পাতা:বীথিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

98 আদিতম কে আমার ভাষাহীন অন্তরে চিত্তের মেঘলোকে সন্তরে, বক্ষের কাছে থাকে তবুও সে রয় দূরে, থাকে অশ্রুত সুরে । ভাবি বসে গাব আমি তারি গান— চুপ করে থাকি সারা দিনমান, অকথিত আবেগের ব্যথা সই | মন বলে কথা কৈ, কথা কৈ । চঞ্চল শোণিতে যে সত্তার ক্রন্দন ধ্বনিতেছে অর্থ কী জানি তাহা, আদিতম আদিমের বাণী তাহা । ভেদ করি ঝঞ্জার আলোড়ন ছেদ করি বাম্পের আবরণ চুম্বিল ধরাতল যে আলোক, স্বর্গের সে বালক কানে তার বলে গেছে যে কথাটি তারি স্মৃতি আজও ধরণীর মাটি দিকে দিকে বিকাশিছে ঘাসে ঘাসে— সেই সুর কানে আসে।