পাতা:বীথিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবনবাণী কোন বাণী মোর জাগল, যাহা রাখবে স্মরণে— পলে পলে দলিত সে কালের চরণে | যায় সে কেবল ভেঙে চুরে, ছড়িয়ে পড়ে কাছে দূরে— জীবনবাণীর অখণ্ড রূপ মিলবে মরণে । ক্ষণে ক্ষণে পাগল হাওয়ায় ঘূর্ণিধূলিতে প্রাণের দোলে এলোমেলে৷ রয় সে তুলিতে । বৈতরণীর অগাধ নদী পেরিয়ে আবার ফেরে যদি উণ্টে স্রোতের সে দান, ডালায় পারবে তুলিতে । কোন বাণী মোর জাগল, যাহা রাখবে স্মরণে, টি-কবে যাহা নিমেষগুলির পূরণ-হরণে।