পাতা:বীথিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবপরিচয় জন্ম মোর বহি যবে খেয়ার তরী এল ভবে যে আমি এল সে তরীখানি বেয়ে, নূতন সে যে, নূতন তারে জানি। বসন্তের ভরাস্রোতে এসেছিল সে কোথা হতে বহিয়া চিরযৌবনেরই ডালি । আনন্তের হোমানলে যে যজ্ঞের শিখা জ্বলে, সে শিখা হতে এনেছে দীপ জ্বালি । মিলিয়া যায় তারিসাথে আশ্বিনেরই নবপ্রাতে শিউলিবনে আলোটি যাহা পড়ে,