পাতা:বীথিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দুঃখী ➢ ግ© অপর্যাপ্ত ঐশ্বর্যের মাঝখান দিয়া অকিঞ্চনহিয়া চলিয়াছ দিনরাতি, নাই সাথি, পাথেয় সম্বল নাই প্রাণে, শুধু কানে চারি দিক হতে সবে কয়— "এ তোমার নয়’ । তবু মনে রেখো, হে পথিক, দুর্ভাগ্য তোমার চেয়ে অনেক অধিক আছে ভবে । দুই জনে পাশাপাশি যবে রহে একা তার চেয়ে এক কিছু নাই এ ভুবনে । দুজনার অসংলগ্ন মনে ছিদ্রময় যৌবনের তরী অশ্রুর তরঙ্গে ওঠে ভরি— বসন্তের রসরাশি সেও হয় দারুণ দুর্বহ, যুগলের নিঃসঙ্গতা নিষ্ঠুর বিরহ। তুমি একা, রিক্ত তব চিত্তাকাশে কোনো বিঘ্ন নাই ; সেথা পায় ঠাই পাস্থ মেঘদল— ল’য়ে রবিরশ্মি ল’য়ে অশ্ৰুজল ক্ষণিকের স্বপ্নস্বর্গ করিয়া রচনা