পাতা:বীথিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Y ) R সাওতাল মেয়ে পউষের পালা হল শেষ, উত্তর বাতাসে লাগে দক্ষিণের কচিৎ আবেশ । হিমঝুরি শাখা-পরে চিকন চঞ্চল পাতা ঝলমল করে শীতের রোদরে। পাঙুনীল আকাশেতে চিল উড়ে যায় বহুদূরে। আমলকীতলা ছেয়ে খসে পড়ে ফল, জোটে সেথা ছেলেদের দল । আকাবাকা বনপথে আলোছায়া-গাথা অকস্মাৎ ঘুরে ঘুরে ওড়ে ঝরা পাতা সচকিত হাওয়ার খেয়ালে । ঝোপের আড়ালে গলাফোলা গিরগিটি স্তব্ধ আছে ঘাসে । ঝুড়ি নিয়ে বারবার সাওতাল মেয়ে যায় আসে। আমার মাটির ঘরখানা আরম্ভ হয়েছে গড়া, মজুর জুটেছে তার নানা । ধীরে ধীরে ভিত তোলে গেথে রৌদ্রে পিঠ পেতে । মাঝে মাঝে স্থদুরে রেলের বঁাশি বাজে ; প্রহর চলিয়া যায়, বেলা পড়ে আসে, ঢং ঢং ঘণ্টাধ্বনি জেগে ওঠে দিগন্ত-আকাশে।