পাতা:বিশ্বকোষ সপ্তম খণ্ড.djvu/৩৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিীন্দ

লর্ডলেক রাজার সম্পত্তি দিল্লীর সম্রাটুও সিন্ধিয়ার নিকট প্রাপ্ত ভূমি সমুদায় দখলের অধিকার দৃঢ় করেন। ফুলকিয়া রাজাদিগের পাতিয়ালারাজের পরই ঝিন্দের রাজার সন্ত্রম। ফুলকিয়াংশের স্থাপয়িতা চৌধরীফুলের জ্যেষ্ঠপুত্র তিলক ঝিন্দ রাজ্য স্থাপন করেন। তিলকের পৌত্র গজপতিসিংহ ১৭৬৩ খৃষ্টাবে শিরহিনের আফগান শাসনকৰ্ত্ত জেনখাকে পরাস্ত ও निश्ठ कब्रिग्रा श्रंभिंर्थ श्हेप्ड कीश शर्थास्त्र दिर्ड क्षिन्म ७ সফিদান প্রদেশ অধিকার করিয়া লন । দিল্লীর সম্রাটকে রাজস্ব প্রদান ও তাহার বহুত স্বীকার করিয়া তিনি তথায় রাজত্ব করিতে লাগিলেন । একদা রাজস্ব বাকি পড়ায় সম্রাটের উজীর নাজিবখ গজপতিকে দিল্লীতে বন্দী করিয়া লইয়া যান, সম্রাটু তথায় তাহাকে ৩ বৎসর কাল কারারুদ্ধ করিয়া রাখেন । তাছার পর গজপতি নিজ পুত্র মেহেরসিংহকে জামিন রাখিয়া রাজধানী প্রত্যাগমন করেন এবং সম্রাটকে ৩১ লক্ষ টাকা প্রদান করিয়া ১৭৭২ খৃঃ অব্দে পুত্রকে মুক্ত ও রাজোপাধি লাভ করেন। ইনি তৎপরে স্বাধীন ভাবে রাজ্যশাসন এবং নিজ নামে মুদ্র প্রচলন করিয়াছিলেন। ১৮৪৫-৪৬ খৃষ্টাব্দের শিখদিগের সহিত যুদ্ধ বিগ্রহের সময় ইংরাজ কর্তৃপক্ষ গজপতিসিংহের অধস্তন ৬ষ্ঠ পুরুষ, ঝিন্দের তাৎকালিক রাজা স্বরূপসিংহের নিকট শিরছিনা বিভাগের জন্ত ১৫০ট উন্থ প্রার্থনা করিলেন । রাজা তাহাতে স্বীকৃত হন নাই । ইহাতে মেজর ব্রডফুট রাজার ১০ হাজার টাকা দণ্ড করিলেন । রাজা এই অপবাদ অপবয়ন জন্ত এরূপ আগ্রহ ও অবিচলিত ভাবে ইংরাজের উপকার সাধনে প্রবৃত্ত হইলেন যে, শীঘ্রই তাহার পূর্ব অপরাধ বিস্তুত হইল এবং তিনি ইংরাজের নিকট আদৃত হইলেন । ইহার পর শেখ ইমামউদ্দীন কাশ্মীরে গোলাপসিংহের বিরুদ্ধে বিদ্রোহ উত্থাপন করিলে ঝিনী রাজ বিদ্রোহ দমনে ইংরাজের সাহায্যার্থ নিজ সৈন্যদল প্রদান করিলেন। এই ব্যবহারে তাহার পূর্বের ১০ সহস্র টাকা অর্থদও যে কেবল রহিত হইল তাঁহা নহে, প্রত্যুত তিনি যুদ্ধশেষে ইংরাজের নিকট কৃতজ্ঞতা স্বরূপ বার্ষিক ৩ তিন সহস্র টাকা আয়ের ভূসম্পতি প্রাপ্ত হইলেন এবং গবর্মেন্ট তাছার উত্তরাধিকারীদিগের নিকট হইতে কখনই কর গ্রহণ করিবেন না স্বীকার করিলেন। বিনা রাজ ইহার পরিবর্তে র্তাহার সৈন্যদল ইংরাজের ব্যবহারে রাখিলেন, রাজ্যমধ্যে রাস্ত সকল মুসংস্কৃত, দাসত্ব, সতীদাহ ও শিশুহত্যা নিৰাৱিত করিতে স্বীকার করিলেন এবং বাণিজ্য দ্রব্যের छेन्द्र अभिनांनि ७ ब्रश्वानैौ छद ॐाहेब्रा निळलन । श्रृंदर्भtभ** ( లిలి ) ঝিঙ্গ

ইহাতে প্রীত হইয় তাহাকে আরও বাৰ্ষিক ১••• টাকা । আয়ের এক ভূসম্পত্তি দান করিলেন। সিপাহীবিদ্রোহের সময় ঝিন্দের রাজা স্বরূপসিংহ সৰ্ব্বাগ্রে বিদ্ৰোহাসৈন্যদিগের দমনার্থ দিল্লী অভিমুখে যাত্রা করেন। তথায় তাহার সৈন্তগণ প্রভূত পরাক্রমের সহিত ইংরাজের পাশ্বযুদ্ধক্ষেত্রে অগ্রভাগে যুদ্ধ করিয়া ব্রিটিস সেনাপতির প্রশংসাভাজন হইয়াছিল। বদলিসরাইয়ের যুদ্ধে ঝিন্দের একদল সৈন্য এরূপ বীরত্ব সহকারে যুদ্ধ করে যে, রণস্থলেই ইংরাজসেনাপতি উছাদিগকে ধন্যবাদ না দিয়া থাকিতে পারেন নাই; ইহার পুরস্কারে সেনাপতি একটা মুষ্ঠিত কামান পুরস্কার দেন। আর একদল ঝিন সৈন্ত দিল্লীর ২• মাইল উত্তরস্থ বাদপত্তের সেতু বিদ্রোহীদিগের হস্ত হইতে রক্ষা করে, তাহাতেই মিরাট হইতে ইংরাজসৈন্ত যমুনা পার হইয় বার্ণার্ডের সহিত মিলিতে পায়। ঝাসি, হিমার, রোহতক্‌ প্রভৃতি স্থানের বিস্তর বিদ্রোহী ঝিন্দে প্রবেশ করিয়া তত্ৰত্য অধিবাসীদিগের উত্তেজিত করিতেছিল, কিন্তু রাজা অতি দক্ষতার সহিত সমুদায় দমন করিয়া ফেলিলেন । ইংরাজগবর্মেটি রাজার এই সকল বিস্তীর্ণ সাহায্যে অতিশয় প্রীত হইয়া প্রকাগু ভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করিলেন । ঝিন্দের ২০ মাইল দক্ষিণস্থ দাদরির বিদ্রোহী নবাবের প্রায় বাধিক ১০,৩,• • • টাকা অায়ের জমিদারী বাজেয়াপ্ত করিয়া তাহাকে প্রদত্ত হইল । আরও সংরুর নিকটবৰ্ত্তী বার্ষিক প্রায় ১৩,৮১৩ টাকা আয়ের ১৩টা গ্রাম প্রদত্ত হইল এবং রাজার মান্তস্বরূপ বিদ্রোহী মির্জ অকুবরের দিল্লীস্থ 'বাসভবন তাহাকে দান করা হইল। রাজা ফর্জন, দিলবান্দ, রসিক-উল-ইতিকা রাজা স্বরূপসিংহ বাহাদুর এই মহামান্য উপাধি প্রাপ্ত হইলেন । র্তাহীর মান্য তোপ সংখ্য!তুতি হুইল এবং আরও অনেক ক্ষমতা প্রদত্ত হইল। সংরুরের সর্দারগণ ইহার অধীনস্থ সামন্ত মধ্যে গণ্য হইলেন ও রাজার উত্তরাধিকারী অবর্তমানে মৃত্যু হইলে অথবা উত্তরাধিকারী নাবালক থাকিলে কৰ্ত্তব্য নির্দিষ্ট হইল। ১৮৬৩ খৃঃ অঙ্গে রাজা নাইট গ্রাও কমাণ্ডার স্টার অব ইণ্ডিয়া উপাধি প্রাপ্ত হইলেন। ১৮৬৪ খৃষ্টাব্দে ১৬ই জানুয়ারি তাহার মৃত্যু হয়। তাহার পর তৎপুত্র বীরপ্রকৃতি সমরকুশল মুবুদ্ধি রঘুবীরসিংহ সিংহাসনে অধিরোহণ করেন । ইনি ও জি, সি, এস, আই উপাধিধারী এবং মান্তস্বরূপে ১১টী তোপ প্রাপ্ত হন। ১৮৭৭ খৃষ্টাব্দের দিল্লীর রাজকীয় দরবারে ইনি ভারতেশ্বরীর একজন সচিব निपूङ श्न ।