পাতা:বিশ্বকোষ সপ্তম খণ্ড.djvu/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জাপান ί ό: ज्जां*itन

=

নাই। ইহার পেটট বৃহৎ এবং অধিক পরিমাণে জলধারণোপযোগী। এ মৎস্তের পা আছে এবং বালকের স্বেরূপ জাঙ্গুল, এ মৎস্তের পায়েও সেইরূপ আঙ্গুল অাছে। এই মাছ জেডো উপসাগরেই অধিক পরিমাণে পাওয়া যায়। তেই নামক আর ५हeकांद्र ब९छ it७ा बांङ्ग ; ऎश्द्र ब्रः बडि डैश्बग, शूरं জাপগণ এই মৎস্তকে অতিশয় শুক্ত বলিয়া মনে করিত। বক এবং মুকি নামক কুৰ্ম্মকে জাপগণ অতিশয় শুভ বলিয়া মনে করে। জাপানের অধিকাংশ অধিবাসীই আপনাদিগের श्रांझां८ब्रग्न अश्रु भांझ ५८ब्र । भांझ ५तिब्र बिजब्र कtब्र । জাপানের সমুদ্রে মুক্ত পাওয়া যায়। জাপগণ মুক্তাকে কৈনাতাক্ষা কহে। পূৰ্ব্বে জাপগণ মুক্তার ব্যবহার ও মূল্য জানিত না, তাহারা চীনদিগের নিকট হইতে ইহা শিক্ষা করিয়াছে। মুক্ত ধরিবার জন্ত কাহাকে কোনরূপ রাজকর দিতে হয় না। প্রত্যেক জাপেরই মুক্ত তুলিবার অধিকার আছে। বড় বড় মুক্তাকে জাপানী ভাষায় আকোজ কহে। পূৰ্ব্বে জাপের বলিত, এই মুক্তার একটী বিশেষ গুণ আছে যে, ইহা একটা জাপানী চিক বর্ণিসপূর্ণ বাক্সে রাখিলে এই মুক্তার পাশ্বে ছোট ছোট দুইট মুক্ত জন্মে। তকারাগৈ নামক গুক্তি ছইতে এই বার্লিস প্রস্তুত হয়। সামুদ্রিক প্রবাল, পাথর প্রভৃতি জাপানের সমুদ্রে পাওয়া যায়। এক প্রকার বৃহৎ শুক্তি পাওয়া যায়, তাহাতে হাতল লাগাইয়া চামচ প্রস্তুত হয়। জাপানে স্বর্ণ, রৌপ্য, তাম্র, লৌহ ও টিন উৎপন্ন হয়, কিন্তু তাম্রই অধিক পরিমাণে পাওয়া যায়। সম্রাটের বিনামুমতিতে স্বর্ণখনি খনন করা যাইতে পারে না । যে প্রদেশে স্বর্ণখনি আবিষ্কৃত হয়, সেই প্রদেশীয় শাসনকর্তা সম্রাটুকে ংশ প্রদান করিয়া অবশিষ্ট নিজে ভোগ করেন। বহু বৎসর অতীত হইল, একটি পৰ্ব্বত পড়িয়া যাওয়ায় একটি স্বর্ণখনি আবিষ্কৃত হইয়াছে। পূৰ্ব্বে জাপগণ অতিশয় কুসংস্কারাপন্ন ছিল ; কএকটি স্বর্ণখনি খনন করিবার সময় ঝড় বৃষ্টি হওয়ায় ঈশ্বরের অনভিগ্রেত মনে করিয়া সে সমস্ত খনি পরিত্যক্ত श्ब्रांझिण । दिtत्र थामबैौग्न प्लेन cब्रोtथTब्र शांग्र श्रठिनंद्र উজ্জ্বল। জাপানে লৌহ অপেক্ষাকৃত বহুমূল্য বলিয়া অস্ত্রশস্ত্র ওবাসনাদি তামায় প্রস্তুত হয়। এখানে একরূপ সুন্দর মৃত্তিক পাওয়া যায়, তাহাকেও চিনামটি বলে, তাহা দ্বারা : ॐ९झठे बांगन थखउ हञ्च । জাপানের নগর ও গ্রাম সকল বইজনাকীর্ণ। জাপানের ক্ষুদ্র ক্ষুদ্র সহরেও ৫•• ঘর লোকের বাস এবং বৃহত্তর সহরে ২• • • অধিক ঘর লোকের বাস। এখানকার ঘর সাধারণতঃ দোতলা এবং প্রতি ঘরে দে লোক বাস করে জাপান সাম্রাজ্যের ফিউসিউ দ্বীপ অতিশয় উর্বরা এবং ইহার অনেক স্থলেই চাষ হয় । šą নাগাসিফি, সঙ্গ এবং কোকুর এই তিনটা প্রধান সংর" নাগাসিকি বন্দরে বৈদেশিকগণ বাণিজ্য করিতে পারে । এ স্থানের গৃহগুলি অতি সুচারুরূপে নিৰ্ম্মিত । এই নগরের মধ্যে ও স্নাহিরে অনেক ধৰ্ম্মমন্দির আছে। এই সহরের ঘরগুলি সাধারণতঃ একতলা । ঘরের কাঠাম কাঠে তৈয়ারি, অন্তর প্রদেশ মাটিলেপ এবং সমস্ত ভাগ কাই ও মসলা দিয়া আটিয়া দেওয়া হয়। প্রতি ঘরেই একটা করিয়ু বারান। আছে। সঙ্গনগরে নানারূপ মনোহর বাসন প্রস্তুত হয় । নিক্ষনের অতি অল্প স্থলই অম্বুৰ্ব্বর, এই স্থানের কারুকার্ষ্য অতি উৎকৃষ্ট । সিমুলেকি, ওসাকা, মিয়াকে, কোনো এবং জেডে এই গুলিই নিফনের প্রধান সহর । ওসাকা বাণিজ্যপ্রধান স্থান । এই স্থানে কতকগুলি নদী আছে এবং প্রত্যেক নদীর উপরে অতি সুন্দর সেতু দৃষ্ট হয়। এই সহরের রাস্তাগুলি অপ্রশস্ত, কিন্তু অতি পরিষ্কার । এখানকার বঁরগুলির কাঠাম কাঠের, তাহাতে চুণ ও কাদালেপা । এই স্থানের অধিবাসিগণ অতিশয় ধনাঢ্য । জাপগণ ওসাকা সহরকে প্রমোদভবন বলিয়া অভিহিত করে । এই সহরের নিকটে এক স্থানে চাউল হইতে একপ্রকার উৎকৃষ্ট মদ প্রস্তুত হয়, উহার নাম সাকি। মিয়াকে সহরে প্রধান ধৰ্ম্মযাজক বাস করেন ; তিনি সাধারণতঃ দৈরি নামে খ্যাত। এই সহরের পশ্চিমাংসে একট প্রস্তরনিৰ্ম্মিত প্রাচীন দুর্গ আছে। রাস্তাগুলি অপ্রশস্ত ও বহুজনাকীর্ণ। দৈদক্ষ হইতে জাপগণ একরূপ মদিরা প্রস্তুত করে, তাহাকে সয় কহে । জাপান সাম্রাজ্যে বিদেশীয়দিগের যাতায়ত অতি বিরল। যাহারা বিদেশ হইতে জাপানে আগমন করে, তাহাদিগকে সহজেই নগরে প্রবেশ করিতে দেওয়া হয় না এবং তাহদিগকে নগরে প্রবেশ করিবার অনুমতি প্রদান করিলেও সৰ্ব্বত্র তাহারা যাইতে পারে না। পূৰ্ব্বে একমাত্র ওলন্দাজগণই জাপানের নাগাসিকি বন্দরে বাণিজ্য করিতে পারিত, কারণ জাপগণ বিশ্বাস করিত যুরোপীয়গণ অল্পান্ত জাতি অপেক্ষ সৎ ও সরল। ওলন্দাজদিগকে প্রতিবৎসর সম্রাটু দরবারে তাহার সম্মানার্থ একজন দূত পাঠাইতে হইত। কিন্তু সম্প্রতি জাপান সাম্রাজ্যের সহিত রুষিয়া ও মার্কিণ রাজ্যের যে সন্ধি হইয়াছে, তদনুসারে অনেক বৈদেশিক জাতি জাপানের কএকটী সহরে বাণিজ্য করিবার श्रशिकांग्न श्रृंहेिग्नांtछ् ।। ८षांङ्ग* श्रृंङांकौ इट्रेष्ठ ऐश्ब्रांछ११ জাপানের সংস্রবে মাসিয়াছে। ১৬১৩ হইতে ১৬২৩ খৃঃ অস্ব