পাতা:বীথিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> २ २ বনস্পতি কোথা হতে পেলে তুমি অতি পুরাতন এ যৌবন, হে তরু প্রবীণ, প্রতিদিন জরাকে ঝরাও তুমি কী নিগুঢ় তেজে— প্রতিদিন আস তুমি সেজে সদ্য জীবনের মহিমায় । প্রাচীনের সমুদ্রসীমায় নবীন প্রভাত তার অক্লান্ত কিরণে তোমাতে জাগায় লীলা নিরন্তর শ্যামলে হিরণে । দিনে দিনে পথিকের দল ক্লিষ্টপদতল তব ছায়াবীথি দিয়ে রাত্রি-পানে ধায় নিরুদেশ ; আর তো ফেরে না তারা, যাত্রা করে শেষ । তোমার নিশ্চল যাত্রা নব নব পল্লব-উদগমে, ঋতুর গতির ভঙ্গে পুষ্পের উদ্যমে । প্রাণের নিবারলীলা স্তব্ধ রূপান্তরে দিগন্তেরে পুলকিত করে। তপোবনবালকের মতো আবৃত্তি করিছ তুমি ফিরে ফিরে অবিরত সঞ্জীবন-সামমন্ত্র-গাথা ।