পাতা:বিশ্বকোষ সপ্তম খণ্ড.djvu/৪২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छांहिन्न মহস্বদ কালিমের সহিত যোগ দেওয়ায় জয়সিংছ পলায়ন করিতে दांथा इहेtणन । cदन्-कांनिम ब्रांजषांनौ चांदब्राग्न অগ্রসর হইতে লাগিলেন। ডাহির ইহার পর সমস্ত সৈন্সল লই বে কালিমের বিরূদ্ধে অস্ত্ৰধারণ করি লেন। তাছার পক্ষে তৎকালে ৫০,••• সৈন্ত যুদ্ধ করিতেছিল। বেন-কালিম এক সুদৃঢ়স্থানে আশ্রয় লইয়া আত্মরক্ষা করিতে লাগিলেন। অনেকদিন যুদ্ধ হইল। অবশেষে একদিন ডাছির वग्र१ इलौशृté पूरु कैब्रिएङ कब्रिtङ विभएकद्र ठौद्र कईक विक श्हे८णन । उँांएांग्न श्रौ७ यै नभ८ग्न ७क श्णरु अनण cशॉणांग्न श्रांश्ङ श्हेब्रl cद८* निकल्लेह नौtङ अरुशांझ्न করিল। এই অতর্কিত বিপদে সমস্ত সৈন্ত ছিন্ন ভিন্ন হইয়া পড়িল । তৎপরে রাজা অশ্বে আরোহণ করিয়া নিজ সৈন্তদিগকে পুনৰ্ব্বার উৎসাহিত করিতে ও মুশৃঙ্খলে আনিতে श्रtनक cफठे कब्रिह्णन । किड़ नभरहहे विषण इहेण । তিনি স্বয়ং যুদ্ধ করিয়া হত হইলেন। মিহরাণ নদী দদাহাওর মধ্যবৰ্ত্তা রাবর দুর্গের নিকট এই যুদ্ধ সংঘটিত হয়। পরাজিত সৈন্যগণ পলাইয়া রাবরন্ধুর্গে আশ্রয় গ্রহণ করে । ডাহিরের পুত্র জয়সিংহ ও বিধবারাণী রাণীবাই দুৰ্গরক্ষায় প্রাণপণে যত্ন করিতে কৃতসঙ্কল্প হইলেন। কিন্তু ডাহিরের বিশ্বস্ত মন্ত্রী জয়সিংহকে ঐ দুর্গ ত্যাগ করিয়া ব্রাহ্মণাবাদে আশ্রয় গ্রহণ করিতে উপদেশ দিলেন। রাবরের দুর্গ বেন-কাসিমের অধিকৃত হইল। দুর্গবাসী রাজপুত-সৈন্যগণ জীবন আশ বিসর্জন দিয়া শক্রমধ্যে ভীষণ বেগে ধাবিত হইল এবং যুদ্ধ করিতে করিতে প্রাণত্যাগ করিল। রাণী কয়েকটা সস্তুক্তিসহ অনলে দেহত্যাগ করিলেন । বিজয়ী মুসলমান-সেনা দুর্গের অস্ত্রধারী পুরুষমাত্রকেই নিহত করিয়া অবশিষ্ট স্ত্রীলোক ও বালকদিগকে, বন্দী করিল। ইহার পর মহম্মদ কাসিম ব্রাহ্মণাবাদ জয় করেন। জয়সিংহ श्रूहेि देशद्र ब्रक्रगडांब २७ जन ८ननांभडिब्र श्रख ब्रि হালিসরে গমন করিয়াছিলেন । ডাহিরের দুই কন্যা মাতার সহিত দেহত্যাগ করে নাই । ऎश्ांनि! भक्षताि रुtर्जि८षङ्ग श्ंख निर्नौ नि । भश्वा ऎश्ttद्मि আলোকসামান্ত সৌন্দর্য্য দর্শনে ইহাদিগকে খলিফাকে উপহার দিবার মনস্থ করেন। উভয়ে খলিফের তাৎকালিক রাজধানী দামস্কাস্ নগরে খলিফ ওয়ালিদের সমক্ষে আনীত হইলেন। উহাদের মধ্যে জ্যেষ্ঠা করুণস্বরে খলিফাকে বলিল, “ধৰ্ম্মাবতার আমরা আপনার যোগ্য নহি, মহম্মদ কালিম ইতিপূর্বেই चांभांप्लग्न थभईमां★ कब्रिग्नां८छ् ।” थणिक ७ई कथांब्र गांङि*ग्न ক্রুদ্ধ হইয়া ইহার সত্যাসত্য বিচার না করিয়াই একেবারে [ e२१ } মহম্মদ কালিমকে চর্শের খলির মধ্যে পুরির জানিবার আদেশ দিলেন। তাছার আদেশ প্রতিপালিত হইল, এবং, যথাসময়ে বেনু কালিমের শব চর্ণ ভল্লামধ্যে খলিফ-সমক্ষে आनैौठ श्रेन । ब्रांजकूगांईौ निफूलकब्र बृङरनर मर्थन छैक्रशश कब्रिब्र कश्रिणन, “७डक्रिएन आभांब्र अजैौटे भूf হইল। আমি মিথ্যাকথা বলিয়া আমার কুলোচ্ছেদকারী এই ছৰ্ব্বত্তের প্রাণনাশ করাইয়াছি।” এইরূপে ডাহিরের কন্যাৰয় পিতৃনিধনের প্রতিহিংসা সাধন করেন। ডাহুক (পুং) দাতুহে পক্ষী, ডাকপাখী। (জটাধর) (Gallinula phoenicura) ইহাদের উপরিভাগ হরিতাভ কৃষ্ণবর্ণ; কণ্ঠ, কপোল ও বক্ষঃস্থল শ্বেতবর্ণ, পুচ্ছ ও বস্তির নিম্নভাগ গাঢ় ধূসরবর্ণ, চকু দ্বিতাত পীতবর্ণ এবং প্রান্তভাগে ঈষৎ পাটলবর্ণ, চক্ষুর পাতা ঘোর লোহিতবর্ণ এবং পদদ্বয় হরিতবর্ণ, ইহাদের দৈর্ঘ্য সচরাচর ১২ ইঞ্চ হইয়া থাকে। ইহারা নদী, হ্রদ, সরোবর, খাল, ঝিল প্রভৃতি জলাশয় হইতে কিছুদূরে ক্ষুদ্র গুল্মাবৃত জঙ্গলে বাস করিতে ভাল.বাসে । সময় সময় গ্রামের নিকট উদ্যান ও শস্তক্ষেত্রাদিতেও ইহাদিগকে দলে দলে চরিতে দেখা যায়। কেহ নিকটে গেলে তৎক্ষণাৎ অতি দ্রুতবেগে পুচ্ছ উত্তোলিত করিয়া দৌড়িয়া পলায়ন করে। ইহার অতি সহজে নিবিড় গুল্মাদির ভিতর পলায়ন করিতে পারে, তজ্জন্ত ইহাদিগকে ধরা সহজ নহে। ইহার শস্ত এবং কীটপতঙ্গাদি দ্বারা জীবন ধারণ করে। ইহাদের স্বর তীক্ষ। অনেকে শিকার করিবার জন্য ডাকপাখী পুষিয়া থাকে। রাত্রিকালে উচ্চস্থানে রাখিয়া দিলে পোষা ডাকপার্থীর স্বর গুনিয়া নিকটস্থ জঙ্গল হইতে অন্তান্ত ডাকপাখী আসিয়া থাকে এবং ফাঁদে পড়ে। ইহাদিগের মাংস মুম্বাদ। ভারতবর্ষ, সিংহল, ব্ৰহ্মদেশ, भणग्न अङ्घछि झाँप्न 'हेशब्र बान क्रग्न । अंश्क छाउँौग्न অনেক প্রকার পক্ষী অনেকাংশে জল-মুরগী প্রভৃতি জলচর পক্ষীর সমান । ডি (পারসী ডিই) কতকগুলি গ্রাম লইয়া একটা ক্ষুদ্র পরগণা। ডিগ, মধ্যভারতে, রাজপুতনার অন্তর্গত ভরতপুর রাজ্যের ५्रौ नंद्रि । श्रु” २१* २५1ऎठः, वावि” ११* २२1 भूः । এখানে একটা দুর্গ আছে। এই নগর চতুর্দিকে জলাভূমি পরিবেষ্টিত, সুতরাং বৎসরের মধ্যে অধিকাংশ সময়েই শত্রুর পক্ষে দুর্গম থাকে। ইংরাজাধিকারের পূর্বে ইহার দুর্গ অতি দুৰ্জয় বলিয়া বিখ্যাত ছিল, এখনও মথুরার ২৪ মাইল পশ্চিমে তাহার ভগ্নাবশেষ বিদ্যমুনি আছে। ঐ দুর্গে ভঙ্গরাজপ্রাসাদ অষ্ঠাপি দৃষ্ট হয়। ইহার গঠনপ্রণালী অতি দৃঢ় -