পাতা:বীথিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চন্দননগর ৪ আষাঢ় ১৩৪২ ছায়াছবি স্তব্ধ আজি বাদল-বেলা, নদীতে নাহি ঢেউ— অলসমনে বসিয়া আছি ঘরেতে নেই কেউ । হঠাৎ দেখি চিত্তপটে চেয়ে, সেই-যে ভীরু মেয়ে মনের কোণে কখন গেছে আঁকি অবর্ষিত অশ্রুভরা ডাগর দুটি আঁখি । 83