পাতা:বীথিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিহবলতা অপরিচিতের দেখা বিকশিত ফুলের উৎসবে পল্লবের সমারোহে । মনে পড়ে, সেই তার কবে দেখেছিমু শুধু ক্ষণকাল । খর সূর্যকরতাপে নিষ্ঠুর বৈশাখবেলা ধরণীরে রুদ্র অভিশাপে বন্দী করেছিল তৃষ্ণাজালে । শুষ্ক তরু, স্নান বন, অবসন্ন পিককণ্ঠ, শীর্ণচ্ছায়া অরণ্য নির্জন । সেই তীব্র আলোকেতে দেখিলাম দীপ্ত মূর্তি তার— জ্বালাময় আখি, বর্ণচ্ছটাহীন বেশ, নির্বিকার মুখচ্ছবি। বিরলপল্লব স্তব্ধ বনবীথি-’পরে নিঃশব্দ মধ্যাহ্নবেলা দূর হতে মুক্তকণ্ঠ স্বরে করেছি বন্দন ।