পাতা:বীথিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অস্তরতম > R> অনেক তুরাশারে সাধনা ক’রে পেয়েছি, তবু ফেলিয়া গেছি তারে। যে পাওয়া শুধু রক্তে নাচে, স্বপ্নে যাহা গাথা, ছন্দে যার হল আসন পাতা, খ্যাতিস্কৃতির পাষাণপটে রাখে না যাহা রেখা, ফাল্গুনের সাঝতারায় কাহিনী যার লেখা, সে ভাষা মোর বঁশিই শুধু জানে— এই যা দান গিয়েছে মিশে গভীরতর প্রাণে, করি নি যার আশা, যাহার লাগি বাধি নি কোনো বাসা, বাহিরে যার নাইকো ভার, যায় না দেখা যারে, বেদনা তারি ব্যাপিয়া মোর নিখিল আপনারে । শান্তিনিকেতন ৬ সেপ্টেম্বর ১৯৩৪