পাতা:বীথিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>bア、 আশ্বিনে আকাশ আজিকে নির্মলতম নীল, উজ্জল আজি চাপার বরন আলো ; সবুজে সোনায় ভূলোকে ছালোকে মিল দূরে-চাওয়া মোর নয়নে লেগেছে ভালো । ঘাসে ঝ’রে-পড়া শিউলির সৌরভে মন-কেমনের বেদনা বাতাসে লাগে । মালতীবিতানে শালিকের কলরবে কাজ-ছাড়া-পাওয়া ছুটির আভাস জাগে । এমনি শরতে ছেলেবেলাকার দেশে রূপকথাটির নবীন রাজার ছেলে বাহিরে ছুটিত কী জানি কী উদ্দেশে এ পারের চিরপরিচিত ঘর ফেলে । আজি মোর মনে সে রূপকথার মায়া ঘনায়ে উঠিছে চাহিয়া আকাশ-পানে 5 তেপাস্তরের সুদূর আলোকছায়া ছড়ায়ে পড়িল ঘরছাড়া মোর প্রাণে । মন বলে, ‘ওগো অজানা বন্ধু, তব সন্ধানে আমি সমুদ্রে দিব পাড়ি। ব্যথিত হৃদয়ে পরশরতন লব চিরসঞ্চিত দৈন্তের বোঝা ছাড়ি ।