পাতা:বীথিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাতা কুয়াষার জাল অাবরি রেখেছে প্রাতঃকাল— সেইমতো ছিনু আমি কতদিন আত্মপরিচয়হীন । অস্পষ্ট স্বপ্নের মতো করেছিকু অনুভব কুমারীচাঞ্চল্যতলে আছিল যে সঞ্চিত গৌরব, যে নিরুদ্ধ আলোকের মুক্তির আভাস, অনাগত দেবতার আসন্ন আশ্বাস, পুষ্পকোরকের বক্ষে অগোচর ফলের মতন। তুই কোলে এলি যবে অমূল্য রতন, অপূর্ব প্রভাতরবি, আশার অতীত যেন প্রত্যাশার ছবি— লভিলাম আপনার পূর্ণতারে কাঙাল সংসারে । সে আজ বাহির হল দেহ লয়ে উন্মুক্ত আলোতে অন্ধকার হতে ; সুদীর্ঘকালের পথে চলিল সুদূর ভবিষ্যতে।