পাতা:বীথিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> ૨8 ভীষণ বনস্পতি, তুমি যে ভীষণ, ক্ষণে ক্ষণে আজিও তা মানে মোর মন । প্রকাগু মাহাত্ম্যবলে জিনেছিলে ধরা একদিন যে আদি অরণ্যযুগে, আজি তাহা ক্ষীণ । মানুষের-বশ-মানা এই-যে তোমায় আজ দেখি, তোমার আপন রূপ এ কি ? আমার বিধান দিয়ে বেঁধেছি তোমারে আমার বাসার চারি ধারে । ছায়া তব রেখেছি সংযমে । দাড়ায়ে রয়েছ স্তব্ধ জনতাসংগমে হাটের পথের ধারে । নম্র পত্রভারে কিঙ্করের মতো আছ মোর বিলাসের অনুগত। লীলাকাননের মাপে তোমারে করেছি খর্ব। মৃত্যু কলালাপে করো চিত্তবিনোদন, এ ভাষা কি তোমার আপন ? একদিন এসেছিলে আদি বনভূমে ; জীবলোক মগ্ন ঘুমে— তখনো মেলে নি চোখ, দেখে নি আলোক ।