পাতা:বিশ্বকোষ সপ্তম খণ্ড.djvu/৮৮

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে ঝাঁপ দিন অনুসন্ধানে ঝাঁপ দিন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।


छिनर्भब्र ইপালগোপালকথা প্রভৃতি গ্রন্থ রচনা করেন। এ ছাড়া ১৪৯৭ সম্বতে ইনি স্বরচিত নমস্কারস্তবের টীকা লিখিয়া যান। जिमङ्कञ्चल, कचन द्नेछन 4इकोब्र । छिमदल्लज्र, 'बिनक्ख् ७ জিনচন্ত্রের বংশে খরতরগচ্ছে ১৩৩৭ সস্বতে জন্ম গ্রহণ এবং ১৩৮৯ সম্বতে প্রাণত্যাগ করেন। ইনি তরুণপ্রজ্ঞকে জাচার্য্যপদ প্রদান করেন। চৈত্যবন্দনকুলবৃত্তি নামে ইহার রচিত একখানি গ্রন্থ আছে। জিনগর (পাৱলী) দিন নিৰ্ম্মাতা। বোৱাই প্রেসিডেন্সীর অন্তর্গত পুণ, বেলগা, বিজাপুর প্রভৃতি জেলার জাতিবিশেষ । জিন অর্থাৎ অশ্বের পালান প্রস্তুত করে বলিয়া পারসী ভাষায় ইহাদের নাম জিনগর হইয়াছে। দেশীয় ভাষায় ইহাদের নাম চিত্রকর । ইহারা আপনাদিকে আর্য্য ও সোমবংশীয় ক্ষত্রিয় বলিরা পরিচয় দেয়। জিনগরেরা বলে, ব্ৰহ্মাওপুরাণে তাহাদিগের উৎপত্তির বিষয় এইরূপ লিখিত আছে—পুরাকালে একদা দেব ও ঋষিগণ বৃহদারণ্যে এক যজ্ঞ আরম্ভ করিলেন, বৃত্ৰাস্বরের পৌত্র দুৰ্দ্ধষ জমুমণ্ডল নামে এক দানব ব্ৰহ্মার নিকট অমরত্ব ও অজেয়ত্ব বর প্রাপ্ত হইয়া যজ্ঞ পও করিবার নিমিত্ত ঐ স্থানে উপস্থিত হইল। দেব ও ঋষিগণ ভয়ে মহাদেবের স্মরণ লইলেন । দানবের এই অত্যাচার দেখিয়া ক্রোধে মহাদেবের ললাট হইতে একবিন্দু ঘৰ্ম্ম তাহার মুখবিবরে পতিত হইল। ঐ ঘৰ্ম্মবিন্দু হইতে মৌক্তিক বা মুক্তাদেব নামে এক বীর জন্মিল। মুক্তাদেব জমুমণ্ডলকে যুদ্ধে পরাজয় করিয়া দেব ঋষিগণকে অভয়দান করিলে তাহারা প্রীত হইয় তাহাকে ঐ স্থানে রাজ্য প্রদান করিলেন । মুক্তাদেব দুৰ্ব্বাসার কষ্ঠ প্রভাবতীর পাণিগ্রহণ করিলেন। প্রভাবতীর গর্ভে মুক্তদেবের ৮•ট পুত্র জন্মিল। তাহারা বয়ঃপ্রাপ্ত হইলে মুক্তাদেব তাহাদিগকে রাজ্যভার প্রদান করিয়া সপত্নীক বানপ্রস্থ অবলম্বন করিলেন । কিন্তু পুত্ৰগণ গৌরব-মদে মত্ত হইয়া একদিন লোমহর্ষণ ঋষির অবমাননা করিল। ঋষি ক্রোধে অভিসম্পাত করিলেন, “যেমন তোর রাজ্যমদে মত্ত হইয়া ব্রাহ্মণের অবমাননা করিলি, সেই অপরাধে রাজ্যভ্রষ্ট ও বেদবিধিরস্থিত হইয়া মহাকষ্টে কালাতিপাত করিতে থাকিবি।” মুক্তাদেৰ পুত্ৰগণের উপর এই দারুণ ব্ৰহ্মশাপ শ্রবণ করিয়া অতিশয় দুঃখিত হইয়া শিবকে সমস্ত জানাইলেন। শিব কহিলেন, ব্ৰহ্ম শাপ অব্যর্থ। তবে আমি বলিতেছি, তোমার পুত্ৰগণ গোপনে বেদবিধির অনুষ্ঠান করিবে এবং ‘আর্য্যক্ষত্রি’ উপাধি পরিত্যাগ করিয়া চিত্রকর,স্বর্ণকায়, শিল্পকার, পটকার (তত্ত্ববায়), রেসম-কর বা পাটবেকার, লোহার, मृखिकांकब्र ७ थांडूभूखिकांकब्र 4हे भां नांटम अठिश्ठि श्रेष्ठ ७द१भै वृखि अवगषन कब्रिघ्नां जैौदिक निक्षींश् कब्रिाद। [ ونسا ] छिनमंङ्ग हेशप्नद्र भाषा ८बगै बिज्राण माहे । गफ्रणब्र गाथाहे । পরস্পর জামান গ্রানাদি সম্পন্ন হয়। চান, ৰেলে, আজব, মলোদকার, কালী, নৰগীর, পোবার প্রভৃতি ইহাদিগের eषांन यषांन फेशांषि । श्रानौब्रन, छांब्रषांज, cशोउभ, क५, কৌণ্ডিষ্ঠ, বশিষ্ঠ প্রভৃতি ইহাদের আটটা গোত্র। পুরুষগণ शशङि ७ शांमवर्ष। शौरगांकश्र१ कृशांत्री, cशोब्रवभी ७ বেশ সুন্দরী । পুরুষগণ মন্তকে শিখাধারণ করে এবং সপ্তাহে একবার করিয়া মস্তক মুগুন ও ললাটে চক্ষন লেপন করে। স্ত্রীলোকের কপালে সিন্মুর দেয় এবং মস্তকের পশ্চাতে একটা খোপা বন্ধন করে। কুলাঙ্গনাগণ পরচুল বা পুষ্পাদি দ্বারা মস্তক শোভিত করে না, বলে যে, ঐ সমস্ত বারবিলাসিনী বা নর্তকীদিগেরই উপযুক্ত । ইহাদিগের ভাষা মরাঠী, তবে কণাড়ী ভাষাতেও কথাবার্তা কহিয়া থাকে। ইহারা পরিশ্রমী, বুদ্ধিমান, সুদক্ষ, স্বাবলম্বী, শান্তপ্রকৃতি, আতিথেয় ও শিষ্ট । পেশবাগণ শিল্পকার্য্যের পুরস্কার স্বরূপ ইহাদের অনেককে গৃহ ও ভূমিদান করিয়া গিয়াছেন। জিন্‌, ঘোড়ার অপরাপর সাজ প্রভৃতি তৈয়ার করাই ইহাদিগের পৈত্রিক উপজীবিকা। এখন অনেকেই সুত্ৰধার, স্বর্ণকার, লৌহকার, চিত্রকর প্রভৃতির কৰ্ম্ম করিয়া থাকে। অনেকে পুস্তক বাধে ও খেলনা প্রস্তুত করে। কেহ কেহ ঘড়ি মেরামত প্রভৃতিও করিয়া থাকে। ইহার গৃহে গোমহিষ অশ্বাদি পালন করে । ছাগমেষাদির মাংস খাইতে ইহাদের আপত্তি নাই, গোপনে দেশীমদ্যও পান করে। জিনগরগণ দাক্ষিণাত্যের ব্রাহ্মণদিগের ন্যায় ধুতি, চাদর, কোর্জ, পাগড়ী ও জুতা ইত্যাদি পরিচ্ছদ ধারণ করে। পুরুষগণ দোকানে নিজ নিজ কৰ্ম্ম করে। স্ত্রীলোকের গৃহ- , কাৰ্য্য করিয়া কখন কখন পুরুষদিগকে সাহায্য করিয়া থাকে। বালকেরা ১১।১২ বৎসর বয়স হইতে পিতার কার্য্যে নিযুক্ত হয় এবং ১৭১৮ বর্ষের সময় পাকা কারিগর হইয়া উঠে । ইহারা বৈষ্ণব-ধৰ্ম্মাবলম্বী, কিন্তু গৃহে গণপতি, বিঠোবা, ভবানী প্রভৃতির মূৰ্ত্তিও রাখিয়া থাকে। ব্রাহ্মণ পুরোহিত ইহাদের যাজকতা করে। ক্রিয়াকলাপ ও ব্রত উপাসনাদি হিন্দুমতেই সম্পন্ন হয়। সস্তানাদি জন্মিলে ষষ্ঠীপূজা হইয়া থাকে। বালকের ১১ মাস হইতে ৩ বৎসর বয়সের মধ্যে চুড়াকরণ এবং ৫ম, ৭ম বা ৯ম বর্ষে উপনয়নক্রিয় সম্পন্ন হয়। ইহার ৩০ বর্ষ পর্য্যস্ত পুত্রকে অবিবাহিত রাখিতে পারে, কিন্তু ১২ বৎসরের পূর্বেই কন্যার বিবাহ দেয়। এই জাতি শবমাহ করে। অগ্নিসৎকারের সময় তণ্ডুলের ভোজ্য উৎসর্গ করিতে হয়। সামাজিক কোন বিষয় মীমাংস ৷