পাতা:বীথিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨ ઉ কৈশোরিকা হে কৈশোরের প্রিয়া, ভোরবেলাকার অালোক-আধার-লাগা চলেছিলে তুমি আধঘুমো-আধজাগা মোর জীবনের ঘন বনপথ দিয়া । ছায়ায় ছায়ায় আমি ফিরিতাম একা, দেখি দেখি করি শুধু হয়েছিল দেখা চকিত পায়ের চলার ইশারাখানি । চুলের গন্ধে ফুলের গন্ধে মিলে পিছে পিছে তব বাতাসে চিহ্ন দিলে বাসনার রেখা টানি । প্রভাত উঠিল ফুটি । অরুণরাডিমা দিগন্তে গেল ঘুচে, শিশিরের কণা কুঁড়ি হতে গেল মুছে, গাহিল কুঞ্জে কপোতকপোতী দুটি । ছায়াবীথি হতে বাহিরে আসিলে ধীরে ভরা জোয়ারের উচ্ছল নদীতীরে— প্রাণকল্লোলে মুখর পল্লিবাটে।