটী পৰ্ব্বত শ্রেণীর সামুদেশে এই নগর অবস্থিত। নগরে উত্তরপশ্চিমে পৰ্ব্বতের অধিত্যক বাহিত জলরাশি সঞ্চিত করিবার জন্য এক সুদৃঢ় প্রায় ঃ মাইল দীর্ঘ এক বিরাট বাধ প্রস্তুত হইয়াছে। ঐ বাধের উপর অসংখ্য দেবমন্দির ও সোঁধাবলী বিরাজিত। বাধের পাশ্বের নগরগুলি প্রায় সরোবর জলের সমোচ্ছ.য়ে অবস্থিত। নগর হইতে পৰ্ব্বভের পাদদেশ পৰ্য্যন্ত সুন্দর উদ্যান সকল ঐ সরোবরজলে সেচিত ছয় । সরোবরদিক্‌ ভিন্ন নগরের অপর তিনদিকে উচ্চ প্রাচীর ও পরিখা আছে। নগরের দক্ষিণে ৪••••• শত গজ দূরে চন্দ্রভাগা নদী পশ্চিমদিক্ হইতে প্রবাহিতা । নগর হইতে প্রায় ১৫৯ ফিট উদ্ধে গিরিশৃঙ্গে একটা ক্ষুদ্র দুর্গ আছে। প্রাচীন ঝালরাপত্তননগর বর্তমান নগরের কিছু দক্ষিণে চন্দ্রভাগাতীরে অবস্থিত ছিল। ইহার নামের উৎপত্তি সম্বন্ধে अन्नप्क अरिनक् क्र' कश्म्नि थाइकन । प्लेछ् बर्णन, ७५८न