পাতা:বিষবৃক্ষ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ֆ(ինք বিষবৃক্ষ পৃ. ১০৮, পংক্তি ১১, “ইতি" কথাটির পর “আশীৰ্ব্বাদ ছিল। পৃ. ১০৯, পংক্তি ১৭-১৮, “অনন্তপ্রাসাদশ্রেণী” স্থলে “অনন্তশ্রেণী” ছিল। ১৯, “মুছিলেন” কথাটির স্থলে “মুদিলেন” ছিল। ২৫, “মনে মনে বড় হাসিয়াছিল” কথাগুলির স্থলে ছিল “মনে২ বড় হাসি হাসিয়াছিল”। পৃ. ১১০, পংক্তি ২১, “এরূপ প্রণয়ীর” স্থলে “এরূপ প্রকৃত প্রণয়ীর” ছিল । পৃ. ১১৩, পংক্তি ২২, “ভালবাসিতে চাহে ?” কথা কয়টির স্থলে ছিল— সে আপনার হৃৎপিণ্ড ছিন্ন করিয়া দগ্ধ করুক। কেন, বিধাতঃ ! এ সংসার মুখের কর নাই ? তুমি ইচ্ছাময় ; ইচ্ছা করিলে মুখের সংসার স্বজিতে পারিতে। সংসারে এত দুঃখ কেন ? পৃ. ১১৪, পংক্তি ৮, “নগেন্দ্রের আজ সব ফুরাইল” কথা কয়টির স্থলে “নগেন্দ্রের আজ আশা ফুরাইল" ছিল। - পৃ. ১১৫, পংক্তি ১, “প্রতিবিম্বিত হইলে” স্থলে “প্রতিবিম্বিত হইয়া” ছিল। পৃ. ১১৬, পংক্তি ৮, “অতিবাহিত করিকেন” স্থলে “অতিবাহিত করিলেন” ছিল। ৯, “এ জীবন” স্থলে “ইহ জীবন” ছিল। ২১,"চক্ষু হস্তুে আবৃত" স্থলে “চক্ষে হস্তাবরণ" ছিল । পৃ. ১১৭, পংক্তি ১৬, “সংবাদ” কথাটির স্থলে “সন্ধান” ছিল । পৃ. ১১৯, পংক্তি ৯, “অপেক্ষাকৃত আরোগ্য লাভের" স্থলে “প্রায়ারোগ্যলাভের”ছিল। পৃ. ১২০, পংক্তি ২৮, “কি প্রতিজ্ঞ করিয়া” কথা কয়টির স্থলে ছিল— প্রতিজ্ঞা করিলেন, কোন রূপে তাহার সন্ধান করিয়া প্রত্নাকার করবেন। পৃ. ১২২, পংক্তি ১৪, “দেখা সাক্ষাতের শেষ দিনে” স্থলে “শেষ সাক্ষাৎ দিবসে,” झेिल । পৃ. ১২২, পংক্তি ২০, “মস্তক স্থির হইল” স্থলে “মস্তক ঘূর্ণন স্থির হইল” ছিল। পৃ. ১২২-২৩, “চাণ্ডাল” কথাগুলি সৰ্ব্বত্র “চণ্ডাল” ছিল। পৃ. ১২৫, পংক্তি ৫, “দ্বারবাদিগের দ্বারা” স্থলে “দ্বারবানগণ কর্তৃক” ছিল। পৃ. ১২৬, পংক্তি ২-৩, “ডাক্তার বাবুর ৰিছাট। ঐ রকম।” কথাগুলি ছিল না। পৃ. ১২৭, পংক্তি ৪, “ভোজনাবশিষ্ট্র” স্থলে “উচ্ছিষ্টাবশেষ” ছিল।