পাতা:বীথিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> S e শান্তিনিকেতন ২২ আষাঢ় ১৩৪১ কাঠবিড়ালি ঘন ছায়ায় সমস্ত দিন মৃতুল সুরে ডাকে, তেমনিতরো ঐ ছবিটির মধুরসের কণা ক্ষণকালের তরে আমায় করেছে আনমনা । দুঃখসুখের বোঝা নিয়ে চলি আপন-মনে, তখন জীবন-পথের ধারে গোপন কোণে কোণে হঠাৎ দেখি চিরাভ্যাসের লক্ষ্মীদেবীর মালার থেকে ছিন্ন পড়ে আছে ধূলির সঙ্গে মিলিয়ে গিয়ে টুকরো রতন কত— অাজকে আমার এই দেখাটি দেখি তারির মতো ।