পাতা:বিশ্বকোষ সপ্তম খণ্ড.djvu/৬৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ז9זס नैठण श्रेष्ण दक् िउषाज्ञा ठेश गब्रिकिङ श्रेजी उष्ठं, चाश इहेट्ण शैज्रण अदा लंभाल्लद्दे फैशन्न अस्वर्गड किङ्गमश्ण बाण पनौङ्कङ श्हेब्र विलिब्रविन्क्रम्भ भ१िङ श्ब्र । बाब्रुङ श्ठ অধিক পরিমাণে বাষ্প থাকে, তত অল্প পরিমাণে শীতল হইলেই শিশির উৎপন্ন হয়। এতদ্দেশে গ্রীষ্মকালে দিবাভাগে বায়ুরাশি অত্যন্ত উত্তপ্ত হয়, কিন্তু রাত্রিতে সেরূপ শীতল হয় না, একারণ বায়ুস্থ বাষ্পও শিশিরক্ষপে পরিণত হয় না । যে সকল বস্তুর বিকিরণশক্তি সমধিক প্রবল, তাহার রাত্রিকালে সমধিক শীতল হয়, এ কারণ সেই সকল বস্তুর উপর সমধিক শিশির সঞ্চিত হয়। ধাতুদ্রব্য সকলের বিকিরণ-শক্তি নিতান্ত অল্প, এই নিমিত্ত তাহীদের উপর তাদৃশ শিশির সঞ্চিত হয় না, কিন্তু মৃত্তিকা, কাচ, বালুক, বৃক্ষপত্র, পশম প্রভৃতি দ্রব্য সমধিক বিকিরণশক্তিসম্পন্ন বলিয় তাহাদের উপর প্রচুর পরিমাণে শিশির সঞ্চিত হইয়া থাকে। তাপের উৎপত্তিস্থান। জড় দ্রব্য সকলের পরম্পর সংঘর্ষণে তাপ উৎপন্ন হয় । পুরাকালে জাৰ্য্যগণ অরণিদ্বয় ঘর্ষণ করিয়া অগ্নি উৎপাদন করিতেন। অসভ্য লোক সকল কাষ্ঠে কাষ্ঠে ঘর্ষণ করিয়া অগ্নি উৎপাদন করিয়া থাকে। ঘষিলে দেশলাই জলিয় উঠে । চকুমকির পাথর ও ইস্পাতের পরস্পর প্রতিঘাতেই ইস্পাতের রেণু সমুদয় অগ্নিময় হইয়া চতুর্দিকে বিক্ষিপ্ত হয়। বরফ যে এত শীতল, তথাচ ঘর্ষণ করিলে উষ্ণ হয়। সঙ্কোচন ।—যেরূপ তাপ অপগত হইলে বস্তু সকল সঙ্কুচিত হয়, তদ্রুপ সঙ্কুচিত হইলে তাপ সমুদ্ভূত হয়। আকু ঞ্চিত হইলে আয়তনের যেরূপ হ্রাস হয়, উষ্ণতার তদনুরূপ বৃদ্ধি হইয়া থাকে। . বারিঘটিত পেষণযন্ত্র দ্বারা কোন কঠিন বস্তুর উপর চাপ প্রয়োগ করিলে উহা আকুঞ্চিত ও উত্তপ্ত श्म्न ।' छण ७ टंङण नकू७ि श्हेप्ण खेरु श्ब्र । আঘাত।—আঘাত প্রাপ্ত হইলে জড় দ্রব্য সকল উষ্ণ হয়, ইহা সকলেই প্রত্যক্ষ করিয়াছেন। নাইয়ের উপর এক খণ্ড সীসক স্থাপিত করিয়া হাতুড়ি দিয়৷ তদুপরি আঘাত করিলে সীসকের পরমাণু সকল হাতুড়ির বেগ প্রাপ্ত হইয়া বিকম্পিত ও উত্তপ্ত হয়। বেগগামী বন্দুকের গুলি কোন কঠিন বস্তুর উপরে পতিত হইলে কখন কখন অগ্নি উৎপন্ন হয়। পর্তনশীল বস্তু ভূতলে পতিত হইলে তাহার পরিদৃপ্ত: মান গতির তিরোভাবে অপরিদৃপ্তমান আণবিক গতি বা তাঁপ সমুদ্ভূত হয়। পদার্থবিৎ পণ্ডিতের পরীক্ষাদ্বারা প্রমাণ করিয়াছেন যে ১ সের পরিমিত ভারী কোন জন্য ১৩৯২ ফিটু অথবা ১৩৯২ সের ভারীন্দ্রব্য ১ ফিটু উচ্চ হইত্তে পতিত্ব হইলে যে বেগ প্রাপ্ত হয়, তাহার তিরোভাবে এত তাপ জন্মে যে [ ve • ] তাপ छन्प्लांब्रां ॐ cणब्र अtणब्र फेकठां *ठांशक्षिक पठांशमाप्नब्र १ जश्न इकि कब्र वाहेष्ठ नांदग्न । ८. * রাসায়নিক সংযোগ —‘কাঠাদি হইতে যে ਬਿ ઉrtશું হওয়া যায়, তদগত দয়ার্থের गहिङ बांबूझ अझछांtनब्र রাসায়নিক সংযোগই তাহার কারণ। দীপাদি হইতে যে जाएगारु निर्णउ श्छ,५७शं७ ६डणानिब्र अनाब्र ७ अजनtरुद्र गश्ङि बांधूह श्रव्रजांtनग्न ब्रांगांग्रनिक ग१८षां* निरुझन ठे९*ग्न হইয়া থাকে। আমরা যে অগ্নিশিখা দেখিতে পাই, তাহ অত্যুষ্ণ বাষ্প মাত্র। বাষ্প বা বায়বীর দ্রব্য সমধিক উত্তপ্ত হইলেই অগ্নিশিখারূপে अडीवृमान झग्न ! তড়িৎ —তড়িৎ হইতেও তাপ উৎপন্ন হয় । বজাগ্নিও এই তাড়িতাগ্নির রূপান্তর মাত্র । [ তাড়িত দেখ। ] জীবদেহ —জীবশরীর তাপের অার একটা উৎপত্তিস্থান। আমাদের শরীরের উষ্ণতা চতুঃপার্শ্বস্তু বায়ুর সমান नप्रु । कि श्राब्रदानीब्र बालूकागब्र भक्रङ्कबि, कि श्थिा4दপরিধৌত স্বমেরু সন্নিহিত প্রান্তর সকল স্থানেই মনুষ্যশরীরের উষ্ণতা ফারেণহীটের ৯৮ অংশ। ভূগর্ভ।—আগ্নেয়গিরির অগ্ন গম ও উৎস জলের উষ্ণতা দেখিয়া বোধ হয়, পুথিবীর অভ্যস্তর ভাগ অগ্নিময় পদার্থে পরিপূর্ণ। হুর্য্যের উত্তাপে উপরিস্থ দুই তিন ফিটু মাত্র মৃত্তিক রাত্রি অপেক্ষা দিবাভাগে সমধিক উত্তপ্ত হয়। কিন্তু শীতকালের তুলনায় গ্রীষ্মকালে তদপেক্ষ অধিক দূর নিম্ন পর্য্যস্ত অপেক্ষাকৃত উষ্ণ বলিয়া বোধ হয় । যাহা হউক ৬•, ৭•, কি ১•• ফিট অপেক্ষ অধিক নিম্নে সৌরতেজের প্রভাব অনুভূত হয় না। ফরাসীদেশের রাজধানী পারি-নগরীর মানমন্দিরের ৫৯ ফিটু নিয়ে একটা তাপমানযন্ত্র নিহিত আছে। শীত গ্রীষ্ম দিবারাত্র কিছুতেই তাহার অন্তর্গত পারদের হ্রাস বৃদ্ধি হইতে দেখা যায় নাই। ভূপৃষ্ঠস্থ সকল স্থানেরই কিয়ার নিয়ে এমন একটী স্থান আছে, যেখানে দিবারাত্রি, শীত, গ্রীষ্ম, কিছুতেই উষ্ণতার তারতম্য হয় না। ঐ স্থলটীয় উৰ্দ্ধ ও অধোভাগে যথাক্রমে সৌরপার্থিব তেজের প্রাদুর্ভাব দেখিতে পাওয়া যায়। উহাকে চিরসমোঞ্চস্থল বলা যায়। এই চিরসমোঞ্চস্থলের উষ্ণতা সৰ্ব্বত্র সমান নছে। মানচিত্রে সমোঞ্চরেখা দ্বারা cष छैरुaठी विख्ळांशिष्ठ इग्न, डांशंग्न निग्नश् छिद्रनाभांशः इtण७ সেই উষ্ণতা দেখিতে পাওয়া যায়। ঐচিরসমোঞ্চস্থল হইতে যত নিয়ে যাওয়া যায়। ততই গড়পড়ত। প্রতি ৬• ফিটে ১• ফারেণইট করিয়া উষ্ণতার বৃদ্ধি দেখিতে পাওয়া যায়। ইহাতেই ৰোধ হয়, ভূপৃষ্ঠ হইতে কএক ক্রোশ নিয়ে তাপের এত প্রাচুর্তাৰ cरु उषा नौड श्रेष्ण प्रगोरु७ जरैष्ट्रङ श्रेष्ठ गारब ।