পাতা:বিশ্বমানবের লক্ষ্মীলাভ.djvu/৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মনপ্রাণের উৎকর্ষ বীজের চারা বেরল, সেগুলিকে কিছু উত্তর দেশের কিছু দক্ষিণ দেশের মাঠে রোপণ করে বাইরের সংসারে বীর করে দেওয়া হল । ডান হাত বরফ জলে, বা হাত গরম জলে ডুবিয়ে রেখে দুই হাত সমান জলে দিলে সে জল ডান হাতে গরম, বা হাতে ঠাণ্ডা লাগবে,— তার মানে জীবের বোধশক্তি তাপমান যন্ত্রের মতে কাজ করে না । উত্তর দেশের বসন্তের গোড়ায় রোদের তাপ প্রায় না থাকলেও, বরফীশীতে পালন-করা গমের চারা সেইটুকুই পর্যাপ্ত বলে মাথায় করে নিল, তাতেই তাড়াতাডি বেড়ে ওঠায় বেশি-শীত পড়ার আগেই শীষ ধরে পেকে গেল। বরফ পড়লে কী হবে না হবে সে সমস্ত মিটে গেল, লম্বা রাতের ভাবনাও আর ভাবতে হল না । দক্ষিণেও শীতের সময় জলের অভাব হয়, সেই গুখে পড়ার আগেই সেখানকার গম কাটা সারা । ঠিক ওষুধ পড়লে সে সব দিক দেখে নেয়। মামুষের বেলায়ও কি তাই হয় না । যে ছেলে কষ্ট সয়ে মানুষ হয়েছে, সে বড়ো হয়ে অল্পে সন্তুষ্ট থাকে, মজবুত শরীর-মন নিয়ে সংসারে তেড়েফুড়ে ওঠে, পাচ ইন্দ্রিয়ের দান নিয়ে বেশ আনন্দে থাকতে পারে, বিলাসের খরচ যোগাবার জন্তে শরীর পাত করে তাঁকে অকালে বুড়িয়ে যেতে হয় না । তবুও একটা কথা বাকি রইল। দরকারী অভ্যেস কচি বয়সে করাবার কথা বলা হয়েছে। তার চেয়ে বেশি ফল হয় যদি আরো আগে ছাত্রকে ধরতে পারা যায়। বুদ্ধিতে বৃত্তিতে সুশিক্ষিত কনেকে যদি ১ বিচার করে কাজ করার অভ্যাস হলে বুদ্ধিকে স্বশিক্ষিত বলা যেতে পারে ; আর बुखिरक शनिक्रिड वणां यांग्न पनि नव त्रवहाग्न ब्रन छैॉनtङ गोcब्र, वि८°षड बौब्र থেকে ক্ষীর তোলার মতো সুখদুঃখ মেশানো সংসার থেকে মুখটা ছেকে আদায় काङ्ग निएड witब्रट्ठा । تیمه