পাতা:বীথিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রেশ বাশরি আনে আকাশ-বাণী— ধরণী আনমনে কিছু বা ভোলে কিছু বা আধো শোনে । নামিবে রবি অস্তপথে, গানের হবে শেষ— তখন ফিরে ঘিরিবে তারে সুরের কিছু রেশ । অলস খনে কাপায় হাওয়া অাধেকখানি-হারিয়ে-যাওয়া গুঞ্জরিত কথা, মিলিয়া প্রজাপতির সাথে রাঙিয়ে তোলে আলোছায়াতে দুইপহরে-রোদ-পোহানো গভীর নীরবতা । হলদেরঙ-পাতায়-দোলা নাম-ভোলা ও বেদনা-ভোলা বিষাদ ছায়ারূপী

  • >>