পাতা:বীথিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

)(2ぐう হুটু বীথিকার ছায়ায় আলোকে সুগভীর পরিব্যাপ্ত শোকে কহিছে নির্বাকবাণী বৈরাগ্যকরুণ ক্লান্ত স্বরে, তাহারি রণনধ্বনি প্রান্তরে বাজিছে দূরে দূরে। শিশুকাল হতে হেথা সুখে-দুঃখে-ভরা দিন-রাত করেছে তোমার প্রাণে বিচিত্র বর্ণের রেখাপাত— কাশের মঞ্জরীশুভ্ৰ দিশা, নিস্তব্ধ মালতী-ঝরা নিশা, প্রশান্ত শিউলি-ফোটা প্রভাত শিশিরে-ছলোছলো, দিগন্ত-চমক-দেওয়া সূর্যাস্তের রশ্মি জ্বলোজলো । এখনো তেমনি হেথা আসিবে দিনের পরে দিন, তবুও সে আজ হতে চিরকাল রবে তুমি-হীন । ব’সে আমাদের মাঝখানে কতু যে তোমার গানে গানে ভরিবে না মুখসন্ধ্যা, মনে হয়, অসম্ভব অতি— বর্ষে বর্ষে দিনে দিনে প্রমাণ করিবে সেই ক্ষতি । বারে বারে নিতে তুমি গীতিস্রোতে কবি-আশীর্বাণী, তাহারে আপন পাত্রে প্রণামে ফিরায়ে দিতে আনি । জীবনের দেওয়া-নেওয়া সেই ঘুচিল অস্তিম নিমেষেই— স্নেহোজ্জল কল্যাণের সে সম্বন্ধ তোমার আমার গানের নির্মাল্য -সাথে নিয়ে গেলে মরণের পার ।