পাতা:বিশ্বমানবের লক্ষ্মীলাভ.djvu/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাটির কথা USSR ঠিকই বুঝেছেন। যা কিছু যোগাড় আছে, বা হতে পারে, সে সবের হিসেব ক'রে দরদ দিয়ে পরিবেশন করাই আসল উপায়। সেজন্যে USSR দলে দলে বিশেষজ্ঞ কাজে লাগিয়ে দিয়েছেন। কেহ দেখছেন মাটির উপরের ব্যবস্থা,—চলতি ফসল পুরো ফলানে, অন্ত ভালো ফসল আনানো, কেহ খুজছেন প্রকৃতির গচ্ছিত ধন মাটির তল। থেকে কোথায় তোলা যায় ; কেহ আলমানের জল নামিয়ে আনবার ফন্দি আঁটছেন, কেহ জমিনে জল চারিয়ে দেবার ফিকির ঠাওরাচ্ছেন ঃ কেহ বা স্বর্যের তেজ, আগুনের তাপ খাটিয়ে শক্তি সঞ্চয়ের মতলব ফাদছেন ; দিন নেই, রাত নেই, অtপনা-ভুলে তারা জনগণের হিতচিন্তায় লেগে আছেন,— এর-ওর-তার টাকা লাভের আশায় নয়, সমবেত সমাজের কল্যাণকল্পে এ সাধন । একেই বলা যায় যোগ। শুধু বিশেষজ্ঞের কেন, সংঘের সকলেরই চিত্তের ভাবনা, হৃদয়ের বেগ যেন রাশ টেনে ঘুরিয়ে দেওয়া হয়েছে, যাতে নিজের চারদিকে ক্রমান্বয় চক্কর না খেয়ে সমাজের সমুদ্ধিতে তারা নিজের বৃদ্ধি বোঝে, সে উদ্দেশ্যে নিজেকে উৎসর্গ করার উৎসাহ পায়, সকলের ভাবী-উন্নতির জন্তে প্রফুল্ল মনে নিজের বর্তমান কষ্ট স্বীকার করতে পারে । তাতেই ভরসা হয়, হাজার বৎসরের দাপাদাপিতে যা হয়নি, এদের পাচ-পাচ-বছরের মুসন্ধদ্ধ চেষ্টায় তা হয়ে উঠবে— মরুকে এরা মাটি করে ছাড়বেন। ৩১