পাতা:বীথিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

›ማ ፄ ঋতু-অবসান একদা বসন্তে মোর বনশাখে যবে মুকুলে পল্লবে উদ্‌বারিত আনন্দের আমন্ত্রণ গন্ধে বর্ণে দিল ব্যাপি ফাস্তৃনের পবন গগন সেদিন এসেছে যারা বীথিকায়— কেহ এল কুষ্ঠিত দ্বিধায় ; চটুল চরণ কারো তৃণে তৃণে বাকিয়া বাকিয়া নির্দয় দলনচিহ্ন গিয়েছে আঁকিয়া অসংকোচ নূপুরঝংকারে, কটাক্ষের খরধারে উচ্চহাস্য করেছে শাণিত ; কেহ বা করেছে স্নান অমানিত অকারণ সংশয়েতে আপনারে অবগুণ্ঠনের অন্ধকারে ; কেহ তারা নিয়েছিল তুলি গোপনে ছায়ায় ফিরি তরুতলে ঝরা ফুলগুলি ; কেহ ছিন্ন করি S २