পাতা:বীথিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাটি › ግ এই ভূমিখণ্ড-পরে তারা এল, তারা গেল কত । তারাও আমারি মতো এ মাটি নিয়েছে ঘেরি— জেনেছিল, একান্ত এ তাহাদেরি । কেহ আর্য কেহ বা অনার্য তারা, কত জাতি নামহীন ইতিহাসহারা । কেহ হোমাগ্নিতে হেথা দিয়েছিল হবির অঞ্জলি, কেহ বা দিয়েছে নরবলি । এ মাটিতে একদিন যাহাদের সুপ্তচোখে জাগরণ এনেছিল অরুণ-আলোকে বিলুপ্ত তাদের ভাষা । পরে পরে যারা বেঁধেছিল বাসা, সুখে দুঃখে জীবনের রসধারা মাটির পাত্রের মতো প্রতি ক্ষণে ভরেছিল যারা এ ভূমিতে, এরে তারা পারিল না কোনো চিহ্ন দিতে । আসে যায় ঋতুর পর্যায়, আবর্তিত অন্তহীন রাত্রি আর দিন ; মেঘরৌদ্র এর পরে ছায়ার খেলেন নিয়ে খেলা করে আদিকাল হতে ।