পাতা:বীথিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রত্যপণ ঐ যে মুরতি হয়েছে ভূষিত মুগ্ধ মনের দানে, আমার প্রাণের নিশ্বাসতাপে ভরিয়া উঠিল প্রাণে ; এর মাঝে এল কিসের শক্তি সে যে, দাড়ালো সমুখে হোমহুতাশন-তেজে, পেল সে পরশমণি । নয়নে তাহার জাগিল কেমনে জাদুমন্ত্রের ধ্বনি । যে দান পেয়েছে তার বেশি দান ফিরে দিলে সে কবিরে ; গোপনে জাগালে সুরের বেদন বাজে বীণা যে গভীরে । প্রিয়-হাত হতে পরে পুষ্পের হার, দয়িতের গলে করো তুমি আরবার দানের মাল্যদান । নিজেরে সঁপিলে প্রিয়ের মূল্যে করিয়া মূল্যবান। ১৯৩২ ?