পাতা:বীথিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ > প্রাণের ডাক সুদূর আকাশে ওড়ে চিল, উড়ে ফেরে কাক, বারে বারে ভোরের কোকিল ঘন দেয় ডাক । জলাশয় কোন গ্রাম-পারে, বক উড়ে যায় তারি ধারে, ডাকাডাকি করে শালিখের । প্রয়োজন থাক্ নাই থাক্ যে যাহারে খুশি দেয় ডাক, যেথ সেথা করে চলাফেরা । উছল প্রাণের চঞ্চলত আপনারে নিয়ে । অস্তিত্বের আনন্দ ও ব্যথা উঠিছে ফেনিয়ে । জোয়ার লেগেছে জাগরণে— কলোল্লাস তাই অকারণে, মুখরতা তাই দিকে দিকে । ঘাসে ঘাসে পাতায় পাতায় কা মদিরা গোপনে মাতায়, অধীরা করেছে ধরণীকে ।