পাতা:বীথিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ృR A সন্ন্যাসী হে সন্ন্যাসী, হে গম্ভীর, মহেশ্বর, মন্দাকিনী প্রসারিল কত-না নিৰ্ব্বর তোমারে বেষ্টন করি নৃত্যজালে । তব উচ্চভালে উৎক্ষিপ্ত শীকরবাম্পে বাকা ইন্দ্ৰধনু রহে তব শুভ্রতনু বর্ণে বর্ণে বিচিত্র করিয়া । কলহাস্তে মুখরিয়া উদ্ধত নন্দীব রুষ্ট তর্জনীরে করে পরিহাস, ক্ষণে ক্ষণে করে তব তপোনাশ ; নাহি মনে ভয়, দূরে নাহি রয়, তুর্বার তুরন্ত তারা শাসন না মানে, তোমারে আপন সাথি জানে । সকল নিয়মবন্ধহারা আপন অধীর ছন্দে তোমারে নাচাতে চায় তারা বাহু তব ধরি। তুমি মনে মনে হাসো ভৃঙ্গীর ভ্ৰকুটি লক্ষ্য করি।