পাতা:বিশ্বমানবের লক্ষ্মীলাভ.djvu/১৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম পাল৷ চতুৰ্বর্গের ফল-বিচার ফলেন পরিচয়তে ফল দিয়ে শুধু গাছের নয়, বীজ থেকে আরম্ভ করে, মাটির, মালীর, মালিকের,—সকলেরই কিছু না কিছু পরিচয় পাওয়া যায়। সেইজষ্ঠে যত্ন করা হয়ে থাকলেও কোনো একটা উদ্দেশু সিদ্ধ না হলে প্রবচদের দোহাই দিয়ে “তবে দোষ কী ?” বলে বসে থাকলে হয় না। বরং প্রবচনটার মানে একটু ঘুরিয়ে নিয়ে, দোষটা কোথায়, মাঝের নানান ধাপের মধ্যে গলতিটা ঠিক কোনখানে ঘটেছিল, খুজে বার করার মজুরি পোষায় । বিজ্ঞানীদের সেই ত্ৰীন ৰুরবি* মন্ত্রই এ যুগের উপযোগী— try try try again ফলের বিষয়ে ভাবার আরো কথা আছে। একই ফল ফলাতে অনেক উপকরণ লাগে, আবার একই আয়োজনে রকম-বেরকমের ফল পাওয়া যায়,—বিশেষত যদি সমীকরণ যজ্ঞের মতো জটিল আয়োজন চলতে থাকে। তার মধ্যে কোন ফলটা ধরে গুণাগুণ যাচাই হবে, সেট যাচনদারের নিজের ধাতের উপর অনেকটা নির্ভর করে । যুরোপের এখন লড়াকে মেজাজ , USSR-এর ফৌজ, যুদ্ধ জাহাজ, এরোপ্লেন,—এ সবের চেকনীই দেখলে যুরোপীয় বিচারক খুশি না হোক, তার ভক্তি আসে। মার্কিন দেশে বস্তু বোঝে ; USSR-এর কারখানার অশেষ মাল, খনির অফুরন্ত তেল, ক্ষেত্রের বাড়স্ত ফসল, এ সবের রটনা ১ aোতাকে সাবধান করে দিতে হয় ; সংস্কৃভশান্ত্র মন্থন করলে এ নামের মন্ত্র মিলৰে 족1 || 'wరిy