পাতা:বীথিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨૦ ? আবেদন পশ্চিমের দিকসীমায় দিনশেষের আলো পাঠালে৷ বাণী সোনার রঙে লিখা— ‘রাতের পথে পথিক তুমি, প্রদীপ তব জ্বালে৷ প্রাণের শেষ শিখা ? কাহার মুখে তাকাব আমি, আলোক কার ঘরে রয়েছে মোর তরে— সঙ্গে যাবে যে আলোখানি পারের ঘাট-পানে, এ ধরণীর বিদায়-বাণী কহিবে কানে কানে, মম ছায়ার সাথে আলাপ যার হবে নিভৃত রাতে । ভাসিবে যবে খেয়ার তরী কেহ কি উপকূলে রচিবে ডালি নাগকেশর ফুলে, তুলিয়া আনি চৈত্রশেষে কুঞ্জবন হতে ভাসায়ে দিবে স্রোতে ? আমার বাশি করিবে সারা যা ছিল গান তার, সে নীরবতা পূর্ণ হবে কিসে • তারার মতো সুদূরে-যাওয়া দৃষ্টিখানি কার মিলিবে মোর নয়ন-অনিমিষে ? অনেক-কিছু হয়েছে জমা, অনেক হল খোজা, আশাতৃষার বোঝা ধুলায় যাব ফেলে।