পাতা:বিশ্বমানবের লক্ষ্মীলাভ.djvu/৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মনপ্রাণের উৎকর্ষ র্তাভের সরঞ্জাম মোটে একপ্রস্থ। নতুন গ্রামে ফুলপেড়ে শাড়ি কজনেই ব। কিনতে পারবে, মোট ধুতির বেশি কাটতির আশা দেখে দুজনে মিলে ঐ কাজেই লেগে গেল। তবুও খ-গ্রামের সে তাতি থাকায়, গ-গ্রামে ফুলপাড় বোনার বিদ্যেটা চাপা থাকলেও মারা পড়ল না। যা হোক, দ্বিতীয় ফল এই দেখা যাবে যে, গ-গ্রামে মোটা ধুতির কারবার জেকে উঠল। তৃতীয় ফল প্রকাশ পেতে পারে যখন ঙ-গ্রাম পত্তনের বেলা গ-ঘ-গ্রামের উপর কারিগর জোগাবার ভার পড়বে। ঘগ্রামের তাতি হয়তে গামছা ছাড়া কিছুই বুনতে পারে না, অথচ বাছাইয়ের গোলমালে সে নতুন গ্রামে গেলই না, সেখানে পৌছল এক ফুলপাড়-বোনা তাতি। তাতে ঙ-গ্রাম হঠাৎ হয়ে উঠবে ফুলপেড়ে শাড়ির মোকাম। সাধারণ লোকে তাজ্জব হয়ে বলাবলি করতে পারে—“মোট ধুতি গ্রামের আর গামছা-বোন গ্রামের কারিগররা বলল ঙ-গ্রামে,—সেখানে ফুলপাড় তৈরির বিদ্যেটা এল কোথেকে ?” গ্রামপত্তনের ইতিহাস যে গোড়া-থেকে জানে সেই এ রহস্ত ভেদ করে দিতে পারবে । এমনও হতে পারত যে ঙ-গ্রামে গ-ঘ গ্রাম থেকে দুরকমেরই তাতি পৌছল। সে অবস্থায় গামছায় খাটুনি কম কাটতি বেশি–বিজ্ঞানের ভাষায় এ গুণ ডমিষ্ঠাণ্ট (dominant) হওয়ায় ফুলপাড়ের বিস্তেটা আবার চাপা পড়ল—বিজ্ঞানের ভাষায় রিসেসিভ (recessive) হল কিন্তু তবুও মরল না। তাহলে হয়তো এ রকম ভাবে চাপা পড়তে পড়তে চ ছ জ-ঝ-গ্রাম পেরিয়ে এ-গ্রাম পত্তনের সময় 'ফুলপাড়বোনা তাতি নিজের বিদ্যে জাহির করার জুবিধে পেল। ততদিন পর b*8