পাতা:বিশ্বকোষ সপ্তম খণ্ড.djvu/৩৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ौिभूश्लउांन না 7 টিপু রাজ্যের উন্নতি ও প্রজামুখসমৃদ্ধির জন্ঠ অনেক যত্ন कब्रिग्राझि८णन । ७ जभग्न डिनि नानोट्लभ श्हेप्टङ क्श् अर्थ ব্যয়ে অসংখ্য পারস্য, সংস্কৃত এবং দাক্ষিণাত্যের স্থানীয় ভাষায় লিখিত বহুবিধ হস্তলিপি সংগ্রহ করেন। २१av धूठेोtक निछां८मग्न ७ भशंब्रांcछेब्र (जनांनांग्रक** গুপ্তভাবে টিপুর সহিত ষড়যন্ত্র করিতে লাগিলেন । টিপুও পূৰ্ব্বোক্ত সন্ধিতে আপনাকে অতিশয় অপমানিত বোধ করেন। এতদিন তিনি মুযোগ জিতে ছিলেন। এখন উক্ত সেনাপতিগণের প্ররোচনায় উত্তেজিত হইয়া উঠিলেন। ইংরাজের এই ষড়যন্ত্র জানিতে পারিলেন । খৃষ্টাবে ১৭ই মে লর্ড মর্ণিংটন্‌ গবর্ণরজেনারেল হইয়া আলিলেন । টিপুসুলতানের গতিবিধির উপরই তাহার প্রথম লক্ষ্য পড়িল। তখন যুরোপে ইংরাজে ও ফরাসীতে ঘোরতর যুদ্ধ বাধিয়াছিল । সুতরাং টিপু ভারতাগত ফরাসী সৈন্তদিগকেও সহজেই হস্তগত করিতে লাগিলেন। ফরাসী কৰ্ম্মচারীগণ টিপুর দেশীয় সৈন্তদিগকে রীতিমত যুদ্ধ শিক্ষা দিতে লাগিল। টিপু তাহার নৌ-সেনাদলের সাহাধ্যার্থ মরিচসহরে ফরাসী-শাসনকৰ্ত্ত জেনারেল মলারটিক্‌কে ৩•,• • • সৈন্তের জন্ত লিখিয়া পাঠাইলেন। হায়দরাবাদে ফরাসী-সেনানায়ক মুসো রেমও ১৫ • • • সৈন্ত লইয়া অবস্থান করিতেছিলেন, তিনিও কার্য্যকালে টিপুকে সাহায্য করিতে সন্মত হইলেন । এদিকে সিন্ধিয়ারাজ্যে ফরাসীবীর ডি ধইন্‌ ৪•,• • • সৈন্ত ও ৪৫০টা কামান সহ অপেক্ষা করিতেছিলেন । তিনিও যথাকালে জাতীয় গৌরবরক্ষার জন্ত ইংরাজদিগের বিরুদ্ধে অস্ত্ৰধারণ করিতে উদ্যত । লর্ড মণিংটন ইংরাজদিগের বিপদ নিকটবৰ্ত্তী দেখিয়া মান্দ্রজে প্রধান ইংরাজসেনাপতি লর্ড হারিসকে শ্রীরঙ্গপত্তন অভিমুখে অবিলম্বে সৈন্তচালনা করিতে আদেশ করিলেন। তখন মাম্রাঞ্জে ৮• • • মাত্র সৈন্ত ছিল। মন্দ্রিাজের কোষাগারও তখন এক প্রকার শূন্ত । সুতরাং মন্দ্রিাজের কর্তৃপক্ষগণ এ সময়ে টিপুর বিরুদ্ধে যুদ্ধঘোষণা অসঙ্গত বলিয়া বিবেচনা করিলেন । কিন্তু বড়লাট তাছাদের যুক্তি না শুনিয়া অবিলম্বে সমরসজ্জা করিতে আদেশ দিলেন। এদিকে তিনি হায়দরাবাদের মন্ত্রী মাসির উল মুলককে (মীর আলমকে ) টিপুর বিরুদ্ধে উত্তেজিত করেন। এই সময়ে মহাবীর নেপোলিয়ান ইজিপ্টে উপস্থিত । । কখন ভারতে আসিয়া পড়েন, তাহার স্থিরতা নাই। এ সময় । অবিলম্বে কার্য্যোদ্ধার করা চাই স্থির করিয়া বড়লাট আপন । ভ্রাতা কর্ণেল অৰ্থার ওয়েলসলি (ভাৰী ডিউক অৰু $ ፃ :b” WIĘ ఏసి [ ৩৯৩ ] টিপুহুলতান ७८ब्रगिर्शेन्क) ७७ नश्शाक भनांडिकमण ७ ७००० সিপাহী সৈন্ত সঙ্গে দিয়া মাত্রাজে পাঠাইরা দিলেন। অবশেষে তিনি টিপুর সহিত একটা মীমাংসা করিবার জন্য স্বয়ং মাঞ্জাজে আসিয়া উপস্থিত হইলেন। পূৰ্ব্বেই কর্ণেল ডোঙটন বড়লাটের পত্র লইয়া টিপুর নিকট গমন করিয়াছিলেন । যাহাঁতে ফরাসীদিগের সহিত টিপু আর কোন সংক্সৰ না রাখেন, সেই কথা জানাইয়া পত্র লেখা হইয়াছিল। টিপু কর্ণেলের সহিত দেখা করিলেন না। কেবল বলিয়া পাঠাইলেন যে, ইংরাজদিগের সহিত পূৰ্ব্বে যে সন্ধি इहेब्रांtछ्, ङांशद्दे ष८५ठे । ऊिनि हे९ब्राङ*ांबtर्मtछेब्र रुद्रांदग्नङ्गे মিত্র । এ দিকে তিনি ফরাসীগবর্মেন্টকে সৈন্ত পাঠাইতে এবং আফগানরাঞ্জ জমান শাহকে ভারতে আসিয়া ধৰ্ম্মযুদ্ধ ঘোষণা করিতে অনুরোধ করিলেন। ফরাসীগণ ইজিপ্ট জয় করিয়া শীঘ্রই পদার্পণ করিবেন, এ সম্বন্ধে টিপুর অনেকটা ভরসা ছিল। এমন কি নেপোলিয়নের সহিত র্তাহার পত্র লেখালেখিও চলিতেছিল । কৌশলক্রমে সেই পত্র তাহার শক্রগণের হস্তগত হয়। ইংরাজের তুরুষ্কের সুলতানকে দিয়া পত্র লিখাইয়া টিপুকে সাবধান হইতে বলেন, কিন্তু টিপু তাহাতে ক্ৰক্ষেপ করিলেন ন। ১৭৯৯ খৃষ্টাব্দে ১১ই ফেব্রুয়ারী ২১ • • • ইংরাজসেন ও ১০,• • • নিজামসৈন্ত বেল্লর হইতে যাত্রা করিল। এদিকে পশ্চিম উপকুল হইতে জেনারল ইয়ার্ট ও হার্টলির অধীনে ৬• • • সৈন্ত অগ্রসর হইতেছিল। ১৫ই মার্চ জেনারল হারিস বঙ্গলুরে আসিয়া পৌছিলেন। ১৬ই এপ্রেল, কোড়গরাজ্যের সীমায় সদাণীর নামক স্থানে ঘোরতর যুদ্ধ হইল, এই যুদ্ধে টিপুর ২০০০ সৈন্ত বিনষ্ট হয় । , এখন সুলতান 'অপনার নির্বাচিত সৈন্ত লইয়া প্রবল পরাক্রমে শত্রুর গতিরোধ করিতে অগ্রসর হইলেন । ২৭ এ মার্চ মালবল্লী নামক স্থানে টিপুর সৈন্য পরাজিত হয়। এই পরাজয়ে টিপু ও ভীত ও ভগ্নোৎসাহ হইয়া পড়িয়াছিলেন, পিতার নিদারুণবাণী যেন জলস্ত অক্ষরে তাহার স্মৃতিপটে উদিত হইতে লাগিল । তিনি কালবিলম্ব না করিয়া রাজধানীতে চলিয়া অসিলেন। এখানে আসিয়া শুনিলেন, র্তাহার অনেক কৰ্ম্মচারী ত{হার বিরুদ্ধে ষড়যন্ত্র করিতেছে । এই সময় তিনি আরও হতাশ হইয়া পড়িলেন। কেহ কেহ তাহাকে ইংরাজদিগের সহিত পুনরায় সন্ধি করিবার প্রস্তাব করিলেন, প্রথমে তিনি অনেকটা সন্মতও হইয়াছিলেন, কিন্তু যখন তিনি শুনিলেন ইংরাজসেনাপতি হারিস স্থলীলা নামক কাবেরী নদীর একটা অজানিত চড়া পার হই