পাতা:বিশ্বকোষ সপ্তম খণ্ড.djvu/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

सङ्गांयर्धी नांटम ७क दिखैौf गtब्रांदब्र श्रांप्इ, ऐशंब्रहे जण मश्रtब्र জালন - [ ७२ ] छांटलङ्गह, उफ़िशाब अरुर्थन थाशैन ब्रांज । डांब्रांनाथ প্রণীত মগধরাজবংশাবলী-চরিতে ইনি উড়িষ্যার পরাক্রাত্ত রাজা বলিয়া উল্লিখিত হইয়াছেন । \ জালোর, রাজপুতানার অন্তর্গত যোধপুর বা মাড়বার রাজ্যের একটা প্রধান নগর । অক্ষা ২৫° ২২ উ:, দ্রাঘি ৭২° ৫৭ s**श्रृं। भाफ़दारबद्र भक्रङ्गभित्र नक्रिमथात्ख ७हे नशत्र অবস্থিত। প্রমারবংশীয় জনৈক রাজা খৃষ্টীয় প্রথম শতাব্দীতে এই নগর স্থাপন করেন । ইহার প্রাচীন নাম জলন্ধর দেশ । নগরের অধিকাংশ প্রস্তরনিৰ্ম্মিত এবং অক্ষুঃ অবস্থায় আছে। এখানে ঠঠেরাগণ র্কাসার ফুলকাটা নানাবিধ সুন্দর স্বন্দর পানপাত্র প্রস্তুত করে। জালোরের দুর্গ বহু প্রাচীনকাল হইতে মুদৃঢ় বলিয়া পরিচিত। এই দুর্গ নগরের নিকট প্রায় ১২০০ ফিটু উচ্চে, অবস্থিত। ইহার দৈর্ঘ্য ৮•• ফিটু, বিস্তার ৪•• ফিট্। দুর্গমধ্যে ২টা পুষ্করিণী আছে। জালোরি, পঞ্জাবের অন্তর্গত কাড়া জেলার একটা পৰ্ব্বত । এই পৰ্ব্বত হিমালয়ের একটী শাখা। দুইটী পথ এই পৰ্ব্বতের উপর দিয়া দিয়াছে, একটা ১৯৯৮ ফিট উচ্চ জালোরি গিরিবষ্ম দিয়া সিমলায় গিয়াছে, অপরটা ১৯৮৮০ ফিট্‌ উচ্চ, রামপুর অভিমুখে গিয়াছে { জালজাল (দেশজ) জালের স্তায় নিৰ্ম্মিত, জালবৎ। জালতি (দেশজ) মুখস, যাহাদ্বারা পশুদিগের মুখ বন্ধকরা যায়। जान्नेन, দাক্ষিণাত্যে হায়দরাবাদ অর্থাৎ নিজাম রাজ্যের অন্তর্গত আরঙ্গাবাদ জেলার একটা সহর ও সেনানিবাস। অক্ষা ১৯° ৫-৩০%উ:, দ্রাঘি' ৭৫° ৫৬% পুং । এই নগর আরঙ্গাবাদের ৩৮ মাইল পূৰ্ব্বে কুগুলিক নদীতীরে অবস্থিত । নগরের পূৰ্ব্বে হায়দরাবাদ-সৈন্তের এক দলের ছাউনি আছে। প্রবাদ, পুরাকালে সীতাদেবী এই স্থানে কিছুদিন বাস করিয়াছিলেন। তখন ইহার জানকীপুর নাম ছিল। প্রসিদ্ধ মুসলমান ইতিহাসলেখক আবুল-ফজল আকবরের রাজসভা হইতে নিৰ্ব্বাসিত হইয়া কিছুকাল এই নগরে বাস করেন ; তখন জালনা একজন মোগল সেনাপতির জায়গীর ছিল। ১৮•৩ খৃঃ অব্দে মহারাষ্ট্র যুদ্ধের সময় কর্ণেল ষ্টিভেন্সনচালিত সৈন্যদল এইখানে আডডা করেন। প্রস্তর নিৰ্ম্মিত সরাই, একটী মসজিদ, তিনটী হিন্দু দেবমন্দির এই কএকটা নগরের প্রধান অট্টালিকা। এখানকার বাণিজ্যের বিস্তর অবনতি হুইয়াছে। এখন স্বর্ণ ও রৌপ্যের জরি এবং বস্ত্র অল্প @खङ झछ । शtफुद्र उंख्ग्नष्ठांcशं दिष्ट्रउ ठेशांन त्रां८छ् । এখানকার ফল বহুপরিমাণে বোম্বাই, হায়দরাবাদ প্রভৃতি দুরদেশে প্রেরিত হয়। নগরের অৰ্দ্ধমাইল পশ্চিমে মতিতলাও المي जब्रवब्रांश् श्ब्र । जांन्नां★. ७ांकषङ्ग, छांकशांत्रण ७ झहेको र्जीि अप्टिक्क । জান্স (ত্রি) হালতি কিয়ােতি তিতিষ্ঠান বলছি বাহুলকাৎ মঃ। ১ নীচ ব্যক্তি, ইতরলোক, অবিবেচক, মুখ, জড়, ক্ৰয়, পামর ।

  • ক্ষণং বিশ্রাম্যতাং জাম্ম স্কন্ধন্তে যদি বাধতি । ন তথা বাধতে স্কন্ধং যথা বাধতি বাধতে ॥” ( উদ্ভট )

২ যাহারা গুরুর নিকট খট্টাদিতে আরোহণ করে। স্ক্রিয়াং ভীৰু। “নত্বেব জায়ীং কাপালীংবৃত্তিমেধিতুমৰ্হসি”(ভারত ১২১৩২অ) জালুক (ত্রি) জান্ম-স্বার্থে কন্‌। মিত্র, ব্রাহ্মণ ও গুরুদ্বেষী । “মিত্রব্রহ্মগুরুদ্বেষী জান্সকসুবিগর্হিত; ” (ভারত ৭।১৯৬অঃ) জাল্য (পুং ) জল-ণ্যৎ । ১ শিব। "মৎস্তে জলচরো জালোহ কলঃ কেলিকলঃ কলিঃ” (ভারত ১২২৮৬ অ: ) (ত্রি ) ২ জলে ধারণযোগ্য। * জীবজী, বোম্বাই প্রেসিডেন্সীর অন্তর্গত আহ্মদনগর জেলার একজন কোলি সর্দার। ইহার পিতার নাম হীরাজী। হীরাজীর মৃত্যুর পর জুনারস্থ পেশোবার কৰ্ম্মচারী জীবজীকে পৈতৃকপদে স্থাপন না করায়, জাবজী পেশোবার শাসন অগ্রাহ করিয়া বহুসংখ্যক লোকসংগ্রহপূর্বক লুণ্ঠন বৃত্তি অবলম্বন করেন। তখন জাবজীকে পৰ্ব্বত ছাড়িয়া পেশোবার সৈন্যদলে মিলিতে আদেশ করা হইল, কিন্তু জীবজী প্রতারণা ভাবিয়া খাদেশে পলায়ন করিলেন। রামজী সামন্ত নামে জুনারের জনৈক কৰ্ম্মচারী জাবজীর শক্ৰ ছিল। সে জাবজীকে ধরিয়া দিবার জন্ত কতক সৈন্ত চারিদিকে প্রেরণ করিল এবং নিজেও কতক সৈন্ত লইয়া তাহার অনুসন্ধান করিতে লাগিল । জাবজী হঠাৎ একদিন রামজী ও তাহার পুত্রকে বিনাশ করিয়া ফেলিল। পেশোবা ঘোষণা করিলেন, “যে জাবজীর মুও আনিতে পারিবে, সে উপযুক্ত পারিতোষিক পাইবে।” জাবজী রঘুনাথ রাওয়ের আশ্রয় লইয়া তাহাকে অনেক যুদ্ধে সাহায্য করিলেন। দাজীকোকাত নামে একজন কোলিসর্দার জীবজীকে ধরিবার জন্ত নানাফড় নবিস্ কর্তৃক প্রেরিত হইল। একদিন অরণ্যে দাজী ও জীবজীর সাক্ষাৎ হইল। দাজী জাবজীর বন্ধু বলিয়া পরিচয় দিল । পরে উভয়ে স্নান করিতে গেলে জাবজীর একজন লোক দাঙ্গীর বস্ত্রের পোটলায় নানা-ফড় নবিসের ঘোষণাপত্র cफ्नाथिग्न छोरुसँौटक रालिग्न णि ! cनहे ब्रांब्रिट्ठद्दे फ्रांसौँौ ७ তাহার তিন পুত্র বিনষ্ট হইল । ইয়ার পর জাবলীকে রিবার জন্ত বিশেষ চেষ্ট হইতে লাগিল। জাবজী লাগিকের