পাতা:বিষবৃক্ষ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

hte वेियर्च ... t. . আমার এই সামান্ত কাব্য স্বৰ্গও নয়—ইহার লক্ষযোজন সিড়িও নাই। রসও অল্প, সিড়িও ছোট। এই নীরস পরিচ্ছেদ কয়টি সেই সিড়ি। যদি পাঠকশ্রেণীমধ্যে কেহ মালিনীচরিত্র থাকেন, তবে তাহাকে সতর্ক করিয়া দিই যে, তিনি এ সিড়ি না ভাঙ্গিলে সে রসমধ্যে প্রবেশলাভ করিতে পারিবেন না। *. সূৰ্য্যমুখীর পিত্ৰালয় কোন্নগর। তাহার পিতা এক জন ভদ্র কায়স্থ , কলিকাতা, কোন হোঁসে কেশিয়ারি করিতেন। সূৰ্য্যমুখী তাহার একমাত্র সন্তান। শিশুকালে খ্ৰীমতী নামে এক বিধবা কায়স্থকন্যা দাসীভাবে তাহার গৃহে থাকিয়া সূৰ্য্যমুখীকে লালনপালন . করিত। শ্ৰীমতীর একটি শিশুসন্তান ছিল, তাহারই নাম তারাচরণ। সে সূৰ্য্যমুখীর সমবয়স্ক। সূৰ্য্যমুখী তাহার সহিত বাল্যকালে খেলা করিতেন এবং বাল্যসখিত্ব প্রযুক্ত তাহার প্রতি র্তাহার ভ্রাতৃবং স্নেহ জন্সিয়াছিল। শ্ৰীমতী বিশেষ রূপবতী ছিল, সুতরাং অচিরাং বিপদে পতিত হইল। গ্রামস্থ একজন ফুশরিত্র ধনী ব্যক্তির চক্ষে পড়িয়া সে সূৰ্য্যমুখীর পিতার গৃহ ত্যাগ করিয়া গেল । কোথায় গেল, তাহ কেহ বিশেষ জানিতে পারিল না। কিন্তু শ্ৰীমতী আর ফিরিয়া আসিল না। খ্ৰীমতী, তারাচরণকে ফেলিয়া গিয়াছিল। ভারাচরণ সূৰ্য্যমুখীর পিতৃগৃহে রহিল। সূৰ্য্যমুখীর পিতা অতি দয়ালুচিত্ত ছিলেন। তিনি ঐ অনাথ বালককে আত্মসন্তানবৎ প্রতিপালন করিলেন, এবং তাহাকে "দাসত্বাদি কোন হীনবৃত্তিতে প্রবর্তিত না করিয়া, লেখাপড়া শিক্ষায় নিযুক্ত করিলেন। তারাচরণ এক অবৈতনিক মিশনরি স্কুলে ইংরেজী . শিখিতৃে লাগিল। ... " পরে সুর্য্যমুখীর বিবাহ হইল। তাহার কয়েক বৎসর পরে তাহার পিতার পরলোক হইল। তখন তারাচরণ এক প্রকার মোটামুটি ইংরেজী শিথিয়াছিলেন, কিন্তু কোন কৰ্ম্মকাৰ্য্যের সুবিধা করিয়া উঠিতে পারেন নাই। সূৰ্য্যমুখীর পিতৃপরলোকের পর নিরাশ্রয় হইয়া, তিনি সূৰ্য্যমুখীর কাছে গেলেন। সূৰ্য্যমুখী, নগেন্দ্রকে প্রবৃত্তি দিয়া গ্রামে একটি স্কুল সংস্থাপিত করাইলেন। তারাচরণ তাহাতে মাষ্টার নিযুক্ত হইলেন। এক্ষণে গ্রাস্ট ইন্‌ এডের প্রভাবে, গ্রামে গ্রামে তেড়িকাট, টপ্পাধাজ নিরীহ ভালমানুষ মাষ্টার বাবুর বিরাজ করিতেছেন, কিন্তু তৎকালে সচরাচর “মাষ্টার বাবু” দেখা যাইত না । সুতরাং তারাচরণ এক জন গ্রাম্য দেবতার মধ্যে হইয়া উঠিলেন । বিশেষতঃ তিনি Citizen of the World এবং spectator পড়িয়াছিলেন, এবং তিন বুক জিওমেট্রি, তাহার পঠিত থাকার কথাও