পাতা:বীথিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> 8 অতীতের ছায়া এ শূন্ত তো মরুমাত্র নয়, এ যে চিত্তময় ; বর্তমান যেতে যেতে এই শূন্তে যায় ভরে রেখে আপন অন্তর থেকে অসংখ্য স্বপন ; অতীত এ শূন্ত দিয়ে করিছে বপন বস্তুহীন সৃষ্টি যত, নিত্যকাল-মাঝে তারি ফলশস্ত্য ফলিছে নিয়ত । আলোড়িত এই শূন্য যুগে যুগে উঠিয়াছে জলি, ভরিয়াছে জ্যোতির অঞ্জলি । বসে আছি নির্নিমেষ চোখে অতীতের সেই ধ্যানলোকে নিঃশব্দ তিমিরতটে জীবনের বিস্মৃত রাতির । হে অতীত, শাস্ত তুমি নির্বাণ-বাতির শল্পী তুমি, আঁধারের ভূমিকায় নিভৃতে রচিছ সৃষ্টি নিরাসক্ত নির্মম কলায়, স্মরণে ও বিস্মরণে বিগলিত বর্ণ দিয়া লিখা বর্ণিতেছ আখ্যায়িকা ; পুরাতন ছায়াপথে নূতন তারার মতে উজ্জ্বলি উঠিছে কত, কত তার নিভাইছ একেবারে