পাতা:বিশ্বকোষ সপ্তম খণ্ড.djvu/৫৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তমলুক ऊशत्रक (१९) हेऊएकांब, भक्षक, बांबां७t । ऊंशऊ (बि ) उम कोज्कल्ला३ अङष्ट्र। ड्रक्षअन्न, फूबिज्र । 魯 তম প্রভ (পুং ) তমইৰ প্ৰভা অস্মিন বহুরী । নরকভেদ [ नब्रक ¢ल४ । ] उन्नन्न (ब्ली) उभ१ ब्राठि ब्र-क । बत्र ! তমরসেরি, মাত্রাঙ্গ প্রেসিডেন্সির মলবার বিভাগের একটা গিরিপথ। অক্ষা” ১১: ২৯ ৩ × ও ১১° ৩• ৪ ৫ উঃ এবং দ্রাঘি' ৭১' ৪ ৩০ ও ৭৬ ৫ ১৫ পূঃ । কলিকট হইতে মহিমুর পর্য্যস্ত রাস্ত পশ্চিমঘাট পৰ্ব্বতের উপর দিয়া তমর সেরি অভিমুখে গিয়াছে । কাফি প্রভৃতির রপ্তাণির জন্তু এই পথটী বিশেষরূপে ব্যবহৃত হইতেছে । ১৭৭৩ খৃঃ অব্দে কালিকটে যাত্রীকালে হায়দার মালি এবং মলবার আক্রমণ করিবার জন্ত সুলতান টিপু এই পথটা অবলম্বন করিয়াছিলেন । তমরাজ (পুং ) তমইব রাজতে রাজ-টচু । শর্কর বিশেস । পর্য্যায় শীলক । ইহার গুণ জ্বর, দাহ, রক্তপিত্ত ও পিত্ত নাশক । ( রাজব” ) তমলা, একটা নদী, বদ্ধমান জেলায় উখরা গ্রামের পশ্চিমে সেরগড় পরগণা হইতে উখিত হইয়া দক্ষিণপূৰ্ব্বমুখে ভোটরা গ্রাম পর্য্যস্ত গিয়া দামোদরে পতি ত হই{{ছে । তমলুক, বঙ্গদেশে মেদিনীপুর জেলার একটা উপবিভাগ । অক্ষা ২১° ৫৩' ৩০" ও ১২° ৩২' ৪৫" উঃ এবং দ্রাঘি’ ৮৭ ৩৯ ৪৫" ও ৮৮° ১৪’ পূ: । এই স্থানে হিন্দু, মুসলমান, খৃষ্টান প্রভৃতির বাস আছে, হিন্দুর সংখ্যাই অধিক। এই উপবিভাগে তমলুক, পাচকুড়া, মসলন্দপুর, স্থতাহাটী এবং নন্দিগ্রাম এই পাচস্থানে ৫টী পুলিশ থানা আছে। ১৮৮৪ সালে এই মহকুমায় ৪টা ফৌজদারী, ২টা দেওয়ানী আদালত এবং ১৪৭ জন পুলিসের কৰ্ম্মচারী ও ১৩৮০ জন চৌকিদার ছিল। এখানে ১১ জন বিখ্যাত জমিদার আছেন । এই মহকুমার ভূমির আয় ১২৭৪১০ টাকা । তমলুক সহর ও কেলোমাল গ্রামটা প্রসিদ্ধ স্থান। পূৰ্ব্বে তমলুক হিজলির কলেক্টরের অধীনে লবণ মহল ছিল । পূৰ্ব্বকালে এখানে বৌদ্ধদিগের একটী বিখ্যাত সহর এবং পূৰ্ব্বদেশীয় বাণিজের কেন্দ্রস্থল ছিল । বহুদিন হইল, তমলুক হইতে বৌদ্ধধৰ্ম্মের সকল নিদর্শনই বিলুপ্ত হইয়াছে, কিন্তু এখনও তমলুকের কোন কোন হিন্দু পরিবার বৌদ্ধদিগের স্তায় মৃতদেহ কবরিত করে । রাজপুতকুলোদ্ভব ময়ূরবংশ পূর্বে তমলুকে রাজত্ব করিতেন। ময়ূরধ্বজ, তাম্রধ্বজ, হংসধ্বজ, গরুড়ধ্বজ এবং বিদ্যাধর রায়, তমলুকের এই 署 [ to | তমলুক প্রথম পাঁচজন রাজার সম্বন্ধে অনেক কিম্বদন্তী প্রচলিত্ত আছে। তমলুকের অষ্টচণ্ডারিংশং রাজা কেশবরীয় কর না দেওয়ায় ১৬৪৫ খৃঃ অঙ্গে মোগল সম্রাট কর্তৃক রাজ্যफूाउ श्न ७६९ २७48 शृं: अन *र्षाश्च क्षत्विज्ञाग्न ०५थहे ब्रांज|শাসন করেন। হরিরায়ের মৃত্যুর পর তাহার ভ্রাতা ও পুত্রের মধ্যে সিংহাসন লইয়া বিবাদ উপস্থিত হইলে রাজ্য দুই ভাগে বিভক্ত করা হইল। ১৭০ খৃঃ অৰে হরিরায়ের ভ্রাতার বংশলোপ হইলে পুনরায় তমলুক রাজ্য একত্র হইয়া নারায়ণরায় ও তাছার উত্তরাধিকারিগণের হস্তগত হয় । ১৭৫৭ খৃ: অদে মীর্জা দিদার-বেগ বলপূৰ্ব্বক সিংহাসন হস্তগত করিয়া ১৭৬৬ খৃঃ অন্দ পর্য্যন্ত নিজ অধিক রে রাগিলেন । উক্ত খৃঃ অব্দে গবর্ণরের আদেশে তমলুক পুনরায় সিংহাসনচ্যুত রাজার স্ত্রী সন্তে{স্বfপ্রয়া এবং কৃষ্ণুপ্রিয়ার অধিকারে আসিল । রাণী সন্তে ধপ্রিয়ার দত্ত্বক এবং কৃষ্ণুপ্রিয়ীর গর্ভজাত পুল ছিল । ইহারা যথাক্রমে ১০ এবং y০ আনা অংশ পাইলেন । ১৭৯৫ অব্দে /০ অtলার অংশীদার তানন্দনারায়ণ রায় ৩/৪ অন অংশীদার শিবনারায়ণ রায়ের বিরুদ্ধে একটা দে গুয়ানী মোকদমা করিয়া সমস্ত সম্পত্ত্বির অধিকারী হইলেন। মানন্দনারায়ণ রায় অপুলক অবস্থায় প্রাণত্যাগ করেন। তাহার দুই পত্নী লক্ষ্মীনারায়ণ রায় এবং রুদ্রনারায়ণ রায় নামে দুষ্টটী পোষ্যপুত্র গ্রহণ করিলেন । ইহার সম্পত্তি ভাগ করিয়া লইলেন। কিন্তু দুই ভ্রাতার মধ্যে অনবরত বিবাদ বিসস্বাদ হওয়ায় ক্রমে উভয়েরই সম্পত্তি নষ্ট হইল । তমলুক পরগণায় কয়েকটা বঁধ আছে ; এই জন্ত বন্যায় দেশ ভাসিয়া যায় না। গঙ্গা ও রূপনারায়ণের নিকট তমলুক অবস্থিত। .এই জন্য এই প্রদেশের উৎপন্ন দ্রব্য সহজেই অন্তর চালান দেওয়া যাইতে পারে। চাউল, নারিকেল, তুত এবং নানাবিধ শাকসবজি এই পরগণার বাণিজ্য দ্রব্য। এই পরগণায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রচলিত আছে। তমলুকের অনেক অধিবাসী পূৰ্ব্বে লবণ প্রস্তুত করিয়া জীবিকানিৰ্ব্বাহ করিত। এখানকার লবণের ব্যবসায় যথেষ্ট প্রসিদ্ধিলাভ করিয়াছিল। এই প্রদেশ ইংরাজগবর্মেন্টের হস্তগত হইলে গবমেণ্ট লবণের ব্যবসায় একচেটিয়া করিয়া ফেলিয়াছেন। এখন আর তমলুক বাসিগণ লবণ প্রস্তুত করিতে পারে না । ইহাতে অনেক দরিদ্রলোকের অতিশয় कुठे झ्हेग्नt८छ् । তমলুক গঙ্গার মোহনার নিকট অবস্থিত। ৪র্থ হইতে ১২শ শতাব্দী পর্য্যস্ত বিভিন্ন দেশ"হইতে বাণিজ্যপোত এই স্থানে আগমন করিত।