পাতা:বীথিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> o|>|○S ঈষৎ দয়া উত্তরবায়ু আমি ভিক্ষুকসম হিমনিশ্বাসে জানাই মিনতি মম শুষ্ক শাখার বীথিকারে চঞ্চলি । অকিঞ্চনের রোদনে ধেয়ান টুটে কৃপণ দয়ায় কচিৎ একটি ফুটে অবগুষ্ঠিত অকাল পুষ্পকলি। যত মনে ভাবি রাখি তারে সঞ্চিয়া, ছিড়িয়া কাড়িয়া লয় মোরে বঞ্চিয়৷ প্রলয়প্রবাহে ঝ'রে-পড়া যত পাতা । বিস্ময় লাগে আশাতীত সেই দানে, ক্ষীণ সৌরভে ক্ষণগৌরব আনে— বরণমাল্য হয় না তাহাতে গাথা ।