পাতা:বিশ্বকোষ সপ্তম খণ্ড.djvu/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জাহাঙ্গীর করেন ; পরে অহিফেন সেবন করেন। সকলে প্রস্থান করিলে ২ ঘণ্ট নিদ্রা যান। ২ ঘণ্টা পরে তাছাকে ঘুম হইতে উঠাইয়া সম্ভ খাওয়াইয়া দিতে হয় ; অবশিষ্ট রাত ঘুমাইরা কাটান ।” রো আরও বলেন, যে যখন তিনি প্রথম আইলেন, তখন রাজকাৰ্য্যের প্রতি বিভাগেই যথেচ্ছাচার ও বিশৃঙ্খলা । সুরাটে আসিয়া দেখিলেন, তথাকার শাসনকর্তা বণিকদিগের পণ্যদ্রব্য কাড়িয়া লইতেছেন এবং অতি সামান্ত মূল্যে র্তাহার নিকট তাহাদের সমস্ত জিনিষ ৰিক্রয় করিতে বাধ্য করিতেছেন । রাজ্যের অভ্যন্তরে সর্বত্রই ধ্বংসের চিহ্ন বর্তমান । কিন্তু তিনি জাহাঙ্গীরের দরৰার দেখিয়া অতিশয় বিস্মিত হইয়াছিলেন। জাহাঙ্গীর সার টমাস রোর সহিত অতি অমায়িক ব্যবহার করিতেন । প্রায় সৰ্ব্বদাই সম্রাট তাঁহাকে সঙ্গে রাখিতেন । ১৬১৩ খৃঃ অঙ্গে ৬ই ফেব্রুয়ারি ইংরাজদিগের সহিত যে সন্ধি হয়, সার টমাস রো আসিয়া তাহাই দৃঢ়তর করিয়া যান। এই সন্ধি বেষ্টের সহিত হয় এবং ইহার নিয়মানুসারেই ইংরাজদিগকে শতকরা ৩০ টাকার অধিক আমদানী শুল্ক দিতে হইবে না, এইরূপ স্থিরীকৃত হয় । সম্রাট চিতোর জয় করিবার জন্ত ১৬১০ খৃঃ অব্দে যে সৈন্ত প্রেরণ করেন, তাহারা অকৃতকাৰ্য্য হইলে ক্রুদ্ধ হইয় সৈন্তসংগ্ৰহ করিতে লাগিলেন এবং ১৬১৩ খৃঃ অব্দের শেষভাগে নিজ পুত্র খুরমের ( পরে শাহজহান ) অধীনে একদল বৃহতী সেনা প্রেরণ করিলেন। জাহাঙ্গীর বার বার রাণ অমরসিংহ কর্তৃক পরাজিত হইয়া ১৬১৩ খৃঃ অন্ধে প্রতিজ্ঞ করিলেন যে, আজমীড়ে পৌঁছিয়াই তাছার বিজয়ী পুত্র খুরমকে রাণার বিরুদ্ধে প্রেরণ করিবেন ও কাৰ্য্যেও তাছাই হইল। রাণী নিঃসহায়, হিন্দু স্থানের কি হিন্দু কি মুসলমান সকলেই সম্রাটের পদরজঃপ্রার্থী। একমাত্র শিশোদীয়কুল জাতীয় গৌরবে উন্নতমস্তক। কতকাল ইহারা মহাবল পরাক্রান্ত দিল্লীশ্বরের সহিত যুদ্ধ করিতে পারেন। অবিরাম মুসলমানদিগের সহিত যুদ্ধ করিয়া ইহার ক্রমেই হীনবল হইতেছেন, ইহাদের সৈন্তসংখ্যা ক্রমেই কমিতেছে। ওদিকে দিল্লীর সম্রাট বার বার পরাস্ত হইয়া অগণ্য সৈন্ত সমভিব্যাহারে কুমার খুরমকে মেবার-গৌরব ধ্বংস করিবার জন্য প্রেরণ করিলেন। রাণী অমরসিংহ তাদৃশ কষ্টসহিষ্ণু ছিলেন না, যাহা হউক অতুল বীর প্রতাপসিংহের বংশধর বলিয়াই এতকাল দিল্লীর সম্রাটের সহিত যুদ্ধ করিতে সমর্থ হইয়াছিলেন। এবার আর পরিলেন न । ४७०8 भूः श्रदृश ब्राँभी अभब्रनिश् छांशत्रौदद्रब्र অধীনতু স্বীকার করিয়া খুরমের নিকট পৃপকর্ণ ও হরিদাস [ १s ] জাহাঙ্গীর ঝালাকে প্রেরণ করিলেন। জাহাঙ্গার খুরমের নিকট হইতে রাণার অধীনতা স্বীকারের সংবাদ পাইয়া রাণীকে अङग्न প্রদান করিয়া লিখিয়া পাঠাইলেন । তাহাকে দিল্লীর অধীন, নরপতি মধ্যে গণ্য করিয়া তাহাকে রাজ্যে অভিষিক্ত করা হইল। রাণ র্তাহার পুত্র কর্ণকে খুরমের সহিত সম্রাটের নিকট পাঠাইয়া দিলেন। সম্রাটু তাহাকে পাচ হাজারী মনসবদারী প্রদান করিলেন। ५७४४ १ः श्रष्क ७कनिन नअप्रै भूत्वtभद्र महिउ ७कख মদ্যপান করিলেন। খুরম্ন পূৰ্ব্বে মদ খাইতেন না ; জাহাদীরের অনুরোধে তাহাকে এই প্রথম মদ্যপান করিতে হইল । উক্ত বৎসর মালিক অম্বরের সহিত র্তাহার কএকজন পারিষদের মনোমালিন্ত হওয়ায় তাহারা আসিয়া সম্রাটের অধীনতা স্বীকার করিল। প্রত্যাগমনকালে মালিক অস্বরের এক দল সৈন্তের সহিত তাহাদিগের যুদ্ধ হয়, মালিক অম্বরের সৈন্তগণ পরাজিত হই। পলায়ন করে । কিছুদিন পরে মালিক অম্বর অগ্রসর হইয়া সম্রাটের সৈন্ত আক্রমণ করিলে উভয় দ্বলে যুদ্ধ হয়। যুদ্ধে সম্রাটুপক্ষ জয়লাভ করিল। জাহাঙ্গীরের রাজত্বের দশম বর্ষে পঞ্জাবে একটী মহামারী উপস্থিত হয় ; ইহাতে অনেক লোকের প্রাণবিয়োগ হইয়াছিল। এই সময়ে নামল প্রভৃতি ৭জন দম্য কোতোয়ালির অর্থ অপহরণ করে। ইহারা ধৃত হইলে কঠিন শাস্তি প্রদান করা হইল । ১৬১৬ খৃঃ অব্দে কুমার খুরমকে ১০০ • • অশ্বারোহী সৈন্তের অধিপতি এবং তাহকে শাহজহান অর্থাৎ পৃথিবীর রাজা উপাধি প্রদান করিয়া সম্রাটের উত্তরাধিকারী বলিয়া মনোনীত করা হইল। এবার জাহাঙ্গীর শাহজহানকে সেনাপতি করিা মালিক অম্বরকে উপযুক্ত শাস্তি প্রদান করিবার নিমিত্ত দাক্ষিণাত্যে প্রেরণ করিলেন। সম্রাট মাণ্ডু পৰ্য্যন্ত র্তাহার সহিত গিয়াছিলেন। মালিক অম্বর পরাজিত হইয়া আহ্মদনগর পরিত্যাগ করিয়া পলায়ন করিলেন। বিজয়পুরের ইব্রাহিম আদিলশাহ দিল্লীর অধীনতা স্বীকার করিলেন। শাহজহানের পরাক্রমে দাক্ষিণাত্যে মোগল প্রভূত্ব স্থায়ী হইল। তিনি প্রত্যাগমন করিলে সম্রাটু সন্তুষ্ট হইয়া তাহাকে সম্রাটের সিংহাসনের পাখে ভিন্ন আসনে বসিবার অধিকার প্রদান করিলেন এবং তাহার অধীনে ২• • • • অশ্বারোহী সৈন্ত রাখিবার ক্ষমতা দিলেন । এই সময়ে জাহাঙ্গীর প্রচলিত স্বর্ণ-মুদ্রার ২৯গুণ ভারী স্বর্ণ ও রৌপ্যের তঙ্ক প্রস্তুত করিতে আদেশ প্রদান করেন। এই মুদ্রা ইনিই প্রথম প্রচলিত করিলেন বলিয়া জাহাঙ্গীরउह नाएष शांउ शंदेण। जैफ़िशांद्र भागनक्é भूब्राजिमर्थाब्र