পাতা:বিশ্বকোষ সপ্তম খণ্ড.djvu/৫৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ऊंब्राई शृङ्गाभूcषं गलिङ श्हेरउ इद्र । किढ़ taहे ग१ङ्गांभफ cब्रांत्र थांङ्ग ७ छूक्रांनिtशंद्र ८कांन अनिष्ठेहे कब्रिtङ गांtब्रना। ऐशंद्र বলে যে অনবরত শূকর ও হরিণ মাংস ভক্ষণ হেতু তাহারা এই রোগের হস্ত হইতে উদ্ধার পার। জর ও অন্ত্রয়োগ হেতু অনেক লোক এই স্থানে প্রাণত্যাগ করে । আবাদের ৰহলতা নিমিত্ত তরাইএর অধিবাসীর সংখ্যা অনেক বাড়িয়া গিয়াছে। হিন্দু, মুসলমান, श्रृंहेन, জৈন প্রভৃতি ধৰ্ম্মাবলম্বী লোক এই গ্রদেশে বাস করে । ব্রাহ্মণ, রাজপুত, বণিয়া, গোসাঞি, কায়স্থ, চামার, কুরমি, কাহার, মালি, লোধ, গদারিয়া, লোহার, অহার, ভঙ্গী, অহীর, নাই, বৰ্হাই, জাট ও ধোবীর সংখ্যাই অধিক । এই জেলায় কাশীপুর ও যশপুর দুইট প্রধান সহর । এই দুই স্থানেই লোকসংখ্যা অধিক । তরাই এর জমী অতিশয় উৰ্ব্বর ; অল্প পরিশ্রমেই বহু ফসল জন্মে। এই স্থানের প্রধান শস্ত ধান্ত। যব, গম, বাজরা, ভুট্টা, কলাই, তিসি, সরিষা, ইক্ষু, তুলা, তামাক, তরমুজ, আদা, হরিদ্র, মরিচ, পাট প্রভৃতি অল্প বিস্তর উৎপন্ন হয় । এই প্রদেশের ভূমি ও বায়ু আৰ্দ্ৰ, সুতরাং অনাবৃষ্টি হেতু উৎপন্ন দ্রব্যের বিশেষ ক্ষতি হয় না । কিন্তু ১৮৬৮ খৃ: অব্দে একবার দুভিক্ষ হওয়ায় তরাই জেলার কোন কোন গ্রামবাসিদিগের অতিশয় কষ্ট হইয়াছিল । রোহিলখণ্ডের জমীদারদিগের ও বঞ্জারদিগের অনেক পশু তরাই প্রাপ্তরে বিচরণ করে । শারদ নদী হইতে পূৰ্ব্ব ও পশ্চিম মুখে একটী রাস্ত আছে । এই রাস্তাট পরগণার সকলfদকে ই গিয়াছে । রাজপুর পরগণার মধ্য দিয়া মুরাদাবাদ ও নৈনিতালের রাস্ত ২১ মাইল বিস্তৃত । বরেলি এবং মৈনি তালের রাস্ত। ১৩ মাইল দীর্ঘ । মুরাদাবাদ এবং রাণীখেট রাস্তা রামনগর পর্য্যন্ত চলিয়া গিয়াছে। রোহিলখণ্ড ও কুমায়ুন রেলরাস্তা তরাই জেলার মধ্যে বরেলি, নৈনিতাল রাস্তার সহিত সমস্তরাল ভাবে অবস্থিত । তরাই জেলায় একজন সুপারিন্টেণ্ডেণ্ট, তাহার সহকারী এবং রুদ্রপুরের তহসীলদার দেওয়ানী বিচার করেন। ইহাদের ফৌজদারী বিচার করিবার ও ক্ষমতা আছে। কুমায়ুনের কমিসনারের নিকট ইহাদের বিচারের আপীল হইতে পারে। রাজপুর, গদারপুর এবং রুদ্রপুরে এক একজন দেশীয় বিশিষ্ট মাজিষ্ট্রেট থাকেন । এই জেলাটা কাশীপুর, বাজপুর, গদারপুর, রুদ্রপুর, কিলপুরি, নানকমাতা এবং বিলহরি এই কয়ট *ब्र११iग्न दिख्ख्। कानैशूज़ ७ मांमकमांउ बाउँौऊ श्रछ WII o [ ¢१७ ] . छब्राई পরগণায় কাহারও জমীতে মালিকানা স্বত্ব নাই। গবমেন্টই সমগ্র জমীর মালিক । এই জেলায় পশুচুরির মোকদমই অধিক। পূৰ্ব্বে মেবাতি, গুর্জর ও আইৗরগণ এই কার্য্যে অতিশয় লিপ্ত ছিল । তরাই জেলায় ৭টা পুলিশ ষ্টেশন ও অনেকগুলি বিদ্যালয় আছে। এস্থানের অনেক স্ত্রীলোক লিখিতে ও পড়িতে পারে । তরাই, দাৰ্জিলিঙ্গ জেলার একটা উপবিভাগ। ক্ষেত্রফল ২৭১ বর্গমাইল । ইহার অধীনে ৭৩৭ খানি গ্রাম এবং তাহাতে হিন্দু, মুসলমান, খৃষ্টান, বৌদ্ধ প্রভৃতির বাস আছে। এই উপবিভাগের প্রধান সহর শিলিগুড়ি। এই স্থানটা হিমালয়ের পাদদেশে অবস্থিত। শিলিগুড়িতে উত্তর বঙ্গষ্ট্রেট রেলওয়ে ও দার্জিলিঙ্গ হিমালয়-রেলওয়ে শেষ হইয়াছে। তরাই উপবিভাগে ৪৩ট চা-বাগান আছে । তরাই প্রদেশ বৃটিশ সাম্রাজ্যভুক্ত হইলে গবৰ্মেট এই প্রদেশের উত্তরাংশ দাঞ্জিলিঙ্গ ও দক্ষিণাংশ পূর্ণিয় কালেক্টরীভূক্ত করিতে ইচ্ছা করিলেন। কিন্তু দক্ষিণাঞ্চলবাসিগণ পুণিয়ার কালেক্টরের অধীন হইতে একান্ত অসন্তোষ প্রকাশ করায় সমগ্র তরাই দাঞ্জিলিঙ্গের এলাকাধীন কর। হইল। কিন্তু ইহার পূৰ্ব্বে পূর্ণিয়ার কালেক্টর তরাই এর নিম্নস্থানবাসী রাজবংশী ও মুসলমানদিগের সহিত তিন বৎসরের জন্ত জমির কর নিদ্ধারণ করিয়াছিলেন । পূৰ্ব্বে তরাই হইতে নিম্নলিখিত• প্রকারে রাজস্ব আদায় হইত ;---( ১ ) মেচ ও ধিমালদিগের নিকট হইতে দা-কর । ( ২ ) নিম্ন তরাই এর বাঙ্গালী অধিবাসিগণের নিকট জমির কর । (৩) তরাইএর নিকটবৰ্ত্তী বঙ্গদেশের ভূ-ভাগ হইতে আগত গৃহপালিত পশুর বিচরণ জন্ত পশুপালকদিগের নিকট শুষ্ক । (৪) বনে উৎপন্ন দ্রব্যের আয় । ( ) অধিকাৰি আয় । ( ৬ ) বাজার শুষ্ক । ( ৭ ) অর্থদণ্ড । ( ৮ ) গমিকদিগের উপর এক প্রকার কর । উক্ত প্রথম দুই প্রকার কর চৌধুরী গণ আদায় করিত। চৌধুরীগণ বাঙ্গালী কৰ্ম্মচারী এবং সকলেই জোতদার । ইছাদের ফৌজদারী ও দেওয়ানী বিচারের ক্ষমতা ছিল। এই চৌধুরীগণ নিজ অধিকার মধ্যে নিদ্ধারিত বেতন ও দস্তুরি পাইভ । ইংরাজ রাজ্যভুক্ত হইবারকালে এইরূপ আটজন চৌধুরী ছিল । তরাই প্রদেশে ৫৪৪টা জোত ছিল এবং প্রায় ১৯৫• ২ छैiरुः; ब्रांछन्न पन्नांनाँग्न रुहेंड ! eङि वtर्मद्र ८*८ष cछांङगांब्रগণ চৌধুরীদিগের নিকট হইতে তাহদের জোতের অধিকারস্বত্ব গ্রহণ করিত কিন্তু প্রক্কলুপক্ষে জোতদারদিগের একরূপ পুরুষানুক্রমিক স্বত্ব ছিল। >88